সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

86
ডুমুরিয়া থেকে ভ্যানে বাঁশের তৈরি ঝুড়ি নিয়ে যাওয়া হচ্ছে খুলনা শহরে। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা
Spread the love

সাগরে লঘুচাপ বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

ঢাকা অফিস

দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ সৃষ্টির পর এর প্রভাবে দেশে ফের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দুদিন আগে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বিদায়ের সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে বৃষ্টিও প্রায় বিদায় নেয়। এরই মধ্যে অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মাসে বঙ্গোপসাগরে থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে।

 

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। এসময় ঢাকায় সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা।

 

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

 

বুধবার সকাল টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতি শুক্রবারের আবহাওয়া এমনই থাকতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী পাঁচদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

 

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৫ দশমিক ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

 

বিএনপিকে ‘শেষ বার্তা’ দিলেন ওবায়দুল কাদের

ঢাকা অফিস

 

বিএনপিকে শেষ বার্তা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমিও বার্তা দিয়ে দিচ্ছি। শেষ বার্তা। আমি আপনাকে শেষ বার্তা এটাই দিচ্ছি- আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচনের পর ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে বসবেন।

বুধবার ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি উন্নয়ন সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের পকেট গরম। মাল-পানি ভালো সরবরাহ। পকেট গরম। ওনার কথাও গরম। হুঁশিয়ারি উচ্চারণ করেন, আমাদেরকে ধমক দেয়। মির্জা ফখরুল পাঁচ তারা হোটেলে নাস্তা করে অনশন করে তিন ঘণ্টা। আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খাইয়া অনশন বন্ধ করে দেয়। এই আন্দোলন তারা করছে।

 

 

ক্ষমতা ছেড়ে দিতে বিএনপির হুঁশিয়ারির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের বার্তা দিচ্ছে। দিনক্ষণ বলে দিচ্ছে কবে ক্ষমতা ছেড়ে দিতে হয়। আমি বলে দিতে চাই, আজ নয় কাল, এভাবে বলবেন না। আপনি কে বার্তা দেওয়ার? শেখ হাসিনা কার কাছে ক্ষমতা দেবে? শেখ হাসিনা পদত্যাগ করবেন? না, বাংলাদেশের ম্যাজিক লিডার শেখ হাসিনা।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যোগাযোগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘উৎসাহিত হচ্ছেন। কারণ, পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ায় অবস্থা ভালো না। তাদের নিজেদের ঘর সামলানোই কঠিন। তারা ঘর সামলাবে নাকি আপনাকে উৎসাহ দেবে? উৎসাহ দেওয়ার দিন শেষ।’

 

ওবায়দুল কাদের বলেন, অবরোধ করবেন? পাল্টা অবরোধ দেব। দাঁড়াতে দেবো না। অবরোধ যারা করবে, তারাই সাধারণ মানুষের জন্য বাধা। তাদের বিরুদ্ধে মার্কিনদের ব্যবস্থা কি হয়- সেটাও দেখা হবে।

 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্ব সমাবেশে অন্যদের মধ্যে ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

 

 

জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ বাতিলে পিছু হটল জামুকা: বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল

ঢাকা অফিস

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীরউত্তম’ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকার সভায় আইনি প্রক্রিয়া ছাড়া খেতাবটি বাতিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামুকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে।

জানতে চাইলে জামুকার চেয়ারম্যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সমকালকে বলেন, ‘জিয়াউর রহমানের খেতাব বাতিল না করার সিদ্ধান্ত হয়েছে। এ-সংক্রান্ত কমিটি সরকারের উচ্চ পর্যায়ের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সরকারই মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের খেতাব চালু করেছিল। জিয়াউর রহমানও খেতাবপ্রাপ্তদের একজন। কিন্তু তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা ছিলেন– এটি পরে বিভিন্ন নথিপত্রে প্রমাণিত হলেও আদালত বা এ-সংক্রান্ত কোনো উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। জিয়াউর রহমান মারা যাওয়ায় এটি সম্ভব হয়নি।’ তিনি আরও বলেন, ‘সরকার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতাদের চিহ্নিত করতে কমিশন গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ওই কমিটি গঠনের পর তাদের সুপারিশে জিয়াউর রহমানের ভূমিকা চিহ্নিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা উল্লেখ করে ২০২১ সালের ফেব্রুয়ারি এক সভায় জামুকা মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া জিয়াউর রহমানের খেতাবটি বাতিলের সিদ্ধান্ত নেয়। ওই দিনই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আরও যেসব মদদদাতা আছেন, তাদের চিহ্নিত করতে তিন সদস্যের কমিটি করা হয়েছিল। কমিটির আহ্বায়ক করা হয় চট্টগ্রাম-আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। দুই সদস্য হলেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। সেই সভাসূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিলের বিষয়টি সভার আলোচ্যসূচিতে ছিল না। ৩০ জন মুক্তিযোদ্ধার সনদ যাচাই-বাছাই বাতিল-সংক্রান্ত নথি পর্যালোচনার এক পর্যায়ে বিষয়টি উত্থাপিত হয়। তখন নিয়ে দীর্ঘ আলোচনার পর জিয়াউর রহমানের খেতাব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয় জামুকা। পাশাপাশি বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন নূর চৌধুরী মেজর শরিফুল হক ডালিমের ‘বীরবিক্রম’ এবং রাশেদ চৌধুরী মোসলেহ উদ্দিন খানের ‘বীরপ্রতীক’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে ইতোমধ্যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত পলাতক চার খুনির খেতাব বাতিল করেছে সরকার।

 

বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চলাকালে জিয়াউর রহমান মারা যাওয়ায় তাঁর বিচার হয়নি। আইন অনুযায়ী মৃত ব্যক্তিদের বিচারের সুযোগ নেই। তবে যাদের বিচার হয়েছে, তাদের মধ্যে যে চারজন এখনও পলাতক, তাদের খেতাব বাতিল করা হয়েছে।’ এদিকে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতাদের চিহ্নিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি কয়েক বছর ধরেই রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হকও বিভিন্ন সময় কমিশন গঠনের কথা বলেছেন। তবে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সমকালকে বলেন, ‘দীর্ঘকাল আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের চিহ্নিত করতে কমিশন গঠনের জন্য বলে আসছি। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়েও কমিশন গঠনের কথা বলা হয়েছিল; কিন্তু গঠন করা হয়নি।’

 

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততা প্রমাণ করা গেলে আইন সংশোধন করে হলেও মরণোত্তর বিচার করা উচিত। ইতালিসহ কয়েকটি দেশে এমন বিচারের সুযোগ আছে। তবে মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকাকে অস্বীকার করা যাবে না। সঙ্গে এও মনে রাখতে হবে, বঙ্গবন্ধু সরকারই জিয়াউর রহমানকে খেতাব দিয়েছিল। তাই আইনি প্রক্রিয়া ছাড়া এটি বাতিল করা হলে মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রহণযোগ্য হবে না। তবে বঙ্গবন্ধু হত্যায় জিয়ার ভূমিকা জাতির জন্য লজ্জাজনক।’

 

সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: খুলনায় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী ১৬ দিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর করলেন। আবারও ক্ষমতায় থাকতে তলে তলে যে আপস করতে চেয়েছিলেন তাতে ব্যর্থ হয়েছেন। ফলে প্রধানমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। কারণ পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। গণজোয়ারের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

