স্পোর্টস ডেস্ক
শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধাম্মিকা নিরোশান দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। লংকান সংবাদমাধ্যম থেকে জানা যায়, আম্বালাংগোড়ার কান্ডা মাওয়াথায় নিজের বাড়িতেই খুন হন তিনি।
সংবাদমাধ্যম জানায়, খুনের সময় নিরোশনের স্ত্রী এবং দুই সন্তান বাড়িতে ছিলেন। যেখানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরোশানকে হত্যা করা হয়েছে।
খবর জানার পরেই পুলিশ যায় নিরোশনের বাড়িতে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তার মরদেহ। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে ৪১ বছরের ক্রিকেটারকে হত্যা করা হল তা এখনও পরিষ্কার নয়।
লংকার যুব স্তর থেকে উঠে আসা অন্যতম প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে সেরা অলরাউন্ডার বলা হত নিরোশানকে। বয়সভিত্তিক ক্রিকেটে তার অধীনে খেলেছেন পারভেজ মারুফ, অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গার মতো ক্রিকেটাররা। মাত্র ২০ বছরেই খেলা ছেড়ে দেন নিরোশন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কখনও জানাননি।
শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে ২০০০ সালে অভিষেক হয় তার। দুবছর শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ টেস্ট এবং ওয়ানডে দলে খেলেছেন তিনি।