খুলনাঞ্চল রিপোর্ট।।
কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা এক প্রতিবাদলিপিতে মিয়ানমারকে জানিয়েছি যে, তাদের দিক থেকে একটি গুলিও আসা উচিত নয়, যাতে বাংলাদেশের অভ্যন্তরে মানুষ আহত হয়।
বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের কাছে বুধবার প্রতিবাদলিপিটি হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তা বলেন, এর আগে, মিয়ানমার থেকে বাংলাদেশে মর্টার শেল পড়ার ঘটনায়ও আমরা প্রতিবাদ জানিয়েছি। মিয়ানমারের যেকোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এটি যেন বাংলাদেশের জনসম্পদকে প্রভাবিত না করে।
এদিকে, বুধবার সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ফের মর্টারশেল ও গোলাগুলির শব্দ ভেসে এসেছে। বিস্ফোরণের শব্দে সীমান্তের এপারে টেকনাফের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হয়। এ পরিস্তিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড।
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচল করা ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে ওপারে মিয়ানমার থেকে বারবার গুলি ছোড়া হচ্ছে। একের পর এক গুলিবর্ষণের ঘটনায় টানা ছয় দিন ধরে এ নৌপথে যাত্রী ও পণ্যবাহী ট্রলারসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে। সর্বশেষ মঙ্গলবার একটি স্পিডবোট লক্ষ্য করে ১০ থেকে ১২টি গুলি ছোড়া হয়। তবে স্পিডবোটটিতে থাকা পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।