ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড যখন ৯৭ রান তুলেছিল, তখন কিউইদের ৭ উইকেট নিয়েছিল বাংলাদেশ। অল্প পুঁজির বড় লিডের হাতছানি ছিল টাইগারদের। শেষ দিকে গ্লেন ফিলিপসের আগ্রাসী ব্যাটে তা আর সম্ভব হয়নি। কিউইরা ১৮০ রানে অলআউট হয়। ফলে ৮ রানের লিড নেয় নিউজিল্যান্ড দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৩০ রানে এগিয়ে আছে বাংলাদেশ। তবে শেষবেলায় আক্ষেপ ফুটে উঠল স্পিনার নাঈম হাসানের কণ্ঠে। দুই উইকেট না হারালে আরও ভালো হত বলে মনে করেন তিনি।
দিন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে হাজির হয়েছিলেন নাঈম। সেখানেই নিজের আক্ষেপ প্রকাশ করেছেন। তবে আত্মবিশ্বাসের সুরে জয়ের স্বপ্নের কথাটিও জানিয়ে গেলেন।
নাঈম হাসান বলেন, ‘ভেজা দিনেও উইকেট ব্যাট করার জন্য প্রথম দিনের চেয়ে বরং কিছুটা ভালো ছিলো। এই উইকেটে যতটা সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে চান তারা। সিরিজ জয় নিশ্চিত করতে এমন একটা লক্ষ্য প্রতিপক্ষকে দিতে চায় যা টপকানো হবে ভীষণ চ্যালেঞ্জের।’
কত রান হলে জয় পেতে পারেন বলে মনে করেন নাঈম? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি ২০০-২২০ করতে পারি, তাহলেই আশা করি ম্যাচটা জিততে পারব। আমাদের বোলারদের প্রত্যেককেই ভালো বল করতে হবে। ওদের উইকেট দ্রুত তুলে নিতে হবে।’
তৃতীয় দিন শেষে ৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ৩৮ রান করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছে ১৮০ রান।