যশোর প্রতিনিধি
দীর্ঘ ৩০ বছর পর যশোরের শার্শার কায়বা ইউপির ঠ্যাঙামারি ও গোমর বিলে সেচ প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে বোরো চাষ শুরু হয়েছে।
মঙ্গলবার শার্শার এমপি শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশন করা হয়েছে। এরপর কৃষক সমাবেশ শেষে এমপি শেখ আফিল উদ্দিন নিজ হাতে বোরো ধান রোপণ করেন। তার সঙ্গে ধান রোপণ করতে মাঠে নামেন বিএডিসি যশোরের প্রকৌশলী মিলন হোসাইনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ আয়োজন উপলক্ষে সেখানে কৃষক সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ইঞ্জিনিয়ার মিলন হোসাইন, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, শার্শা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম, শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু, শার্শা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নাসির উদ্দীন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদু রহিম সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভাপতিত্ব করেন কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু।