মিলি রহমান।।
জেল্লাদার এবং দাগহীন ত্বক পেতে নানা ধরনের দামি দামি স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন অনেকেই। অনেকে আবার পছন্দের ত্বক পেতে নানারকম ট্রিটমেন্টও করান। কিন্তু আপনি কি জানেন, প্রাচীন এমন কিছু বিউটি সিক্রেট রয়েছে, যেগুলো জানলে খুব সহজেই আপনি সুন্দর ত্বক পেতে পারেন। আর সেসব প্রাচীন উপাদানের কাছে হার মানবে নানা আধুনিক প্রোডাক্ট। জেনে নিন এমনই চার বিউটি সিক্রেটের সন্ধান।
নিম
প্রাচীন ভারতের রূপটানে যেসব প্রাকৃতিক উপাদানের রমরমা ছিল, সেগুলোর মধ্যে অন্যতম হল নিম। এটি আপনার ত্বকের নানা সমস্যার সমাধান করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
অ্যাকনে কমায় : কয়েকটি নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। এবার কটন বল ভিজিয়ে ধীরে ধীরে মুখে লাগালেই মিলবে উপকার।
শুষ্ক ত্বকের সমস্যা কমায় : একটি পাত্রে পরিমাণ মতো নিম পাউডার নিন। তার সঙ্গে মেশান গ্রেপসিড অয়েল। এবার দুই উপকরণ মিশিয়ে মুখে লাগান। ফল পাবেন।
কেশর
ত্বকের জেল্লা বাড়াতে কেশরের জুড়ি মেলা ভার। তাই তো অনেক বিশেষজ্ঞ নিয়মিত রূপটানে কেশর ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু এটি খুবই দামি উপাদান। তাই প্রতিদিন ব্যবহার করা সম্ভব না। সেক্ষেত্রে সপ্তাহে অন্তত দুদিন ত্বকে লাগান। এসব উপকার পাবেন।
ট্যান উঠবে : একটি পাত্রে পরিমাণ মতো দুধের সর নিয়ে তাতে যোগ করুন কয়েকটি কেশর। সারা রাত ওভাবেই রেখে দিন। পরের দিন সেই মিশ্রণ মুখে লাগান।
ত্বক উজ্জ্বল হবে : গোলাপ জলে দুই-তিনটি কেশর ফেলে দিন। কটন বল গোলাপ ভিজিয়ে মুখে বুলিয়ে নিন।
মধু
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে মধুর জুড়ি মেলা ভার। এছাড়া ত্বকের সংক্রমণ কমাতেও সাহায্য করে এই উপাদান।
দাগছোপ মলিন করে : সানবার্নের কারণে ত্বকে অনেক সময়ে কালচে ছোপ পড়ে যায়। এর এটি সারিয়ে তুলতে সাহায্য করে মধু। প্রাকৃতিক উপাদানটি আপনার ত্বকে ক্ষতস্থানে লাগিয়ে নিন। উপকার পাবেন।
মসৃণ ত্বক পাবেন : একটি পাত্রে পরিমাণ মতো দুধের সর নিন। তার সঙ্গে মেশান মধু, চন্দন, বেসন এবং গোলাপের তেল। এই মিশ্রণ আপনার মুখে লাগান। ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
তুলসী
এই ভেষজ প্রাচীন ভারতে বেশ জনপ্রিয় ছিল। নানা অসুখ সারিয়ে তুলতে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে নিয়মিত ব্যবহার করা হত এটি। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন?
ত্বক ভালো রাখবে : কয়েকটি তুলসী পাতা নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তার সঙ্গে মেশান পরিমাণ মতো দুধ। এবার সেই মিশ্রণ মুখে লাগান। উপকার মিলবে।
সংক্রমণ কমাবে : ত্বকের একাধিক সংক্রমণ সারিয়ে তুলতে তুলসীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন উপকার পেতে নিয়মিত তুলসী পাতা বেটে মুখে লাগাতে পারেন।