স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই একই সংস্করণে ৫ ম্যাচের সিরিজ, তাই জিম্বাবুয়েতে সম্পূর্ণ ভিন্ন দল পাঠায় ভারত। সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খায় শুভমান গিলের দল। এরপর টানা তিন ম্যাচে জয় তুলে নিল ভারতের এই তরুন দল। তাতে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করল তারা।
আজ শনিবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। মাত্র ৭ রানের জন্য এদিন শতক হাঁকাতে পারেননি ওপেনার যশস্বী জয়সোয়াল। জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ কম থাকায় আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেন ইন ব্লুরা। জিম্বাবুয়ের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ২৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় ভারত।
হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান গিল। ওপেনিংয়ে এদিন ৬৩ রান তোলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাশে মারুমানি। তবে দুজনই খেলেছেন ধীরগতির ইনিংস। ২৪ বলে ২৫ রান করেন মাধেভেরে। আর মারুমানির ব্যাটে ৩১ বলে আসে ৩২ রানের ইনিংস। এই দুজনের আউটের পর একমাত্র সিকান্দার রাজাই ব্যাট হাতে দৃঢ়তা দেখান। চারে নেমে ২৮ বলে ৪৬ রান করেন জিম্বাবুয়ের অধিনায়ক। তাতে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রানে থামে জিম্বাবুয়ে।
১৫৩ রানের লক্ষ্যে ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন গিল ও জয়সোয়াল। পাওয়ার প্লেতেই ৬১ রান তোলেন দুজন। ভারত প্রথম ১০০ রান তোলে মাত্র ৫৮ বলে। ২৯ বলে অর্ধশতক করেন ৫০ রান। আর গিল নিজের অর্ধশতক তুলে নেন ৩৫ বলে। শেষ পর্যন্ত ১৫ ওভার ২ বলে লক্ষ্য পেরিয়ে যায় ভারত। ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন জয়সোয়াল। ১৩টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান তিনি। আরেক পাশে ৩৯ বলে ৫৮ করে অপরাজিত থাকেন গিল।