 

খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে বুধবার দুপুর ১২টায় এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক সংকট, অসহনীয় মূল্যস্ফীতি, ডেঙ্গু পরিস্থিতি, রিজার্ভ সংকট-কোনো ব্যাপারেই সরকারের কোনো উদ্বেগ নেই। সব উদ্বেগ কীভাবে ক্ষমতা কুক্ষিগত রাখা যায় সেই ব্যাপারে। এই সরকার ক্ষমতায় থাকলে অচিরেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

সরকারের পদত্যাগ অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এর আগে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের আহ্বায়ক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মহানগর সভাপতি খান লোকমান হাকিম। বক্তব্য রাখেন মঞ্চের সদস্য সচিব গণসংহতি আন্দোলন জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা সভাপতি অধ্যক্ষ আবুদল খালেক, সাধারণ সম্পাদক রেজাউল করীম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক কে এম আলীদাদ, গণসংহতি আন্দোলন জেলা সদস্য আল আমিন শেখ।

 

কেশবপুরে দু’দিনে কুকুরের কামড়ে আহত ২০

কেশবপুর (যশোর) প্রতিনিধি

 

যশোরের কেশবপুরে কুকুরের কামড়ে শিশু নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গল বুধবার কেশবপুর পৌরসভা সদর ইউনিয়নে ঘটনা ঘটে। আহত অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহত হয়ে বুধবার উপজেলার মধ্যকুল গ্রামের আব্দুল কাদের (৫০), আব্দুল তালেব (৩৫), চায়না বেগম (৪০), আব্দুল আজিজ (৫২), উত্তম কুমার সাহা (৬৬), উপজেলার বড়েঙ্গা গ্রামের জলিল প্রফেসর (৮০) বগা গ্রামের রাশিদা বেগম (৬২) চিকিৎসা নিয়েছেন।

 

ছাড়া মঙ্গলবার ভোগতী গ্রামের আবু হুরাইরা (৪), বালিয়াডাঙ্গা গ্রামের মোবারেক মোড়ল (৭০), মধ্যকুল গ্রামের সুভাষ সরকার (৫০), রামচন্দ্রপুর গ্রামের নরীম মোড়ল (৭০), খুকি বিবি (৭০) মুজগুনিয়া গ্রামের আতিয়ার রহমান (৩৫) চিকিৎসা নেন।

 

উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবু সাঈদ বলেন, তাঁর দাদা নরীম মোড়লকে মঙ্গলবার সন্ধ্যায় একটি কুকুর আক্রমণ করে। কুকুরটি তাঁর দাদার অন্ডকোষে কামড় দিয়ে মারাত্মক আহত করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

চিকিৎসাধীন মধ্যকুল গ্রামের আব্দুল কাদের বলেন, বুধবার সকালে বাড়ির পাশে রাস্তায় ওঠার সময় একটি কুকুর হঠাৎ তাঁর ডান পায়ে এসে কামড় বসিয়ে দেয়। গ্রামের অনেককেই কুকুর কামড়ানোয় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, গত দু’দিনে কুকুরের কামড়ে আহত ১৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে আহত এক বৃদ্ধকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে সজীব (১৮) নামে এক ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গয়ড়া-খড়িডাঙ্গার চারা বটতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ইজিবাইক পাওয়া যায়নি।

 

নিহত সজীব বেনাপোলের গয়ড়া গ্রামের শহীদের ছেলে।

 

এলাকাবাসীরা জানান, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ইজিবাইক ভাড়া নিয়ে চালাতেন সজীব। মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বের হন। তার পর তিনি আর বাড়ি ফেরেননি। 

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, সজীব নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলা হবে।

 

 

 

 

ঘুমন্ত শিশুকে পুঁতে রাখা হয় কাদামাটিতে, সৎ মা আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হওয়া শিশু সিফাত খানের (৩) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ১২ ঘণ্টা পর বুধবার দুপুর ১টার দিকে ঘর থেকে ৩০০ গজ দূরের একটি বাগানের মধ্যে ডোবায় পাওয়া যায় তার মরদেহ।

 

এর আগে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে শিশুটিকে পরিকল্পিতভাবে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে হত্যা করে ডোবার কাদামাটির মধ্যে ঢুকিয়ে রাখা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।

 

 

শিশুটির বাবা আসাদুল খান বলেন, রাত ১টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যান। সময় ঘরের দরজা খোলা ছিল। ১৫-২০ মিনিট পরে ঘরে ফিরে দেখি সিফাত নেই।

 

 

বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে আটক করা হয়েছে।

 

পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন ঘরজামাই

সাতক্ষীরা জেলা প্রতিনিধি 

সাতক্ষীরার কলারোয়ায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খালপাড় এলাকায় ঘটনা ঘটে।

 

ঘাতক স্বামী মুজিবুর রহমান (৩৫) পৌর সদরের গদখালী গ্রামের ইমান আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রানুর মা বেলফুল বেগম বলেন, ১৬ বছর আগে মুজিবুর রহমানের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। সে ঘর জামাই থাকতো। মেয়ের ১৪ বছর বয়সী একটি ছেলে আছে। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার শাবল দিয়ে রানুর মাথায় বাড়ি মেরে পালিয়ে যান মুজিবুর। প্রতিবেশীরা আমাকে জামাই মেয়ের ঝগড়ার বিষয়ে জানালে তাৎক্ষণিক বাড়ি গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় আমার মেয়ে মাটিতে পড়ে আছে।

 

তিনি আরও বলেন, প্রতিবেশীদের সহযোগিতায় রানুকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী পলাতক। তাকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

 

 

বেনাপোলে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি 

যশোরের বেনাপোলে সজিব গাজী (১৯) নামে এক ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার খড়িডাঙ্গা গ্রামের ছোকর খাল এলাকায় সড়কের পাশের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। সজিব গাজী বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

 

স্থানীয় ওয়ার্ড মেম্বর মিন্টু মিয়া বলেন, সজীব একজন গরীব পরিবারের সন্তান। তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। প্রতিদিন তিনি রাত ১০-১১ টার দিকে বাড়ি ফিরে আসে। গত রাতে তিনি বাড়ি না ফেরায় বিভিন্নস্থানে খোঁজখবর নেওয়া হয়। সকালে খবর পাওয়া যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। সময় সজীব বাধা দিলে তাকে গলা কেটে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়ে এখনো মামলা হয়নি। দুর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে।

 

 

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা অফিস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরী বৈঠক করবেন মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪টি সদস্য দেশের রাষ্ট্রদূত।সন্ধ্যা সাতটায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারা।

 

বৈঠক শেষে গণভবনের গেটে পররাষ্ট্র সচিব বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন।

বুধবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার তথ্য নিশ্চিত করেছেন। 

 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া মিশরের রাষ্ট্রদূত। 

 

ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। এর সদস্য দেশ ৫৭টি। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তঃদেশীয় জোট এটি। প্রায় ১৮০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে জোট। আল আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।

 

 

 

 ‘আমি আর বছর বাঁচবো, আমাকে জামিন দেন’, আদালতকে বিএনপি নেতা দুলু

ঢাকা অফিস

রাজধানীর বাড্ডা থানার নাশকতার মামলায় গ্রেফতারের পর সাবেক ভূমি উপমন্ত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে হাজির করা হয়েছিল। সেখানে আদালতের কাছে নিজেকে অসুস্থ দাবি করে জামিন চেয়েছেন বিএনপির এই সাংগঠনিক সম্পাদক।

