ঢাকা অফিস
মিশর থেকে লিজে আনা দুই উড়োজাহাজ বাবদ ১ হাজার ১৬৪ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডিসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক।
বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দুদকের উপপরিচালক আনোয়ারুল হক চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- বিমানের সাবেক এমডি কেভিন জন স্টিল এবং সাবেক পরিচালক ফ্লাইট অপারেশনস ক্যাপ্টেন ইশরাত আহমেদসহ অন্যরা।
২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।
এদের মধ্যে ১৪ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন করে ৭ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেছে সংস্থাটি।