গরম খাবারে জিভ পুড়ে গেছে? ঘরোয়া উপায়ে করুন সমাধান

15
Spread the love


মিলি রহমান।।

অনেক সময় তাড়াহুড়া করে গরম চা, কফি খেতে গিয়ে কিংবা গরম কোনও খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যায়। জিভ পুড়ে গেলে প্রচণ্ড জ্বালা, ব্যথা হয়। তখন অন্য খাবারেরও স্বাদ পাওয়া যায় না। এই ধরনের পরিস্থিতিতে ঘরোয়া কিছু সমাধান মেনে চলুন।
কী করবেন

১. জিভ পুড়ে গেলে তাড়াতাড়ি করে জিভে ঠান্ডা পানি দিয়ে দিন। এতে জিভের জ্বালাপোড়া অনেকটাই কমে। এমনকি জিভে যদি কোনও কারণে ফুলেও যায়, তাহলেও কমে যাবে। সেই সঙ্গে যদি পারেন দু-তিন ঢোক ঠান্ডা পানি খান। জিভের চারপাশে সেই পানি রাখার চেষ্টা করুন। রেখে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিছুটা হলেও আরাম পাবেন।

২. জিভ পুড়ে গেলে খুব সহজেই বরফের টুকরো দিয়ে আরাম পেতে পারেন। ন। এতে জিভের ফোলাভাব কমবে, সেই সঙ্গে ব্যথাও কমবে।

৩. পোড়া জিভের জ্বালাপোড়া কমাতে মধু ব্যবহার করতে পারেন। মধুকে কিন্তু আয়ুর্বেদিকশাস্ত্রে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ব্যথা জায়গায় মধু দিলে জ্বালাপোড়া খুব সহজেই কমবে।