কোটি কোটি টাকা প্রতারনার অভিযোগ

211
Spread the love


স্টাফ রিপোর্টার।।
ফেসবুক পেইজ ” LEADING LIGHT”, “কিছু করতে চাই” নামের গ্রুপ ব্যবহার শুধুমাত্র মেয়েদের টার্গেট করে ভাগ্য বদলে দেবার প্রলোভনে কোটি কোটি টাকা প্রতারনা করছে একটি চক্র। ডিজিটাল মার্কেটিং কোর্স প্রশিক্ষন, লাইফ টাইম সাপোর্ট এবং আর্নিং গ্যারান্টি দিয়ে এ্যডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স করার নামে ব্যাসিক কোর্সে শুধুমাত্র আইডি ওপেন, বিনিময় প্রথা তথা পেইজ গ্রো করা আকৃষ্ট করতেন সিনথিয়া আক্তার লিজা (২৪), ঠিকানা ৪ ১৩/৬২, ইষ্ট কদমতলী, মিরাজনগর, ঢাকা ব্যবহার করে ইতিমধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীরা আইন শৃংখলা বাহিনীর কাছে অভিয্গো করেছে । “কিছু করতে চাই” নামের গ্রুপ ব্যবহার শুধুমাত্র মেয়েদের টার্গেট করে ডিজিটাল মার্কেটিং কোর্স প্রশিক্ষনের নামে যথাক্রমে ৭ হাজার থেকে দশ হাজার টাকা কোর্স ফি আদায় – করে কয়েক কোটি টাকা পকেটস্থ করেছেন। এই বিকাশ নং-০১৯০৫-৫৫০২৮৪, ০১৮৪২-০৬১৬৯৫-নাম্বার দুটি ব্যবহার করে লাইফ টাইম সাপোর্ট এবং আর্নিং গ্যারান্টি দিয়ে এ্যডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স করার নামে ব্যাসিক কোর্সে শুধুমাত্র আইডি ওপেন, বিনিময় প্রথা তথা পেইজ গ্রো করা এবং বুষ্টিং ও এ্যাডরান শেখায় কোর্স ফি আদায় করা হত।

তবে ভোক্তাভোগীদের অভিযোগ আসলে এটি মোটেও এ্যাডভান্স কোর্সের আওতাভূক্ত নয় এবং উক্ত বিষয়ে ছাত্রীরা প্রশ্ন করলে তাদের বিভিন্ন সময়ে গ্রুপ থেকে ব্যান্ড করে দিয়েছে। তাহার গ্রুপ এবং পেইজে কখনও কোথাও নেগেটিভ পোষ্ট কমেন্ট এলাও করে না, যদি কেউ করে তাহলে তাদেরকেও ব্যান্ড করে দেয়। এবং তার গ্রুপে মিথ্যা প্রচারের উক্ত বিষয়ে কেউ প্রতিবাদ করলে প্রথমে তাদের হুমকির ভয় সহ, মিথ্যা মামলা, বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি, র্যাব, সাইবার ক্রাইম এর ভয় দেখায়। এই কোর্সে টাকা দিয়ে প্রতরানার শিকার হওয়া অনার্স ৩য় বর্ষে ছাত্রী নিরাপত্তার কারনে পরিচয় গোপন রেখে জানান সিনথিয়া আক্তার লিজা (২৪), ঠিকানা ৪ ১৩/৬২, ইষ্ট কদমতলী, মিরাজনগর, ঢাকা তিনি তাহার ফেসবুক পেইজ ” LEADING LIGHT”, “কিছু করতে চাই” নামের গ্রুপ ব্যবহার শুধুমাত্র মেয়েদের টার্গেট করে ডিজিটাল মার্কেটিং কোর্স প্রশিক্ষনের নামে যথাক্রমে-৪,০০০/-,৫,০০০/-,৭,০০০/- করে প্রায় আনুমানিক কয়েক কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।

তাহার বিকাশ নং-০১৯০৫-৫৫০২৮৪, ০১৮৪২-০৬১৬৯৫-এ টাকা নিয়ে লাইফ টাইম সাপোর্ট এবং আর্নিং গ্যারান্টি দিয়ে এ্যডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স করার নামে ব্যাসিক কোর্সে শুধুমাত্র আইডি ওপেন, বিনিময় প্রথা তথা পেইজ গ্রো করা এবং বুষ্টিং ও এ্যাডরান শেখায় যাহা মোটেও এ্যাডভান্স কোর্সের আওতাভূক্ত নয় এবং উক্ত বিষয়ে ছাত্রীরা প্রশ্ন করলে তাদের বিভিন্ন সময়ে গ্রুপ থেকে ব্যান করে দিয়েছে। খোজ নিয়ে জানা গেছে , সিনথিয়া আক্তার লিজার টার্গেট হচ্ছে অজ্ঞ সাধারণ নারী,শিক্ষায় বাধাগ্রস্ত নারী,আর্থিক ও পারিবারিক সমস্যায় ভুক্তভোগী নারীদের প্রতি।ইতিপূর্বে ফ্রিলান্সার লিজার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ঢাকা, সিলেট, খুলনা,বরিশাল, কুষ্টিয়া, যশোর,রংপুর,দিনাজপুর,গাইবান্ধা, কুমিল্লা,সুনামগঞ্জ সহ্ দেশের বিভিন্ন জেলার নারী শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ আইডি থেকে প্রতিবাদ জানিয়েছেন। এ ছাড়াও ফ্রিলান্সার লিজার আলাদা আলাদা ফেইসবুকের একাধিক পেইজ ও মেসেঞ্জার গ্রুপ রয়েছে।


ফেইসবুকে ফ্রিলান্সিং এর নামে চলছে নিরব প্রতারণা,সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রিলান্সিং কোর্স করে দেখানো হয়েছে মাসে হাজার হাজার টাকার ইনকামসোর্স,এতে আকৃষ্ট হবেন যে কেউ। তবেঁ ফ্রিলান্সার লিজার টার্গেট ছিলো অজ্ঞ সাধারণ নারী,শিক্ষায় বাধাগ্রস্ত এবং আর্থিক ও পারিবারিক সমস্যায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে কোর্সের নামে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। তার ফাঁদে পড়ে ঢাকা, সিলেট,রাজশাহী,কুমিল্লা, খুলনা,চট্রগ্রাম, বরিশাল সহ্ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা প্রতারণার শিকার হয়েছেন বলে লিজার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ বিষয়ে লিজার সাথে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে রেখে দেন। ক্ষুদ্রে বার্তা দিলেও তিনি পরে জাবাব দিবেন বলে এডিয়ে যান। লিজার এই প্রতারনা নিয়ে ইতি পূর্বে বিভিন্ন মিডিয়াতে সংবাদ এসেছে ।