 

তিনি বলেন, ‘চিকিৎসক বলেছেন, আমি আর চার বছর বাঁচবো। তার মধ্যে এক বছর চলে গেছে। আমাকে চিকিৎসা করার জন্য জামিন দেন।’

 

আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. রিপন উদ্দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে শুনানি শুরু হয়।

 

সময় আসামি দুলু নিজে কথা বলতেন চান। বিচারক অনুমতি দিলে তিনি বলেন, ‘এক মাস পরপর আমার কেমোথেরাপি দিতে হয়। আমেরিকা থেকে ওষুধ না আসায় গত অক্টোবর দিতে পারিনি। এখন মেডিসিন এসেছে।

 

কেমোথেরাপি দিতে অনেক টাকা লাগে; কিন্তু ম্যানেজ করতে পারছিলাম না। অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করেছি। চিকিৎসক বলেছেন, আমি আর চার বছর বাঁচব। তার মধ্যে এক বছর চলে গেছে। আমাকে চিকিৎসা করার জন্য জামিন দেন।

 

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল কেককাটা অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেল এর জন্মদিন শেখ রাসেল দিবস উপলক্ষে দোয়া মাহফিল কেককাটা কর্মসূচী পালন করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল সন্ধ্যা সাড়ে ঘটিকায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল কেককাটা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ নাসিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুম বিল্লাহ, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ মিজানুর রহমান জিয়া, ইসরাফুল জামান খান শাকিল, মীর রবিউল আলম, মোঃ রাজীব হোসাইন, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বিজয় কুমার দে মিঠু, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্লা, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, তাসকিন শরীফ, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ ইমরান হাওলাদার, গোলাম রাব্বানী মামুন,  মোঃ ফরহাদ হোসেন, মোঃ আসাদুল ইসলাম সানি, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, শেখ মোস্তাফিজুর রহমান বাদল, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোসাঃ সুরভী আক্তার লাইজু, মোঃ রফিকুল ইসলাম কাজল, মোঃ খান আজিম হিজল, সাব্বির আহমেদ, সাইদুর রহমান মফিজ, মশিউর রহমান, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, রফিকুল ইসলাম খান, মোঃ হাসান শেখ, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আরিফুল ইসলাম অনিক, আবিদ আল হাসান, হামিদা বেগম, তানভির ইসলাম সাব্বির, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, রেয়াজাদ হোসেন জন, মোঃ বুলবুল আহমেদ, মোঃ কামরুল ইসলাম, আলী আজগর আকন, মোঃ আশরাফুল আলম বাবু, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান কামাল, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, গোলাম মাওলা টিংকু, শেখ রায়হান উদ্দিন, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ শফিকুল ইসলাম অভি, মোঃ ইব্রাহিম মোড়ুল, আতিকুর রহমান সোহাগ, নজরুল ইসলাম নবী, আহসান হাবিব রুবেল, মোহাম্মদ খালিদ হোসেন তুহিন, ফাহিদ হোসেন ঐশ্বর্য, মোঃ মাসুদ রানা, মোঃ হেলাল খান, মোঃ কবির হোসেন, মোঃ ইমরান গাজী, ফয়সাল হোসেন, মোঃ রাজু শেখ, শহিদুল ইসলাম, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. মোঃ হাফিজুর রহমান, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন,শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, হাসান মোল্লা, নিয়াজ মোরশেদ সৈকত, নূর আলম সজিব, ইব্রাহিম হোসেন আরজু, আফরোজ আহসান, মোঃ সালাউদ্দিন মুন্সি, পিয়াস ভূঁইয়া, এস.এম দিদার, রওশন আনির্জী অন্তু, মোঃ ফয়জুর রহমান আরাফাত, মোঃ আব্দুল রাজ্জাক গাজী, মোঃ শওকত হাওলাদার, মোঃ আরিফুল ইসলাম রাসেল, মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ সুমন হাওলাদার, তারিফুল ইসলাম তারিফ, মোঃ মাহফুজুল আলম সুমন, সুমনা আক্তার। উপদেষ্টামন্ডলীর সদস্য গাজী মোফাজ্জেল হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, দেবদাশ বিশ্বাস, মনিরুল ইসলাম, রুম্মান আহমেদ, কোমল বিশ্বাস, মোঃ আবু হেনা, মোঃ হানিফ শেখ, তাপস রায় চৌধুরী, মোঃ আলী সোহাগ, মোঃ মারুফ চৌধুরী রিমন, মোঃ জাকারিয়া শেখ, রাশেদুজ্জামান রুবেল, নাসির মৃধা, মাসুম চৌধুরী, নুরুন নাহার খাতুন মুন্নী এবং মোঃ আল-আমিন।

 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের উদ্যোগে শেখ রাসেল এর জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস-২৩ পালিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস-২৩ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

বুধবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু বঙ্গমাতা  এবং শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়। এরপর ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  ড. কিসিঞ্জার চাকমা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার  আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান  মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।

অতিথিবৃন্দ শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

আখের মাঠ পরিস্কার রাখুন,ভাল ফলন হবে,ন্যায্য দাম পাবেন

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

দর্শনাস্থ কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ)লি.এর  জীবননগর সাবজোনের আনছারবাড়ীয়া ৫০ নং ইউনিটের   উদ্যোগে ২৩-২৪ আখরোপন মাড়াই মৌসুমে আখরোপন পরিস্কার –পরিচ্ছন্ন আখ সরবরাহে চাষি উদ্বুদ্ধকরনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার বিকাল সাড়ে টায়  আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য  মো.মিণ্টুর  সভাপতিত্বে  ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ) লি.এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন,এফসিএমএ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   ব্যবস্থাপক( সম্প্র.) মো.মাহবুবুর রহমান। অন্যানের মধ্যে  আরও উপস্থিত ছিলেন  এসএসিডিও (সম্প্র.) মো.জয়নাল আবেদীন  , সংশ্লিষ্ট সিডিএ  মো.মনিরুল মোঃ ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, আপনারা আখ রোপনে পরিস্কার পরিছন্নতা বজায় রাখবেন।মাঠের আগাছা যত পরিস্কার রাখবেন আখের ফলন ততো ভাল হবে।কষ্ঠ করবেন ভাল দাম পাবেন।তিনি আরও বলেন বর্তমান সরকার আখ চাষীদের উপর সুনজর দিয়েছে। তাই আপনারা আপনাদের ন্যায্য মূল্যে আখ বেচতে পারবেন।

 

কেশবপুরে দুর্গাপূজা উদযাপন  উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

 যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কেশবপুরের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলার সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু গৌতম রায়।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৯৮ টি পূজা মন্দিরের সভাপতি/সম্পাদকের নিকট সরকারি অনুদানের নগত অর্থ বিতরণ করা হয়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর পূজামন্ডপসমূহে আর্থিক সহায়তার নগদ নগদ অর্থ বিতরণ করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর পূজামন্ডপসমূহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বুধবার নগরীর ৫টি থানা এলাকায় পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন।

 

