স্পোর্টস ডেস্ক
বেশ কয়েক বছর ধরেই ফুটবলে চরম দ্বৈরথ চলছে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালের পর সেটি মৃদুভাবে শুরু হলেও চূড়ান্ত রূপ নেয় ২০২২ সালের কাতার বিশ্বকাপের পর। সেবার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এই বিশ্বকাপের পর নানা সময়েই তর্ক-বিতর্কে জড়াতে দেখা গেছে দুই দলের ফুটবলারদের।
সবশেষ কোপা আমেরিকায়ও শিরোপা জেতার পর ফ্রান্সকে উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে সমালোচনার মুখে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এবার প্যারিসে চলমান অলিম্পিক ফুটবলেও দেখা গেল উত্তেজনা। যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। যেখানে হাতাহাতিতে জড়ান দুই পক্ষের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা।
আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, উদযাপনের সময় আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন ফ্রান্সের মিডফিল্ডার এনজো মিলোট। যা নিয়ে শুরু হয় বিরোধ। বিষয়টি নিয়ে পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক নিকোলাস ওতামেন্দি। পরিবারের সদস্যদের সামনে ফ্রান্সের খেলোয়াড়দের এমন উদযাপনে ক্ষুব্ধ তিনি।
ওতামেন্দি বলেন, ‘সত্যিই এটা আমাকে রাগিয়ে দিয়েছে। খেলোয়াড়রা উদযাপন করতেই পারে। যেখানে খুশি সেখানে গিয়ে মজা করতে পারে। কিন্তু পরিবারের সামনে এমন উদযাপন মোটেও ভালো কিছু নয়। …এটা আমাকে রাগান্বিত করেছে যে তারা শিশু ও পরিবারের সামনে গিয়ে উদযাপন করেছে।’
অলিম্পিক থেকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল আর্জেন্টিনা। বিদায়ের যন্ত্রণা আগেও পেয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার। ২০২২ সালে বিশ্বকাপ জেতার আগের ঘটনা মনে করে তিনি বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগে আমিও হারের ভেতর দিয়ে গিয়েছে। আমি এই অনুভূতির সঙ্গে পরিচিত। সবাই ভালো খেলেছে। গোলটাই শুধু আমরা পাইনি।’
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় স্বাগতিক ফ্রান্স। স্তাঁদ মাততুত আতলান্তিক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন জ্যাঁ-ফিলিপ মাতেতা। ম্যাচে আর্জেন্টিনার দখলেই বল ছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা মোট শট নিয়েছিল ১৬টি, যার মধ্যে লক্ষ্যে ৪টি। অন্যদিকে, ফ্রান্সের রাখা ১০টি শটের মধ্যে মোট ২টি শট ছিল লক্ষ্যে।