কার উইকেট নিয়ে বেশি আনন্দ লেগেছে, জানালেন তানজিম

13
Spread the love


স্পোর্টস ডেস্ক

টসে হেরে ফিল্ডিং পাওয়া বাংলাদেশের হয়ে আজ বোলিং উদ্বোধনে এসেছিলেন তানজিম হাসান সাকিব। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা ও চারে তানজিমকে বেশ চাপে ফেলে দিয়েছিলেন কুইন্টন ডি কক। এই ওপেনারকেই পরে নিজের দ্বিতীয় ওভারে বোল্ড করেন তানজিম। সবমিলিয়ে ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন এই পেসার। তবে ডি কককে ফেরাতে পেরেই সবচেয়ে বেশি আনন্দ লেগেছে বলে জানিয়েছেন তানজিম।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে বিরতির সময় একথা বলেন তানজিম। ডানহাতি এই পেসার বলেন, ‘আমরা সবাই দেখেছি নিউইয়র্কে সব ম্যাচই লো স্কোরিং ছিল। নিজের শক্তিমত্তা অনুযায়ী বল করার চেষ্টা করেছি এবং সেটি কাজে দিয়েছে। ডি ককের উইকেটটা আমার সবচেয়ে ফেবারিট- সে আমাকে ছক্কা মেরেছে এবং আমি তাকে ফিরিয়ে দিয়েছি, যেটা গুরুত্বপূর্ণ।’

নিউইয়র্কে আজ বাংলাদেশের পক্ষেই সমর্থন ছিল বেশি। দর্শকদেরও ধন্যবাদ জানাতে ভুল করেননি তানজিম, ‘এটা সবসময়ই আনন্দের, সবসময় গর্জন আসে। আপনাদের প্রশংসা না করে পারা যায় না, ধন্যবাদ।’

বল হাতে আজ দুরন্ত ছিলেন তানজিম হাসান সাকিব। নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। সমান ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আরেক ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এই দুজনের বোলিং তোপে ১১৩ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।