আর্জেন্টিনার প্রথম স্বর্ণ জয়

13
Spread the love


স্পোর্টস ডেস্ক

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনাকে প্রথম স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন দেশটির সাইক্লিস্ট হোসে তরেস গিল। আসরটির বিএমএক্স ফ্রিস্টাইলে পুরুষদের পার্ক ফাইনাল জিতে স্বর্ণ জেতেন তিনি।

২৯ বছর বয়সী গিল স্বর্ণ জয়ের পথে বেশ কয়েকটি ইতিহাস গড়েছেন। সাইক্লিংয়ে এটিই আর্জেন্টিনার প্রথম ব্যক্তিগত স্বর্ণ। এবারের অলিম্পিকে প্রথম তো বটেই, রিও ২০১৬ অলিম্পিকের পর প্রথম স্বর্ণের পদক আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম সোনা।

স্বর্ণজয়ী গিলের স্কোর ছিল ৯৪.৮২, গ্রেট ব্রিটেনের কিয়েরেন রেইলি ৯৩.৯১ স্কোর গড়ে রুপা ও ফ্রান্সের অ্যান্থনি জিনজিয়ান ৯৩.৭৬ স্কোর গড়ে পেয়েছেন ব্রোঞ্জ।