ঢাকা অফিস
চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৭ হাজার ৯৭৪ জন হাজি। এবার হজে গিয়ে এখন পর্যন্ত ৬৪ জন বাংলাদেশি মারা গেছেন।
শনিবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, হজ শেষে ৬৭ হাজার ৯৭৪ জন হাজি ১৮৪টি ফ্লাইটে দেশে ফিরিছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি, সৌদিয়া এয়ারলাইন্স ৬৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
শুক্রবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্যানুযায়ী, মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ৫১ ও নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৫০, মদিনায় ৫, জেদ্দায় ২ ও মিনায় ৭ জন মারা গেছেন।
গত ১৫ জুলাই হজ পালিত হয়। ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত ২১৮টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যান ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়।