বিনোদন ডেস্ক।।
সবশেষ রোজার ঈদে ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল অপু বিশ্বাসের। সরকারি অনুদানের ছবিটির প্রযোজকও ছিলেন তিনি। এদিকে এ ছবির পর নতুন কোনো ছবিতে এখনো চুক্তিবদ্ধ হননি এ নায়িকা। তবে তার অভিনীত ‘ছায়াবৃক্ষ’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিতে তার নায়ক নিরব হোসেন। এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন অপু। এরপর বিভিন্ন অনুষ্ঠানেই পারফর্ম করেছেন তিনি। তবে সম্প্রতি অপু বিশ্বাস জানিয়েছেন প্রধানমন্ত্রী চাইলে তিনি এমপি নির্বাচনে অংশ নেবেন। এ বিষয়ে সম্প্রতি একাধিকবার কথা বলেছেন সাংবাদিকদের সামনে। অপু বলেন, আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রীকে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি।
তার দক্ষতায় দেশ এগিয়ে যাচ্ছে। তিনি যদি মনে করেন তবে আমি নির্বাচনে অংশ নিতে পারি। এদিকে অপু বিশ্বাস নিজের সিনেমার কাজ বিষয়ে বলেন, একটু ভেবে চিন্তেই এখন কাজ করতে চাই। তাই সময় নিচ্ছি। মনের মতো গল্প ও চরিত্রের কাজ হলেই কেবল সে সিনেমায় কাজ করবো। তবে আমি অপেক্ষায় রয়েছি ‘ছায়াবৃক্ষ’ ছবিটির। প্রেম, সংগ্রাম ও চা শ্রমিকদের যাপিত জীবন তুলে ধরা হয়েছে এ ছবিতে। ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অপু ও নিরব ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নওশাবা, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ ও সুস্মি।