মাগুরা প্রতিনিধি।।
মাগুরা ডিবি পুলিশ মাগুরা সদর উপজেলার শিমুলিয়ার ঢাল এলাকা থেকে ১৮০ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে। এরা হলেন খাগড়াছড়ি জেলার জালিয়াপাড়ার রুহুল আমিন (৪১) ও মাটিরাংগা গ্রামের আবুল হাশেম (৪৩)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কলিমুল্লাহ শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ডিবি পুলিশের এস আই কাজী শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যশোর মহাসড়কের শিমুলিয়ার ঢাল এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।
অভিযানে ট্রাকের ভেতরে অভিনব কায়দায় কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা ১৮০ কেজি গাঁজা জব্দ করে ডিবি পুলিশ। জব্দকরা গাঁজার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা।
অভিযানে ট্রাক চালক রুহুল আমিন (৪১) ও আবুল হাশেমকে (৪৩) আটক করা হয়। জব্দকরা এ গাঁজা কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে ট্রাকে করে যশোর নিয়ে যাওয়া হচ্ছিল। আটকদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।