স্পোর্টস ডেস্ক।।
ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে দীর্ঘ ৭ মৌসুম আগে প্রধান কোচ হিসেবে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব নিয়েছিলেন রিকি পন্টিং। এই সময়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি দিল্লি। শেষমেশ প্রধান কোচের পদ থেকে পন্টিংকে বরখাস্ত করল ফ্র্যাঞ্চাইজিটি।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে পন্টিংয়ের বিদায়ের তথ্য জানায় দিল্লি। পন্টিংয়ের জায়গায় দায়িত্ব নিতে পারেন বর্তমানে দিল্লির টিম ডিরেক্টর হিসেবে কাজ করা সৌরভ গাঙ্গুলি। নতুন কোচের নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে দায়িত্ব গিয়ে পড়বে সহকারী কোচ প্রবিন আমরের ওপর।
২০১৮ সালে দিল্লির দায়িত্ব নিয়েছিলেন পন্টিং। ২০২১ সালে প্রথমবারের মতো আইপিএল ফাইনালে ওঠে দিল্লি। তবে এরপর থেকে শুধু হতাশাই উপহার দিয়েছে ভারতের রাজধানীর এই দলটি।
নাম প্রকাশ না করার শর্তে দিল্লির টিম ম্যানেজমেন্টের এক সদস্য পিটিআইকে বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রিকিকে জানিয়ে দিয়েছে, দল সাত বছরেও চ্যাম্পিয়ন হতে পারেনি, বিষয়টিতে তারা খুশি নন। নতুন কাউকে দায়িত্বে আনার কথা ভাবছেন তারা। তিনি (পন্টিং) পরের বছর আর থাকছেন না।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির দায়িত্বে যারা আছেন, তারা চেয়েছিলেন পন্টিং যাতে নিলামে ও দল গঠনে আরও বেশি সম্পৃক্ত থাকেন। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ কয়েক আগে কোচের যোগ দেওয়াকে ভালোভাবে দেখেননি তারা।
সার্বিক বিষয়ে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন জেএসডাব্লিউ ও জিএমআর গ্রুপ। সেখানে খেলোয়াড় ধরে রাখার বিষয়েও আলোচনা হতে পারে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগার্ক কিংবা দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস, যেকোনো একজনকে ধরে রাখতে পারবে দিল্লি। অন্যদিকে, দেশি খেলোয়াড়দের মধ্যে দিল্লি ধরে রাখতে পারে কুলদীপ যাদব, অধিনায়ক রিশাভ পান্ত ও অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।