আন্তর্জাতিক ডেস্ক
।।
অস্ট্রেলিয়ায় একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি হেলিকপ্টারটির পাইলট। আর আহতরা হোটেলটির গেস্ট। উত্তর কুইন্সল্যান্ড শহরের কেয়ার্নসের একটি হোটেলের ছাদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সোমবার স্থানীয় সময় গভীর রাত ১টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি হিলটন হোটেলের ডাবলট্রিতে আঘাত হানে। এতে করে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলের শত শত অতিথিকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
হোটেল কর্তৃপক্ষ বলছে, পাইলটই ছিলেন হেলিকপ্টারটির একমাত্র আরোহী এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত ওই দুই অতিথি বয়স্ক নারী ও পুরুষ। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।