সকাল ১০টায় সিটি মেয়র নগরীর দৌলতপুরস্থ পাবলা মধ্যপাড়া মন্দির প্রাঙ্গণে দৌলতপুর খান জাহান আলী থানা এলাকার, দুপুর ১২টায় সোনাডাঙ্গাস্থ পূজাখোলা মন্দির প্রাঙ্গণে খালিশপুর সোনাডাঙ্গা থানা এলাকার এবং দুপুর ২টায় সদর থানাস্থ শিতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে সদর থানা এলাকার পূজা মন্ডপসমূহের কমিটির কর্মকর্তাদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন। নগরীর সর্বমোট ৭৮টি পূজা মন্ডপের অনুকূলে লক্ষ ৭৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

কেসিসি’স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মন্দির কমিটির নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন।

 

 

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল ৯টায় নগর ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আয়োজিত কর্মসূচির শুভ সূচনা করেন।

 

এছাড়া দিবসটি পালন উপলক্ষে নগর ভবনে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি মেয়র চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিশুদের সাথে নিয়ে কেক কাটেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, পঁচাত্তরের পনেরই আগস্ট শিশু রাসেলসহ নারী শিশুদের যারা হত্যা করেছে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। খন্দকার মোস্তাক জিয়াউর রহমান’কে  বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার চক্রান্তের সাথে জড়িত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, সব ষড়যন্ত্রকারীরা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। জনগণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আগামী নির্বাচনেও তাঁকে বিজয়ী করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। সিটি মেয়র আগামী প্রজন্মের সামনে বাঙালী জাতির সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের কর্মী হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন।

 

কেসিসি’প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, মো: ইমরুল হাসান, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, কনিকা সাহা, মাহামুদা বেগম, মাজেদা খাতুন এ্যাড. জেসমিনা পারভীন জলি। অন্যান্যদের মধ্যে কেসিসি’প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, শিক্ষা সংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বাজার সুপার এমএ মাজেদসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন উপস্থিত ছিলেন।

 

খুবিতে ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন ‘ডিজিটাল উদ্যোক্তা উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ অক্টোবর (বুধবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্মার্ট কার্ড পাঞ্চ করে ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়।

পরে একই স্থানে আয়োজিত দ্বিতীয় অংশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইনোভেশন হাবের নামফলক উন্মোচন এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে, তাতে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর এটি গড়ে তুলতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। সময়ের সাথে অনেক প্রযুক্তি সামনে এসেছে, এগুলোর সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের যে বিপুল জনশক্তি রয়েছে, তা দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে।

তিনি আরও বলেন,  ভবিষ্যৎ প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আমরা কীভাবে গড়ে তুলবো সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা মানি আর না মানি পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে। এর সাথে আমরা মানিয়ে নিতে না পারলে পিছিয়ে পড়বো। তিনি বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১০ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে। তাদের সাথে ১০ লাখ আইডিয়াও বের হচ্ছে। এই আইডিয়া কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে এর প্রয়োগ ঘটাতে হবে। এই আইডিয়া প্রাকটিক্যালভাবে জেনারেট করতে যে পরিবেশ ইকোসিস্টেম প্রয়োজন তা পাওয়া যাবে ইনোভেশন হাবে।

স্কাইপির উদাহরণ দিয়ে তিনি বলেন, উন্নত বিশ্ব তাদের রিসার্চ ফাইন্ডিংস বা থিসিস নিয়ে আসছে মানুষের কল্যাণের জন্য। অথচ আমরা আমাদের রিসার্চ ফাইন্ডিংস বা থিসিস নিয়ে বেশি এগোতে পারি না।  বাঙালিদের মধ্যে যে অমিত সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বর্তমান প্রজন্ম যে সমস্ত গবেষণা করে তাদের প্রজেক্টের পর থেকে সেই গবেষণাগুলো কাগজ-কলমে পাবলিকেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের কল্যাণে যদি নিয়ে আসতে পারি তা হবে একেবারেই যথার্থ।

উপাচার্য বলে, ইনোভেশন হাব সবার জন্য। আইডিয়া জেনারেট করার জন্য একসময় শুধু বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে ভাবা হতো। কিন্তু এখন এর সাথে কলা মানবিক এসেছে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এবং টেকনোলজি দিয়ে হবে না। এখন আইডিয়া জেনারেট করতে দর্শন মানবিকতার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন হাব স্থাপন অত্যন্ত কার্যকর হবে। কারণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাল্টি ডিসিপ্লিনারি যে গ্রাজুয়েটরা রয়েছেন তাদের লেখাপড়ার ব্যপ্তি, দর্শন সম্মিলিতভাবে শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের নতুন নতুন মাত্রা নিয়ে আসবে।

উপাচার্য বলেন, আজকে আমরা যখন প্রযুক্তির কথা বলি এক নিমিষেই জাপান-জার্মানির প্রসঙ্গ উঠে আসে। কিন্তু আগামী কয়েক বছরে জাপান এরকম আর থাকবে না। অর্থনীতি এবং প্রযুক্তির দিক দিয়ে তারা পিছিয়ে পড়বে। কারণ, তাদের জনশক্তির গ্রোথ নেগেটিভ। এক্ষেত্রে বাংলাদেশের সামনে রয়েছে অমিত সম্ভাবনা। আজকে আমাদের যে জনশক্তি রয়েছে তা দক্ষ দেশপ্রেমিক মানবসম্পদে পরিণত করতে হবে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সুনির্দিষ্ট পথে এগোনোর জন্য যে কম্পোনেন্ট কম্বিনিশেন প্রয়োজন তা আমরা এই ইনোভেশন হাবে পাচ্ছি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ এবং হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। আরও বক্তব্য রাখেন ইনোভেশন হাবের ফোকাল পারসন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। প্রকল্পের পরিচিতিসহ হাবের সার্বিক উদ্দেশ্য তুলে ধরেন উক্ত প্রকল্পের ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট স্বাতী শারমিন। সম্ভাবনাময়ী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টার্টআপ খুলনার প্রতিষ্ঠাতা সিইও মেহেদী হাসান। সভাপতিত্ব করেন বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর সেহরীশ খান।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী এবং অঞ্চলের তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

 

দেশকে উল্টো পথে নিতে শেখ রাসেলের মতো শিশুকেও হত্যা করা হয় : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ অক্টোবর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিকাল ৩টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, ১৯৭১ সালে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়। সেই চেতনায় এক শিশুর বেড়ে ওঠা থমকে যায় ঘাতকদের নির্মমতায়। যুদ্ধ আইনে যেখানে নারী শিশুদের বাদ দেওয়া হয়, সেখানে অত্যন্ত নির্মমভাবে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে হত্যা করা হয়। দেশকে উল্টো পথে নেওয়ার উদ্দেশ্যেই ঘটে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই নারকীয় হত্যাযজ্ঞ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র একজন ব্যক্তি নন, বঙ্গবন্ধু একটি চেতনা। যে চেতনা কখনো নিঃশেষিত হয় না। বঙ্গবন্ধুর আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সেই চেতনার মৃত্যু ঘটেনি। বাংলাদেশ যতদিন থাকবে, এই চেতনাও ততদিন থাকবে। কেননা ইচ্ছে করলেই সব কিছু নিঃশেষ করা যায় না।

