ভেঙে গেল বার্সা-রবার্তোর ১৮ বছরের বন্ধন

38
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিকভাবে বার্সা ছাড়ার ঘোষণা দিলেন স্প্যানিশ ডিফেন্ডার সের্হি রবার্তো। ক্লাবটিতে ১৮ বছর ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সা ছাড়ার ঘোষণা দেন রবার্তো। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও বিদায় ঘোষণা করবেন তিনি। বার্সা ছেড়ে ৩২ বছর বয়সী রবার্তো কোন ক্লাবে খেলবেন সেটি এখনো জানাননি। তবে শোনা যাচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে চান এই ডিফেন্ডার।

ফুটবলে রবার্তোর যাত্রা শুরু হয় ২০০০ সালে, সানতেস ক্রেউসের মাধ্যমে। চার বছর পর যান হিমানিসতিকের যুব দলে। ২০০৬ সালে শুরু হয় রবার্তোর বার্সা অধ্যায়। তখন যুবদলে খেলতেন তিনি। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছেন বার্সেলোনার ‘বি’ দলে। এরই মধ্যে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় ২০১০ সালে।

গত ১৪ বছরে বার্সার হয়ে ৩৭৩ ম্যাচ খেলেন রবার্তো। ক্লাবটির হয়ে ১৯ গোলের পাশাপাশি ৩৯টি অ্যাসিস্ট করেন এই তারকা। বার্সার হয়ে জিতেছেন ২টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লা লিগা শিরোপা। রবার্তোর ট্রফির তালিকায় আরও আছে ৬টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।