ডাচ শিবিরে প্রথম আঘাত তাসকিনের

19
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার এইটে ওঠার লড়াইয়ে লড়ছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৫৯ রান করেছে টাইগাররা। রান তাড়ায় প্রথম ৪ ওভারে সাবলীল ব্যাটিংই করেছেন দুই ওপেনার ম্যাক্স ও ডাউড এবং মাইকেল লেভিট।

৫ম ওভারে এসে ভয়ংকর হওয়ার আগেই এই জুটির ভাঙন ধরালেন তাসকিন আহমেদ। দ্রুত উইকেটের খোঁজে থাকা বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দিলেন তাসকিন। তবে এখনো আরো পথ বাকি বাংলাদেশের।

আউট হওয়ার আগে লেভিট খেলেছেন ২ চার এবং ১ ছক্কায় ‌১৬ বলে ১৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেটে ২৭ রান।