উপাচার্য বলেন, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর দেশকে পিছিয়ে দেওয়া হয়। কিন্তু বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা সবক্ষেত্রেই দেশের অগ্রগতি আশাব্যঞ্জক। নারী শিক্ষায় দেশের এগিয়ে যাওয়া, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ দেশের সার্বিক উন্নতি আজ অনেকের কাছে ঈর্ষণীয়। কারণ, বাংলাদেশ এখন এই অঞ্চল তথা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে। যার কারণে দেশকে ইমার্জিং টাইগারও বলা হচ্ছে।

তিনি বলেন, সময়ের সাথে আমাদের দেশের যে উন্নয়ন ঘটেছে এই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। এজন্য বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে এসে একযোগে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের কথা না ভেবে দেশের উন্নতি অগ্রগতির কথা ভাবতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেশ-বিদেশের ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, সার্বভৌমত্ব উন্নয়নের এই ধারা ধরে রাখতে হবে। দেশের প্রতি যে দায়িত্ববোধ রয়েছে তা যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, শেখ রাসেল দেশের প্রতিটি শিশুর প্রতিচ্ছবি। আগামীর বাংলাদেশ যেন নিরাপদ হয়, যেখানে কোনো শিশু নির্যাতন হবে না, শিশু হত্যা হবে না- আমি এই প্রত্যাশা করি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির সভাপতি কলা মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী গৌরব কুমার পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রভাষক ফারজানা জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ৯.১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন থেকে উপাচার্যের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এর পাশে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষক সমিতির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর পরপরই উপাচার্য ক্যাফেটেরিয়া সংলগ্ন স্থানে ছাতিয়ান বৃক্ষের চারা রোপণ করেন। দুপুর ১২.২০ মিনিটে চারুকলা প্রাঙ্গণে দেয়ালিকা চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। বিকাল ৪.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ শেখ রাসেল সম্পর্কিত বিভিন্ন পুস্তক বিতরণ করেন দিবস উদযাপন কমিটিরর সভাপতি। এছাড়া বাদ জোহর জামে মসজিদে দোয়া মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

 

মাগুরাতে জেলা, উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান শেখ রাসেল এর ৬০তম জন্মদিবস

নওয়াব আলী মাগুরাঃ

মাগুরাতে জেলা, উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান শেখ রাসেল এর ৬০তম জন্মদিবস উদযাপিত হয়েছে।

 শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাংকন, রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন আলোচনা সভার  আয়োজন করে। বুধবার বিকালে উপলক্ষে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শেখ রাসেল দিবস,সাহিত্য-সংস্কৃতি মেলা নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইফুজ্জামান শিখর।

আলোচনা সভার সভাপতিত্ব করেন  মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরর জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ,মাগুরার পুলিশ সুপার মোঃ মসিউদ্দৌলা রেজা পিপিএম বার, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে উপাধাক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান,শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির কান্তি প্রামান,নবীন বরণ অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আবু সাঈদ মোল্লা, শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক ওয়াদুদ বিশ্বাস,বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ মোঃ নাহিদ খান সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম প্রমুখ।

 

শেখ রাসেল দিবসে খুলনা সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা, শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রম উপস্থাপন বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

 

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, আজকের শিক্ষার্থীরা শেখ রাসেলের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে। তিনি বেঁচে থাকলে দেশের জন্য অবদান রাখতে পারতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতিক্ষা সাহসী নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি চক্রান্তকারীদের ঘৃণ্য চক্রান্তে  শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের সদস্যদের সাথে নির্মমভাবে নিহত হন।

 

 

খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: মনিরুজ্জামান, জাতীয় বিশ^বিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আব্দুল হক, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর  রঞ্জন সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর চাইনিজ, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক আব্দুল জব্বার শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর তাপস কান্তি সর্মাদ্দার। খুলনা সরকারি মহিলা কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুলনা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দিবস উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি কলেজের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন, শেখ রাসেল  দেয়ালিকার উদ্বোধন কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।

 

দাকোপে আ.লীগের প্রস্তুতি সভা শেখ রাসেলের জন্মদিন পালন

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে উপজেলা আওয়ামী লীগ আগামী নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা এবং বঙ্গবন্ধু পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে। বুধবার বেলা ১১ টায় চালনা বৌমার গাছতলাস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক এমপি খুলনা জেলা আওয়ামীলীগনেতা ননী গোপাল মন্ডল। বক্তৃতা করেন উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ ফকির, সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক সহ-সভাপতি রনজিত মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, মিহির মন্ডল, চালনা পৌর আ.লীগ সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগনেতা ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, অধ্যাপক দুলাল রায়, দেবব্রত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, জেলা মহিলা আ.লীগের সহসভাপতি জয়ন্তী রানী সরদার, কে এম কবির হোসেন, সঞ্জিব রায়, নির্মল সরদার, সুশংকর বাছাড় চিকন, বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদক সরোজিত রায় কুঞ্জু, স্বপন কুমার সরকার, নিত্যুরঞ্জন কবিরাজ, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জুলফিক্কার গাজী জুলু, ক্ষিতিশ রায়, জ্যোতি শংকর রায়, নিহার মন্ডল, তুষার রায়, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, বিধান বিশ্বাস, যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, রতন মন্ডল, ছাত্রনেতা ফয়সাল শরীফ, লিটন সরদার প্রমুখ। সভায় আগামী নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে দাকোপ থেকে ২০/২৫ হাজার নেতাকর্মি যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। সব শেষে প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে এক বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয়। অপরদিকে প্রধানমন্ত্রীর জনসভা সফল এবং শহীদ শেখ রাসেলের জন্মদিন পালনে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৃথক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফের সভাপতিত্বে এবং সাধরণ সম্পাদক লিটন সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার অধীন সকল ইউনিয়ন কমিটি কলেজ কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়। সভা শেষে কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।

 

পাইকগাছায় শেখ রাসেল দিবস- ২০২৩ উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় শেখ রাসেল দিবস- ২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু স্বাধীনতা একুশে মঞ্চে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রধান সড়কে র‌্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল ১০ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

অনুষ্ঠেয় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মোঃ রফিকুল ইসলাম।

 

আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু,অধ্যক্ষ মিহির বরন মন্ডল, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান আলী শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, পিআইও ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

 

২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় বক্তারা

গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রনেতা চঞ্চল তরুণ প্রজম্মের কাছে অনুসরণীয় হতে পারে

খবর বিজ্ঞপ্তি।।

ছাত্রনেতা ওহিদুজ্জামান চঞ্চল ছিলেন আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, চঞ্চলের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন সেরা সংগঠকদের অন্যতম। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা আপসহীনতা তাকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সব স্বৈরশাসনের বিরুদ্ধে তার ছিল বলিষ্ঠ প্রতিবাদী ভূমিকা।

