‘তুরস্কে কেবল কারে চড়ার কথা মনে পড়লে এখনো ভয় পাই’

21
Spread the love


বিনোদন ডেস্ক
ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার ঈদ ঢাকায় করেননি। স্বামীর সঙ্গে ঈদ করতে তিনি তুরস্ক চলে যান। সেখানেই স্বামী রেজওয়ানের সঙ্গে ঈদ উদযাপন করেন। তুরস্কে যেমন আনন্দ করেছেন; তেমনি গা-শিউরে উঠার মতো অভিজ্ঞতাও শেয়ার করেছেন।
ফারিণ বলেন, ‘ঈদ এবং প্রেমের সম্পর্কের ৯ বছর পূর্তি উপলক্ষে তুরস্ককে বেছে নিয়েছি আমরা। আমি ৫ এপ্রিল এখানে এসেছি। একই দিন যুক্তরাজ্য থেকে রেজওয়ান এসেছে। এত সুন্দর একটা দেশ! ঈদের নামাজ এখানে আদায় করে ঘোরাঘুরি করেই ঈদ উদযাপন করি।

এই অভিনেত্রী আরও বলেন, ‘ঈদের দিন জাহাজে ভ্রমণ করেছি। ১৪০০ সালে চালু হওয়া হাম্মামের তুর্কি বার্থেও গিয়েছিলাম। কত-শত বছর আগের শুরু হওয়া হাম্মামের তুর্কি বার্থ। এখানে নাকি রাজা-বাদশাহরা একসময় গোসল করতেন। খুবই ঐতিহাসিক একটি জায়গা। মিস করিনি।’ আনতালিয়া, কাপাডোসিয়া ঘুরে এখন ইস্তাম্বুলে অবস্থান করছেন এই দম্পতি।

আনন্দের সঙ্গে গা-শিউরে উঠার মতো অভিজ্ঞতাও হয়েছে ফারিণের। অভিনেত্রী জানান, তুরস্কের আনতালিয়াতে যে কেবল কারে উঠেছিলেন- চলে আসার পর জানতে পারেন, সেই কেবল কার ছিঁড়ে একজন মারা গেছেন। কয়েকজন আহতও হয়েছেন; বহু পর্যটক আটকে ছিলেন।

ফারিণ বলেন, ‘কেবল কারে চড়ার কথা মনে পড়লে এখনো রীতিমতো ভয় পাই। যে কেবল কারে উঠেছিলাম, দুই দিন পর সেটি ছিঁড়ে পড়েছিল, কী ভয়ংকর! একজন মারা গিয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। ১৪৮ জন ট্যুরিস্ট নাকি আটকে ছিলেন। পরে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করা হয়েছে। খবরটি জানার পর আঁতকে উঠেছিলাম আমি। কী একটা ভয়ংকর অবস্থা! দুই দিন আগেও আমি ওই কেবল কারে ছিলাম। খবর দেখে চিন্তায় ঢাকা থেকে মা ফোন করেছিলেন আমাকে।’