পিএসজি ছেড়ে ফ্রান্সসেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে

22
Spread the love


স্পোর্টস ডেস্ক

পিএসজি ছাড়ার ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মৌসুমে এখনও দলটির দুটি ম্যাচ রয়েছে। যদিও প্যারিসের দলটি লিগ আঁ ঘরে তুলে নিয়েছে। এর মধ্যেই গতকাল ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এমবাপ্পে।

প্যারিসে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের পুরস্কার রাতে ২৫ বছর বয়সী এই তারকা লিগ ‘আঁ’র সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতলেন টানা পঞ্চমবারের মতো। মৌসুম এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৪ গোল করেছেন।

পিএসজি ছেড়ে এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত। যেখানে লিগ ‘আঁ’তে চলতি মৌসুমে এমবাপ্পের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের জোনাথন ডেভিডের চেয়ে ৮ গোল বেশি তার।

এদিকে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি আর বর্ষসেরা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে বর্ষসেরা কোচের পুরস্কারটি পেয়েছেন ব্রেস্তের এরিক রয়। প্রথমবারের মতো ফরাসি ক্লাবটিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাইয়ে দিয়েছেন ফরাসি এই কোচ।