বাথরুমে ঢুকলেই বিশ্রী গন্ধ! কোন উপায়ে সমাধান?

48
Spread the love


মিলি রহমান।।

বাড়ি যতই সুন্দর হোক না কেন বাথরুমে ঢুকেই যদি অতিথি বিশ্রী দুর্গন্ধ পান, তাহলে সম্মানের দফরফা। বাথরুমে দুর্গন্ধ হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এই দুর্গন্ধ আপনার জন্য অস্বস্তিকর হতে পারে। শুধু অতিথি কেন, দিনে একাধিকবার যেখানে যেতে হয়, গোসল সারতে হয়, সেই জায়গাতেই যদি দুর্গন্ধ বার হয়, তাহলে বাড়ির লোকেরই যেতে ইচ্ছা করবে না।

এছাড়াও বাথরুমের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাস্থ্যের প্রশ্নও। তাই বাথরুম দুর্গন্ধমুক্ত রাখার পাশাপাশি জীবাণুমুক্তও রাখা জরুরি। এখন প্রায় প্রতিটি বাড়িতে গোসল ও শৌচালয়ের জন্য একটি ছোট জায়গাই বরাদ্দ থাকে। ফলে, শৌচালয়ের প্রতিটি জিনিস নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। না হলে সংক্রমণ অনিবার্য।

দুর্গন্ধ কেন হয়?

স্নানঘর ব্যবহারের পর ঠিকমতো পানি দেয়া না হলে দুর্গন্ধ হতে পারে। নিয়মিত শৌচাগারের জিনিসপত্র পরিষ্কার করা না হলেও এই সমস্যা হতে পারে। বাথরুম যদি বদ্ধ হয়, হাওয়া চলাচলের জায়গা না থাকে, তা হলেও এমনটা হতে পারে।

চলুন জেনে নেয়া যাক বাথরুমের দুর্গন্ধ দূর করার উপায়-

১. বাথরুমের বাতাস বাইরে বার করার জন্য পাখা থাকলে তা চালিয়ে রাখুন।

২. বাথরুমের জানলা খুলে দিন, যাতে আলো-হাওয়া ঢুকতে পারে।

৩. নিয়মিত বাথরুমের পরিষ্কার রাখুন।

৪. শৌচকার্যের জন্য ব্যবহৃত জিনিস সাবান বা রাসায়নিক ব্যবহার করে পরিষ্কার করুন।

৫. অনেক সময় বাথরুমে বেসিন থাকলে, সেখানে চুল জমে, ময়লা পড়ে দুর্গন্ধ হয়। নিয়মিত বেসিনও পরিষ্কার করতে হবে।

৬. বাথরুম যতটা সম্ভব শুকনো রাখা দরকার।

সুগন্ধ কীভাবে?

১. বাথরুম ব্যবহারের জন্য বাজারচলতি সুগন্ধী টাঙিয়ে রাখতে পারেন বা একটি বাটিতে কিছুটা সোডা রেখে দিলেও ভ্যাপসা গন্ধ, স্যাঁতসেতে ভাব দূর হবে।

২. ভিনেগার ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে বেসিন থেকে বাথরুমের বিভিন্ন জায়গায় স্প্রে করতে পারেন। এতে দুর্গন্ধও দূর হবে, আবার এই মিশ্রণ দিয়ে বেসিন দিয়ে বাথরুমের জিনিসপত্র পরিষ্কার করাও যাবে।

৩. একটি পাত্রে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে রাখলেও, সুগন্ধ ছড়াবে।

৪. বাথরুমে বিদ্যুতের প্লাগ পয়েন্ট থাকলে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে এসেনশিয়াল অয়েলের বাষ্প ছড়িয়ে দিতে পারেন।