স্পোর্টস ডেস্ক
বড় সংগ্রহের আশায় টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তবে সেই আশায় শুরুতেই তোপ দাগলেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। তার বোলিং দাপটে ২৩ রান তুলতেই প্রথম ৪ উইকেট হারায় প্রোটিয়ারা।
পাওয়ার প্লের ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ২৫। ৪ উইকেটের মধ্যে তিনটিই শিকার করেছেন তানজিম। বাকি উইকেটটি নিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে তানজিমের করা প্রথম ওভারেই চার-ছক্কা মেরে ঝোড়ো সূচনার ইঙ্গিত দেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। তবে ১১ রান হজম করলেও ওই ওভারেই তিনি ফেরান আরেক ওপেনার রেজা হেন্ড্রিক্সকে। দ্বিতীয় ওভারে এসে উইকেট পাননি তাসকিন আহমেদ। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে আবারও তানজিমের তোপ। এবার তার বলে সরাসরি বোল্ড হন ডি কক। ১১ বলে ১৮ রান করেন তিনি।
চতুর্থ ওভারে দলীয় ২৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় প্রোটিয়ারা। এবার অধিনায়ক মার্করামকে শিকার করেন তাসকিন আহমেদ। ড্রাইভ খেলতে গিয়ে সরাসরি বোল্ড হন তিনি। রসদ তখনো শেষ হয়নি তানজিমের। নিজের তৃতীয় ওভারে এসে আরও একটি উইকেট শিকার করেন তিনি। ফিরিয়ে দেন আগের ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলা ট্রিস্টান স্টাবসকে।
চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকেও হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা।