তথ্য বিবরণী
খুলনা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস) আয়োজিত তিন দিনব্যাপী ১১তম জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর সমাপনী এবং চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান (শনিবার) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফটোগ্রাফিক সোসাইটি’র প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। খুলনা ফটোগ্রাফিক সোসাইটি’র সভাপতি অধ্যাপক ডাঃ আমিরুল খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সোসাইটির সহসভাপতি অধ্যাপক ডাঃ আফরোজা খানম, সহসভাপতি সৈয়দ সাজ্জাদ আলী ও সহসাধারণ সম্পাদক প্রদ্যুত ভট্ট।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ছবি মানুষকে ভাবতে ও স্বপ্ন দেখাতে শেখায়। আলোকচিত্র কথা বলে। অনুষ্ঠানে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।