বুধবার (১৮ অক্টোবর) খুলনা মহানগর জেলা ছাত্রদলের উদ্যোগে উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় বিএনপি কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি শহিদ ওহিদুজ্জামান চঞ্চলের ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, খুলনায় ছাত্রদলকে বিকশিত করতে এবং কলেজ ছাত্র সংসদগুলির নির্বাচনে ছাত্রদলের ঈর্ষণীয় সাফল্য লাভের পেছনে গুরুত্বপূর্ণ কারিগর ছিল শহিদ ওয়াহিদুজ্জামান চঞ্চল। ছাত্রনেতা হিসেবে ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ‘৯৬ এর পর হাসিনা বিরোধী আন্দোলনে একজন সাহসী সংগঠক হিসেবে চঞ্চলের ভূমিকা বর্তমানে চলমান ফ্যাসিবাদ বিরোধী দুঃশাসন বিরোধী চলমান গণতান্ত্রিক আন্দোলনে তরুণ প্রজম্মের জন্য অনুসরণীয় হতে পারে। মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্বে সদস্য সচিব তাজিম বিশ^াসের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব সাবেক মহানগর ছাত্রদলের সভাপতি শফিকুল আলম তুহিন, খান জুলফিকার আলী জুলু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, কে এম হুমায়ন কবির (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, নাজির উদ্দিন নান্নু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম বাবু, রাহাত আলী লাচ্চু, জাফরি নেওয়াজ চন্দন ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, তাঁতী দলের আবু সাঈদ শেখ, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, শরিফুল ইসলাম টিপু, ছাত্রদলের সাজ্জাদ হোসেন জিতু, মাসুম বিল্লাহ, গাজী শহিদুল ইসলাম, আল আমিন লিটন, রাজু আহমেদ, মাসুম বিল্লাহ, নাজিম উদ্দীন শামীম, শাকিল আহমেদ, আরিফুর রহমান টুকু, সালমান মেহেদী, নাম্মিন হোসেন মারজান, আরিফ মোল্লা তুর্য, হানিফ আকাশ, আমিনুজ্জমান সুজন, হাফিফুর রহমান হাফিজ, এস এম নয়ন হোসেন, ইমরান সালেহীন সিফাত, নাজের মাহমুদ নিবিড়, তামিম খান, ইমরান তুহিন, মারুফ শিকদার, জামিউল রহমান অপূর্ব,  শফিকুর রহমান, জাহিদুল ইসলাম, ফয়সাল চৌধুরী, অনিক আহমেদ, সুমন, ইমতিয়াজ আলী সুজন, নিলাদ্রি কুমার, রনি জমাদ্দার, রাজন শেখ, সজল শেখ, আবু বক্কর, তৌহিদুর রহমান তৌহিদ, রায়হান সোবহান, আমান, আব্দুল্লাহ, সাজিদ, সোহাগ, সুমন প্রমূখ। আলোচনা শেষে শহীদ ছাত্রনেতা ওহিদুজ্জামান চঞ্চলের আত্মার আগফেরাত কামনায় দলের চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ছাত্রনেতা আব্দুল্লাহ জমাদ্দার।

 

 

কালিগঞ্জে চম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের ভবন উদ্বোধন

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ই অক্টোবর) বেলা ১১টার সময় অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

 

চম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু বাক্কার গাইন,অমল সরকার, মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য এমডি আরাফাত আলী,চম্পাফুল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন,সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

 

সময় আরো উপস্থিত ছিলেন চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা:বিশ্বনাথ সরকার, সহ-সভাপতি হাসেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম মন্ডল, সাংগঠিনক সম্পাদক আব্দুল বারী,কোষাধ্যক্ষ বাপ্পী সরকার,দপ্তর সম্পাদক দিনেশ সরকার,প্রচার সম্পাদক শরিফুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক রাফেজা খাতুন এবং কার্যকরী সদস্য শিমুল হোসেন, হাবিবুল্লাহ বাহার,দেবদাশ সরকার,তাপস কুমার ঘোষ, মোশাররফ হোসেন প্রমুখ।

 

প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে ইউনিয়ন পরিষদের পাশে চম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের ভবন শুভ উদ্বোধন করেন।

 

 

দুঃস্থদের কাছে বাকিতে পণ্য বিক্রি করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

খবর বিজ্ঞপ্তি

বাকী চাহিয়া লজ্জা দেবেন না’ এমন একটি সাধারণ বাক্য প্রায় দোকানে ঝুলিয়ে রাখতে দেখা যায়। বাকীখোরদের কাছ থেকে মুক্তি পেতে সাধারণত এমন কাজ করে থাকেন দোকানীরা। তবে এমন ম্যাসেজ দেখে বাকীখোরদের থামানো না গেলেও নিম্ন আয়ের মানুষ কিছুটা অস্বস্থিতে ভোগেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝে দুঃস্থ নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন। আয় ব্যয়ের হিসাব মেলাতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থায় কিছুটা ধার দেনা করে দোকান থেকে পণ্য না পেলে অভুক্ত থাকতে হয় তাদের।

 

সাধারণ দোকানদাররা বাকীতে পণ্য দিতে না চাইলেও এবার ঠিক উলটো কাজটি করতে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। গরীব দুঃস্থদের বাকীতে পণ্য দিতে এবার তারা আয়োজন করেছে ‘বাকীর হাট’

 

১৮ অক্টোবর খুলনায় আয়োজিত দিন ব্যাপী এই কর্মসূচীতে দুই শতাধিক পরিবার বাকীতে পণ্য কেনার সুযোগ পায়। চাল, ডাল, তেল, চিনি, আটা, লবণ, শাকসবজি, মাছ, মুরগী, বাচ্চাদের শিক্ষা উপকরণ, কাপড় সহ প্রায় ২৫ টি আইটেম নিয়ে বসেছে এই বাকীর হাট।

 

বিদ্যানন্দের পক্ষ থেকে জানানো হয়, ‘বাকী চাহিয়া লজ্জা দেবেন না’ এই স্লোগানের পরিবর্তে ‘বাকী চাইতে লজ্জা পাবেন না’ এই স্লোগানটি তারা প্রমোট করছেন হত দরিদ্র মানুষের জন্য। এই পরিবারগুলোর আজকে টাকা নেই, কিন্তু একদিন তাদের টাকা হবে। সেদিন তারা এই টাকা পরিশোধ করবে। তবে বিদ্যানন্দকে নয়, সমপরিমাণ টাকা পরিশোধ করতে হবে অন্য কোন অভাবীকে।  এমন একটি শর্ত দিয়েই ৬০০ থেকে ৬৫০ টাকার পণ্য দেওয়া হচ্ছে। বাজার শেষে প্রতিটি ক্রেতার নাম বাকীর পরিমাণ লিখে একটি আঙ্গুলের ছাপ নিচ্ছেন স্বেচ্ছাসেবীরা যা দিয়ে প্রতীকীভাবে এই বাকীর কথা খাতায় লিপিবদ্ধ করে রাখা হচ্ছে।

 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিটি সেবামূলক কাজের পেছনে একটি বার্তা থাকে। বাকীর হাটের মাধ্যমে তারা সমাজের মানুষ যেন আরেকজন মানুষকে সাহায্য করে। এমনই একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে। একই সাথে সাহায্য চাওয়া কোন লজ্জার বিষয় না। বরং সাহায্যপ্রার্থীকে সাহায্য করা মানবিক একটি দায়িত্ব।  আর এই দায়িত্বের কথাই বিদ্যানন্দ স্মরণ করিয়ে দিচ্ছে এমন উদ্যোগের মাধ্যমে।

 

 খুলনা জেলার লিয়াকত আলী মিলনায়তন, খুলনা প্রেসক্লাবে বাকীর হাটে পণ্য কেনা কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুম বিল্লাহ।  সময় বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বিদ্যানন্দের সদস্যরা খুলনা শহরের বিভিন্ন এলাকায় জরিপের মাধ্যমে অভাবী পরিবার চিহ্নিত করে নির্দিষ্ট কার্ড প্রদান করে। সে কার্ড দেখিয়ে পরিবারগুলো ‘বাকীর হাট’ থেকে কেনাকাটার সুযোগ পায়।

