বুলেটবিদ্ধ শূকরের মাথা পাঠিয়ে হুমকি, যে কঠিন সিদ্ধান্ত নিলেন দি মারিয়া

18
Spread the love


স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল দি মারিয়া। ইউরোপের বড় বড় ক্লাবে খেলেছেন তিনি। লিওনেল মেসির পর তাকেই ধরা হয় হাল আমলে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা হিসেবে। ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল এই তারকার। এই দি মারিয়াই নিজ দেশে পেয়েছেন বড়সড় হুমকি।

আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করার পর বেড়ে উঠেছেন দি মারিয়া। সেখানেই বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ লগ্নেও এই শহরের ক্লাবে খেলতে চেয়েছিলেন তিনি। তবে হুমকি পেয়ে রোজারিওতে ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত বাতিল করেছেন।

জানা গেছে, দি মারিয়ার বোনের ব্যবসা-প্রতিষ্ঠানে বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা পাঠিয়েছে স্থানীয় গ্যাংভিত্তিক অপরাধীরা। ঘটনার বর্ণনায় দি মারিয়া বলেন, ‘আমাদের বোনের ব্যবসায় হুমকি দেওয়া হয়েছে। একটি বক্সে করে শূকরের মাথা পাঠানো হয়েছে, যার কপালে ছিল বুলেট। একটি চিরকুটও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার মেয়ে পিয়ার।’

৩৬ বছর বয়সী দি মারিয়া আরও বলেন, ‘আমি এভাবে রোজারিওতে ফিরব না। ওরা আমার পরিবারকে লক্ষ্য বানিয়েছে। আমি কোনোভাবেই সেটা হতে দেব না।’

আর্জেন্টিনার সর্বশেষ কোপা আমেরিকাজয়ী দলে ছিলেন উইঙ্গার দি মারিয়া। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা এই ফুটবলার এর আগে খেলেছেন রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মতো বড় বড় ক্লাবে।