আর কোনো মায়ের কোল খালি দেখতে চান না মিরাজ

18
Spread the love


স্পোর্টস ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। দেশের স্কুল ও কলেজ পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধের ঘোষণা আসছে। তবে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

বসে নেই ক্রিকেটাঙ্গনও। জাতীয় দলের ক্রিকেটাররা শিক্ষার্থীদের ওপর এমন হামলার ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন। এবার নিজের অভিমত জানালেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মিরাজ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই!’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওহীদ হৃদয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিকুর রহিমও আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ সমাধানের। সেই পথেই হেঁটেছেন ক্রিকেটারদের অনেকেই।