 

দেশ বিদেশে ভিন্নতর অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা তখন জীবনবাজি রেখে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখসমরে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক জাতীয় মানবকল্যান পদক ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ছোয়ায় বদলে গেছে শালিখা উপজেলার মানুষের জীবন-যাত্রার মান

নওয়াব আলী মাগুরা //

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) ছোয়ায় বদলে গেছে শালিখা উপজেলার মানুষের জীবন-যাত্রার মান।গ্রামীণ অবকাঠামো,যোগাযোগ, শিক্ষা সামাজিক উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে এলজিইডি। নতুন সড়ক,সেতু,কালভার্ট নির্মান সহ পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য পরিবর্তন।সরকারের দেড়দশকে যোগাযোগ ক্ষেত্রে ব্যপক উন্নয়নের কারণে শহরের সকল সুযোগ সুবিধা পৌছে যাচ্ছে শালিখা উপজেলা বিভিন্ন গ্রামের মানুষের হাতে।এলজিইডি’দেয়া তথ্য অনুসরে গত ১৫ বছরে তারা নির্মান করেছে ২৮৫ কি.মি পাকা রাস্তা এবং বিদ্যমান সড়ক সংস্কার করেছে।নির্মান করেছে ৯টি বৃহৎ ব্রীজ ১৬৯টি কালভার্ট।ইউনিয়ন পরিষদ ভবন ৭টি,গ্রোথ সেন্টার ৪টি,প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ৯৪টি,খাল খনন ৪টি,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ একটি,হাটবাজার উন্নয়ন ১৩টি,সুইচ গেট/রাবার ড্যাম্প/রেগুলেটর ২টি,ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা ৭৫০ হেক্টর সহ ৫০টিরও বেশী মসজিদ,মন্দির, শ্মশান,ঈদগাহ কবরস্থানের উন্নয়ন।

ব্যপারে এলজিইডি’শালিখা উপজেলা প্রকৌশলী শোহেব মোহাম্মদ জানান,মাননীয় প্রধানমন্ত্রী ভিশন ২০৪১ কে সামনে রেখে মাগুরা আসনের এমপি ড.শ্রী বীরেন শিকদারের নির্দেশনা পরামর্শ মোতাবেগ আমরা কাজ করে যাচ্ছি।বর্তমানে শালিখা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন হলরুম নির্মানাধীন রয়েছে।২০২৩-‘২৪ অর্থবছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় সীমানা প্রাচীর নতুন ভবন নির্মাণ, সড়ক নির্মাণ সংস্কার কাজে প্রায় শত কোটি টাকার কাজ চলমান রয়েছে। বিগত ১৫ অর্থবছরে নতুন সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণ কাজে প্রায় ৩৯৯ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রায় কোটি টাকার উন্নয়নমূলক কাজ সাধিত হয়েছে।উন্নয়নের এধারা অব্যহত আছে এবং থাকবে।

 

পরিকল্পনা মন্ত্রী খুলনা আসছেন

তথ্য বিবরণী

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এক দিনের সফরে আগামী ২০ অক্টোবর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২০ অক্টোবর সকাল নয়টায় খুলনার দাকোপ উপজেলার লাউডোব-বানীশান্তা আন্ত:জেলা ফেরী উদ্বোধন এবং সকাল সাড়ে ১১টায় বানীশান্তা বাজারে প্রধানমন্ত্রীর উন্নয়ন সভা তিনশত একর ফসলী জমি পরিদর্শন করবেন। তিনি দুপুর দুইটায় সুতারখালী এবং বানীশান্ত ইউনিয়নের ভেড়িবাঁধ ভাঙ্গন এলাকাসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন, বিকাল সাড়ে তিনটায় দাকোপ উপজেলা আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, জনগুরুত্বপূর্ণ দপ্তর স্থান পরিদর্শন এবং বিকাল সাড়ে চারটায় বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, জনগুরুত্বপূর্ণ দপ্তর স্থান পরিদর্শন করবেন। ঐদিন বিকালে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

 

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার সফরসূচি

তথ্য বিবরণী

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান তিন দিনের সফরে ১৯ অক্টোবর খুলনা আসছেন।

 

সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ২১ অক্টোবর সকাল সাড়ে ১১টায় খুলনা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে ভৈরব সেতুর অগ্রগতি সম্পর্কে আলোচনা সভায় যোগদান করবেন। ঐদিন বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

 

দামুড়হুদা সদাবরি জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

দামুড়হুদার সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তছিম উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় প্রধান শিক্ষক মোঃ উবাইদুল্লাহের সভাপতিত্বে এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি  ইঞ্জিঃ তছিম উদ্দিন।

 

 

দাকোপে রং তুলির নিবিড় আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত কারিগররা

মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে খুলনার দাকোপের পাড়া মহল্লায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। মন্ডপগুলোতে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। বাপের বাড়ি যাওয়ার অপেক্ষায় থাকা দেবী দুর্গাকে সুন্দর রূপ দিতে দিন-রাত রং তুলির মাধ্যমে কাজ করে যাচ্ছেন তারা। পাশাপাশি পুরোদমে এগিয়ে চলছে নানান ডিজাইনের গেইট আলোকসজ্জার কাজ। এবার দাকোপ  উপজেলায় মোট ৮৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পুজা উদযাপন কমিটির সভাপতি অসিত বরণ সাহা। প্রতিটি প্রতিমাকে রঙ-তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত কারিগররা। চলছে সাজ-সজ্জার কাজও। দেবী দুর্গার সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। পঞ্জিকা মতে আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহা উৎসব। এবার দেবীর আগমন গমন হবে ঘোটকে অর্থাৎ (ঘোড়ায়)যার কারণে পৃথিবী জুড়ে এবার অনেকটা অস্থির বিশৃঙ্খলা থাকবে বলে মন্তব্য করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন দাকোপে শারদীয় উৎসব পালনে যাতে কোন প্রকার সমস্যা সৃষ্টি না হয় সকলে সুন্দর ভাবে শারদীয় উৎসবের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য খুলনা-আসনের এমপি হুইপ পঞ্চানন বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের এমপি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি – সম্পাদক এবং সকল মন্দির কমিটির সভাপতি – সম্পাদক। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগন, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার সকল পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে মতবিনিময় সভা করেছি শারদীয় উৎসব পালন উপলক্ষে। দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানিয়েছেন, নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে অনুষ্ঠিত হবে এবারের দুর্গাপুজা উৎসব। বিষয়ে কয়েক দফায় পুজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সদস্যদের নিয়ে মুক্ত আলোচনা করা হয়েছে। তিনি আরও জানান, দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত সকল শারদীয় দুর্গাপুজা মন্ডপে আইন শৃঙ্খলা সার্বিক নিরাপত্তায় থাকছে, পুলিশি মোটরসাইকেল টহল, সমন্বিত পুজামন্ডপ কমিটি, স্থানীয় সেচ্ছাসেবক, আনসার বাহিনী সহ থানা পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক টহল দিবেন। এবার পৌর সভার প্রতিটি পুজামন্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন চালনা পৌরসভার মেয়র সনোত কুমার বিশ্বাস। তিনি সম্প্রীতি বজায় রেখে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

