বিনোদন ডেস্ক
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অনুষ্ঠিত কমিক–কন উৎসবে যোগ দিয়েছিলেন অভিনেত্রী জেনিফার গার্নার। গত শুক্রবার মুক্তি পাওয়া মার্ভেলের সুপারহিরো সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন’এর জন্য কমিক–কনে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছেই ঘটে গেল এক অপ্রত্যাশিত কান্ড!
উৎসবের লিফটে তিনি দেড় ঘণ্টা আটকে ছিলেন। দীর্ঘ সময় লিফটে আটক থাকার সময়ে তার ক্যামন অনুভব হচ্ছিল? উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মজা করে গার্নার বলেন, ‘আমি তো সাহায্যের আশায় উলভারিনকে ডাকতে পারতাম, ডেডপুলকেও ডাকা যেত। তবে সবাই আমরা সিঁড়ির কথা ভাবছিলাম।’
অভিনেত্রী আরও জানান, ৩৫ মিনিট লিফটে আটকে থাকার পর তিনি বসে পড়েন। তার ভাষ্যমতে, ‘কী আর করব, অনেকক্ষণ অপেক্ষার পর বসে পড়ি। দীর্ঘ দেড় ঘন্টা পর উদ্ধারকারী এসে দরজা খোলেন।’
এছাড়া আটকা পড়ার ৪৫ মিনিট পর তারা জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চাইতে পেরেছিলেন বলে জানান এ অভিনেত্রী।
অনেকে প্রথমে ভেবেছিলেন, কেউ হয়তো মজা কিংবা ষড়যন্ত্র করে লিফট বন্ধ করে দিয়েছিলেন কিংবা বিকল করে দিয়েছিলেন! এ ধারণা পরে ভুল প্রমাণিত হয়। মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা ঘটেছে বলে জানা যায়।
উল্লেখ্য, ডেডপুল অ্যান্ড উলভারিন প্রেক্ষাগৃহে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করে যাচ্ছে। মার্কিন গণমাধ্যম ডেডলাইনের তথ্যমতে, মুক্তির পর প্রথম ৩ দিনেই ২০৫ মিলিয়ন ডলার ব্যবসা করেছে এ সিনেমাটি।