স্পোর্টস ডেস্ক
ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের কোচ হিসেবে ডেভিড ময়েস যে আর থাকছেন না, সেটি জানা গিয়েছিল আগেই। এবার তার জায়গায় রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক কোচ হুলেন লোপেতোগেইকে নিয়োগ দিয়েছে ওয়েস্ট হ্যাম।
আজ বৃহস্পতিবার এই ঘোষণা দেয় ক্লাবটি। দুই বছরের চুক্তিতে ওয়েস্ট হ্যামে যোগ দিয়েছেন লোপেতোগেই। এছাড়া আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
এক বিবৃতিতে ৫৭ বছর বয়সী লোপেতোগেই জানিয়েছেন, ‘আমি খুব খুশি। প্রথমত, বড় এই ক্লাবের ভবিষ্যতের সঙ্গে জড়াতে পেরে। আমরা এই ক্লাবে একটা ছাপ রেখে যাওয়ার চেষ্টা করব।’
২০২২-২৩ মৌসুমে উলভসকে কোচিং করিয়েছেন লোপেতোগেই। এছাড়াও পোর্তো, সেভিয়ার দায়িত্বও সামলেছেন এই বর্ষীয়ান কোচ। সেভিয়ার হয়ে ২০২০ সালে ইউরোপা লিগ জেতেন তিনি।
ওয়েস্ট হ্যামের সঙ্গে এই মাসের শুরুতেই সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন ময়েস। যদিও সেসময় প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও লুটন টাউনের সঙ্গে ম্যাচ বাকি ছিল ওয়েস্ট হ্যামের। এই সময়ে লুটনকে ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম। তবে ইত্তিহাদে সিটির বিপক্ষে হারতে হয়েছে।