চমকে দিলেন লিজা

12
Spread the love


বিনোদন ডেস্ক।।
জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। বছর জুড়েই ব্যস্ত থাকেন তিনি স্টেজ শো নিয়ে। পাশাপাশি নতুন গানেও থাকে তার ব্যস্ততা। তবে মাস কয়েক আগেই মা হয়েছেন এ শিল্পী। তাই ছিলেন বিরতিতে। তবে সেই বিরতিটা দীর্ঘায়িত করেননি লিজা। অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে ফিট হয়ে কাজে মনোযোগী হয়েছেন এ গায়িকা। এরইমধ্যে তিনি স্টেজ শো ও টিভি অনুষ্ঠানে ব্যস্ত হয়ে উঠেছেন। গত মঙ্গলবার তিনি সবশেষ শো করেছেন রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই ফেরাটা কেমন উপভোগ করছেন? উত্তরে লিজা বলেন, খুব ভালো।


আসলে আমি ব্যস্ত থাকলে ভালো থাকি। তবে অনেকেই অবাক হচ্ছে আমার এই দ্রুত ফেরা দেখে। পর পর শো দেখেও অনেকে চমকে যাচ্ছেন। কারণ আমার কন্যা ইয়াশা জন্মের পর খুব বেশি সময় বিরতি নেইনি। এটা আসলে শুধু শারীরিক নয়, মানসিক একটা বিষয়ও। আমার মনে হয়েছে আমি কাজ শুরু করে দিতে পারি। তাই শুরু করেই দিলাম। বেশ শোয়ের ব্যস্ততা যাচ্ছে এখন। সামনেও বেশ কয়েকটি শো রয়েছে। নতুন গানের কী খবর? লিজা বলেন, নতুন গান তো করা হচ্ছে। একটি গানের ভিডিও করাও হয়ে গেছে। তবে অডিওর কিছুটা কাজ বাকি। আশা করছি দ্রুতই সেটা করতে পারবো। লিজা জানান, ইয়াশা খুব লক্ষ্মী মেয়ে। আমাকে জ্বালাতন করে না বললেই চলে। চোখের সামনে দেখছি একটু একটু করে বড় হচ্ছে। প্রথমবার মা হয়েছি। এই অনুভূতিটা আসলেই অন্যরকম। বলে বোঝানো যাবে না।