স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনে হামলা ও ভাঙচুরের সময় গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী রাফসানসহ ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়কারী রাফসান বলেন, খুলনার পুলিশ হেডকোয়ার্টারে হামলা চালাতে গেলে রাষ্ট্রীয় সম্পদ যাতে ধ্বংস না হয় আমি আন্দোলনকারীদের সরিয়ে নেই। এর ভেতর একটি দল ফাতেমা স্কুলের নিকট খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বাড়ি গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করলে তাদের সরিয়ে আনতে আমিও সেখানে যাই। কিন্তু সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে গুলি ছোড়ে। এ সময় ২৫/৩০ জনের শরীরে রাবার বুলেট লাগে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুমন রায় বলেন, যখন কেউ হাসপতালে আসে সে রোগী হিসেবে আসে। তার কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয় না। সে হিসেবে যারা আসছে তাদের প্রত্যেকেই সঠিক সেবা দেওয়া হচ্ছে।