হঠাৎ বন্ধ হয়ে গেল অ্যাথলেটিক্স ক্যাম্প

23
Spread the love

 ক্রীড়া প্রতিবেদক

গেল মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৩ নভেম্বর শুরু হয়েছিল অ্যাথলেটিক্সের জাতীয় ক্যাম্প। যা শেষে হওয়ার কথা ছিল ডিসেম্বরের শেষ সপ্তাহে। কিন্তু এক মাস আগে তা স্থগিত হয়ে গেল। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের পর অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারাণ সম্পাদক ক্যাম্প বন্ধের ঘোষণা দেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন ‘আমরা অনিবার্যকারণে ক্যাম্প বন্ধ করেছি। জাতীয় মিটের পর (জানুয়ারি-ফেব্রুয়ারি) আবার ক্যাম্প শুরু করব।‘

সম্প্রতি জাতীয় সামার মিট দুই বার ঘোষণা দিয়ে বন্ধের ক্ষেত্রেও অনিবার্যকারণই ব্যবহার করেছিল ফেডারেশন। অ্যাথলেটিক্সে সাধারণত আন্তর্জাতিক আসরের আগে ক্যাম্প শুরু হয়। এছাড়াও সাধারণত ট্টায়াল নেওয়ার পর ক্যাম্প শুরু হয়। অ্যাথলেটিক্সে হয়েছে উল্টো।

১৩ নভেম্বর শুরু হওয়া ক্যাম্পের ট্রায়াল হয়েছে ২৪ নভেম্বর। ক্যাম্পের মধ্যে ট্রায়াল, কিছু দিন পর ক্যাম্পই বন্ধ। হুটহাট এমন সিদ্ধান্তে অ্যাথলেটিক্স অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।