স্পোর্টস ডেস্ক
আগামী বছর পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। আটটি দল নিয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। আগাম সূচি অনুযায়ী, নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে ভারতের ম্যাচ রাখা হয়েছিল শুধু লাহোরে। কিন্তু ‘হাইব্রিড মডেল’ অনুযায়ী ভারত চায় শ্রীলংকা কিংবা দুবাইয়ের মতো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এই প্রস্তাব নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। শেষ পর্যন্ত হয়তো ভারতের প্রস্তাবেই সম্মতি দিতে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির। তবে পাকিস্তান যদি নিজেদের মাটিতেই টুর্নামেন্ট চালানোর বিষয়ে অনঢ় থাকে, তাহলে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে ভারত। কারণ, পাকিস্তান সফরে ভারত সরকারের অনুমতি পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
ভারত যদি টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় তাহলে কপাল খুলবে শ্রীলংকার। কারণ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ ৮ দল নিয়ে হওয়ার কথা এই টুর্নামেন্ট। ভারত চলে গেলে সুযোগ পাবে নবম স্থানে থাকা দল। গত বছরের বিশ্বকাপে নয়ে থেকে শেষ করেছিল শ্রীলংকা।
যদিও পাকিস্তানের হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাই বেশি। গত বছরের এশিয়া কাপও এভাবেই হয়েছিল। টুর্নামেন্টের আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারত দেশটিতে গিয়ে টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায়। পরে ভারতের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজন করে পিসিবি।
২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানের এককভাবে আয়োজিত প্রথম কোনো টুর্নামেন্ট। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে যৌথ আয়োজক ছিল দেশটি। তারও আগে ১৯৮৭ সালে রিলায়্যান্স কাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজক ছিল দেশটি।