বৈশাখের দিনে যুবককে পিটিয়ে মারলেন সন্ন্যাসীরা

5
Spread the love


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় নীলপূজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্ন্যাসীদের পিটুনিতে আদিবাসী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার রাতে উপজেলার ভগবাননগর গ্রামের আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভগবাননগর গ্রামের আদিবাসীপাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে নীলপূজার আয়োজন করা হয়। এ সময় কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায় (বাগদি)। রোববার বিকালে খেলা নিয়ে মাতব্বর সুনীল বিশ্বাসের সঙ্গে অধির বিশ্বাস নামে এক চৈত্র সন্ন্যাসীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ন্যাসীকে থাপ্পড় মারেন সুনিল বিশ্বাস।

এর জের ধরে রাতে বাড়ির পেছনে গেলে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন সন্ন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ২টার দিকে চিকিৎসাধীন স্বাধীনের মৃত্যু হয়। স্বাধীন বিবাহিত এবং এক সন্তানের জনক।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহত যুবকের মরদেহ হাসপাতাল মর্গে আছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।