বাংলাদেশের আন্দোলনকারীদের জন্য প্রার্থনা করছেন আর্জেন্টাইন তারকা

2
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে তোলপাড় বাংলাদেশ। বিক্ষুদ্ধ এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজ। যদিও তিনি আগেও ছাত্রদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছিলেন।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার একটি পোস্ট করেন। যেখানে বাংলাদেশের পতাকার সামনে লাল কাপড়ে চোখ বাঁধা এক শিক্ষার্থীর ছবি জুড়ে দেন চেলসিতে খেলা এই ২৩ বছর বয়সী ফুটবলার।

পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’

এর আগে গত ১৯ জুলাই এনজো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’