বেঙ্গালুরুকে বিদায় করে দিল রাজস্থান

37
Spread the love


ক্রীড় ডেস্ক

বিরাট কোহলির অপেক্ষা বেড়ে গেল। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারও শিরোপার কাছে যেতে পারেনি। এলিমিনেটরে তারা এবার রাজস্থান রয়েলসের কাছে ৪ উইকেটে হেরে বিদায় নিয়েছে। রাজস্থান ২৪ মে কোয়ালিফায়ার ২ এ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলবে। যে দল জিতবে তারা ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মোকাবিলা করবে।

এ ম্যাচে বেঙ্গালুরু রান কম করে ফেলেছে কন্ডিশন বিবেচনায়। ১৭২ রান করে তারা আগে ব্যাট করে। ১৯ ওভারে রাজস্থান ৬ উইকেট হারিয়ে কোয়ালিফায়ার ২ নিশ্চিত করে (১৭৪/৬)। ম্যাচসেরা হন রাজস্থানের অশ্বিন (২/১৯)।

কোহলি এ আসরে ৭৪১ রান করেছেন (সর্বোচ্চ এখনও)। তারপরেও দল ফাইনালে যেতে পারেনি। হতাশার আইপিএল তার। রাজস্থানের বিপক্ষে ৩৩ রানও করেন। দল হেরে বিদায় নেয়। রাজস্থানের যশভী জয়সওয়াল ৩০ বলে ৪৫ রান করে জয়ের আশা জাগিয়ে তোলেন। পরে হেটমেয়ার ১৪ বলে ২৬ ও রভম্যান পাওয়েল ৮ বলে ১৬ রান করে জেতান রাজস্থানকে।