বাজে পারফরম্যান্সে একাদশে জায়গা হারালেন মোস্তাফিজ

9
Spread the love


স্পোর্টস ডেস্ক

শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) ১২তম ম্যাচে মুখোমুখি ডাম্বুলা সিক্সার্স বনাম গল মারভেলস। এই ম্যাচে ডাম্বুলার একাদশে সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়।

এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জিতেছে ডাম্বুলা। আগের ম্যাচে বল হাতে খরুচে ছিলেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে কোনো উইকেট পাননি, খরচ করেন ৫৩ রান। এমন বাজে পারফরম্যান্সের কারণে একাদশে জায়গা হারালেন কাটারমাস্টার। তার জায়গায় সুযোগ পেয়েছেন নুয়ান তুষারা।

দলের আরেক বাংলাদেশি ক্রিকেটার তাওহীদ হৃদয় ২ ম্যাচ খেলেই বাদ পড়েছেন একাদশ থেকে।

ডাম্বুলার একাদশ: রেজা হ্যানড্রিকস, কুশাল পেরেরা, লাহিরু উদারা, নুয়ানিন্দু ফার্নান্দো, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ নবি, চামিন্দু উইকরামাসিংহে, দুশান হেমন্ত, দিলশান মাদুশঙ্কা, নুয়ান প্রদীপ ও নুয়ান তুষারা।