ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার সমাবেশ করবে গণঅধিকার পরিষদ

27
Spread the love

ঢাকা অফিস
গণতন্ত্র-ভোটাধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভিনদেশি আধিপত্য ও আগ্রাসনবিরোধী সমাবেশ করবে গণঅধিকার পরিষদ। শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, বাংলাদেশের রাজনীতিতে পাশের দেশ এক ধরনের আধিপত্য বিস্তারের জন্য একটি নির্দিষ্ট দলকে সমর্থন দিয়ে আসছে। এছাড়া ভারত বাংলাদেশে বিভিন্নভাবে আগ্রাসন চালাচ্ছে; যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা মনে করি একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বসুলভ; কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে নয় বরং একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আসছে।