দেশ সেরা কালীগঞ্জের আল জাছির

24
Spread the love


বিশেষ প্রতিনিধি ॥
জাতীয় পর্যায়ে বালকদের ৪০০ মিটার দৌড় প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে ঝিনাইদহ কালীগঞ্জের মোহাম্মদ আল জাছির। এছাড়াও সে জাতীয় পর্যায়ের ৮০০ মিটার দৌড়ে ২য় স্থান অধিকার করে। ছাছির কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনির ছাত্র এবং বারপাখিয়া গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি সাভারে দিনব্যাপী এ আয়োজন করে জুনিয়র অনূর্ধ্ব ১৫ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান খুদে অ্যাথলেটরা অংশ নেয়। এতে ছাছির অজোপাড়া থেকে গিয়েও কৃতিত্বের স্বাক্ষর রাখে। শুধু তাই নয় সে অলিম্পিকেও স্বর্ন জয়ের স্বপ্ন দেখে।
্এদিকে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় অনুসন্ধান এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে ক্রীড়া পরিদফতর।