সবচেয়ে বেশি বেঙ্গালুরুতে, আইপিএলে কোন মাঠে টিকিটের দাম কেমন

6
Spread the love


স্পোর্টস ডেস্ক

আইপিএলের এবারের মৌসুমে পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে টিকিটের দামে অন্য সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থানে তারা। বেঙ্গালুরুর মুত্তিয়া চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি ম্যাচ দেখতে খরচ করা লাগতে পারে ৫২ হাজার ৯৩৮ রুপি পর্যন্ত। তথ্য আনন্দবাজারের।

আইপিএলে একেক মাঠে টিকিটের দাম একেক রকম। দাম নির্ধারণের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো হস্তক্ষেপ করে না। টিকিট মূল্য নির্ধারণ করে স্থানীয় ক্রিকেট সংস্থা ও ফ্র্যাঞ্চাইজি। আবার নির্দিষ্ট মাঠের একেক গ্যালারির টিকিটের মূল্যও একেক রকম।

এবারের আইপিএলে সবচেয়ে কম দামে খেলা দেখা যায় লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট লায়ন্সের। মাত্র ৪৯৯ রুপি খরচ করলেই দেখা যাচ্ছে লোকেশ রাহুল-শুভমান গিলদের ম্যাচ। আর দামের দিক থেকে বেঙ্গালুরুর চিন্নাসামী স্টেডিয়ামের পরই আছে সানরাইজার্স হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। সেখানে এক ম্যাচ দেখার জন্য সর্বোচ্চ ৩০ হাজার রুপি খরচ হতে পারে।

আইপিএলে ১০ ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠে টিকিটের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম—

বেঙ্গালুরু— সর্বোচ্চ (৫২,৯৩৮ রুপি), সর্বনিম্ন (২,৩০০ রুপি)

হায়দরাবাদ— সর্বোচ্চ (৩০,০০০ রুপি), সর্বনিম্ন (৭৫০ রুপি)

কলকাতা— সর্বোচ্চ (২৮,০০০ রুপি), সর্বনিম্ন (৭৫০ রুপি)

লখনৌ— সর্বোচ্চ (২০,০০০ রুপি), সর্বনিম্ন (৪৯৯ রুপি)

রাজস্থান— সর্বোচ্চ (২০,০০০ রুপি), সর্বনিম্ন (৫০০ রুপি)

গুজরাট— সর্বোচ্চ (২০,০০০ রুপি), সর্বনিম্ন (৪৯৯ রুপি)

মুম্বাই— সর্বোচ্চ (১৮,০০০ রুপি), সর্বনিম্ন (৯৯০ রুপি)

পাঞ্জাব— সর্বোচ্চ (৯,০০০ রুপি), সর্বনিম্ন (৭৫০ রুপি)

চেন্নাই— সর্বোচ্চ (৬,০০০ রুপি), সর্বনিম্ন (১৭০০ রুপি)

দিল্লি— সর্বোচ্চ (৫,০০০ রুপি), সর্বনিম্ন (২,০০০ রুপি)