 

 

 

 

 

বেনাপোলে চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই

বেনাপোল প্রতিনিধি।

 

 যশোরের বেনাপোলে সজীব গাজী (১৯) নামে এক চালককে জবাই করে হত্যার পর তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

 

বুধবার (১৮ অক্টোবর) রাতে খড়িডাঙ্গা গ্রামের ছোকর খাল নামক সড়কের পাশে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জবাই করা এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, সজীব একজন গরীব পরিবারের সন্তান। সে ইজিবাইক চালিয়ে সংসার চালায়। এজন্য সজীব সারাদিন রাস্তায় ইজিবাইক চালায়। রাত ১০-১১ টার দিকে বাড়ি ফিরে আসে। গত রাতে সজীব বাড়ি ফিরে আসিনি। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। সময় সজীব তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাকে জবাই করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে বলে ওসি জানান।  নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর পাঠানো হবে।  

 

 

 

 

 

ইন্দুরকানীতে শিশু ধর্ষণের অভিযোগ,ধর্ষক গ্রেফতার

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ

 

পিরোজপুরের ইন্দুরকানীতে দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত  আরমান শেখকে পুলিশ মঙ্গলবার রাতে পাড়েরহাট বন্দর থেকে গ্রেফতার করেছে। শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে আরমান শেখ  কে আসামী করে ইন্দুরকানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে।  উপজেলার  পাড়েরহাট আশ্রয়নের একটি ঘরে ঘটনা ঘটেছে। পাড়েরহাট আশ্রায়নের বাসিন্দারা জানান, আশ্রয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন শেখের ছেলে আরমান শেখ (৩২) পাশর্^বর্তী আশ্রায়নের বাসিন্দার দশ বছরের শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। পরে  ঘরের দরজা আটকে শিশুর মুখ বেঁধে ধর্ষণ করে। পরে শিশুটিকে ছেড়ে দিলে সে তার স্বজনদের কাছে ধর্ষণের বিষয় জানালে মঙ্গলবার রাতে তার স্বজনেরা  নারী শিশু দমন নির্যাতন আইনে থানায় মামলা করেন।

 

শিশুটির দাদা  জানান, আরমান আমার নাতী কে তার ঘরে ডেকে নিয়ে মুখে গামছা দিয়ে বেধেঁ ধর্ষণ করে। এখন আমার নাতির প্রসাব করতে কষ্ট হচ্ছে। ধর্ষক আরমানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

 

ইন্দুরকানী থানার ওসি আল-মামুন জানান, শিশু ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্ত কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

ইন্দুরকানীতে শেখ রাসেল দিবসে র‌্যালি আলোচনা সভা

ইন্দুরকানী পিরোজপুর সংবাদদাতাঃ

 

পিরোজপুরের ইন্দুরকানীতে  শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে, তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগিতায়  র‌্যালি,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন – ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ এম মতিউর রহমান,

ইন্দুরকানী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সাইদ মোহাম্মদ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, সমাজ সেবা কর্মকর্তা মশিদুল হক, উপজেলা আ. লীগের সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, বালিপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, সদর ইউনিয়ন আ. লীগের  সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার, বি আর ডি বি চেয়ারম্যান শাহীন গাজী, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান,সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক নকির হোসেন প্রমুখ। সভাবর সঞ্চলনা করেন তথ্য প্রযুক্তি কর্মকর্তা চন্দন রায়।

 

 

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ^বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদ্যাপন

খবর বিজ্ঞপ্তি

খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ^বিদ্যালয়ে বুধবার, ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়। ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ^বিদ্যালয় মিলনায়তনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ আকন্দ। বক্তারা বলেন ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৫ আগস্টের ভয়াল কালরাতে বাবা-মা পরিবারের অন্যান্য স্বজনের সঙ্গে তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে নরপিশাচরা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা শিশু শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের সেই অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের সকল শিশু-কিশোর তরুনদের মধ্যে চিরজাগরুক হয়ে আছেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ১৫ আগস্টে শাহাদাতবরণ কারীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

 

কয়রায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জিআর চাউল বিতরণ

কয়রা(খুলনা)প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কয়রায় জিআর চাউল বিতরণ করা করা হয়েছে। বুধবার(১৮অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। এসময় তিনি সকরের উদ্দেশ্যে বলেন, সনাতন ধর্মের মহা উৎসব শারদয়ি দূর্গাপূজা। ধর্ম যার যার আনন্দ সবার মাথায় রেখে শারদীয় দূর্গাপূজা উৎসব পালন করার অনুরোধ জানান। এছাড়াও পূজা মন্ডপে সুষ্ঠু পরিবেশ পবিত্রতা বজায় রাখার দায়িত্ব আমাদেও সকলের। যে কোন অনাকাঙ্খিক ঘটনা এড়াতে পুলিশের পাশাপশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে রিাপত্তা জোরদার করা হয়েছে।এছাড়াও দলে নেতাকর্মীদের চোখ কান খোলা রাখার আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, কয়রা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস সানা, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, বাগালী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানি, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান  আছের আলী মোড়ল, আওয়ামীলীগ নেতা মাষ্টার খায়রুল আলম সহ উপজেলার ৫৬ টি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ। 

সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর হাত থেকে উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সম্পাদক অম্বিকা চরন দিলীপ কুমার বৈরাগী জিআর চাউলের ডিও তুলে নেওয়ার মধ্য দিয়ে ৫৬ টি দূর্গা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক গন প্রতি পূজা মন্ডবের জন্য বরাদ্ধকৃত ৫০০ কেজি জিএর চাউলের ডিও প্রদান করা হয়। সাথে সাথে এমপি আকতারুজ্জামান বাবুর ব্যক্তিগত ভাবে প্রতিটি দূর্গা মন্দিরের জন্য ১০০০ টকা করে  এবং ভাইস চেয়ারম্যান কমলেস কুমার তিনি প্রতিটি মন্দিওে ৫০০ টাকা করে প্রদান করেন।

 

কয়রায় সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগিদের নিয়ে কর্মশালা

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে পানিই জীবন প্রকল্প ফেইজ-০৩ এর সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল দিনব্যাপী বাগালী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুস সামাদ গাজী এর সভাপতিতে হেলভেটাস অর্থায়নে সুশীলন ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায় সরকারী বেসরকারী পর্যায়ে উন্নয়ন সহযোগীদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়,ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, কৃষি,মৎস্য প্রাণিসম্পদ বিষয়ে অভিজ্ঞ সেবাদানকারীদের সাথে আলোচনা সমন্বয়ের মাধ্যমে এক সেতুবন্ধনের সৃষ্টি হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সুশীলন এর উপজেলা সমন্বয়কারী তাপস কুমার দাশ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পূর্ণিমা বৈরাগী।

বক্তারা বলেন,  জলবায়ু পরিবর্তন এর সাথে খাপ-খাইয়ে টিকে থাকতে হলে জলবায়ু সহনশীল কৃষি,মৎস্য প্রানিসম্পদ এর সঠিক জাত নির্বাচন তার কার্যকারিতা সম্পর্কে স্থানীয় সেবাদানকারীদের প্রথমে সঠিক ধারনা থাকতে হবে এবং তাদের যদি সঠিক ধারনা থাকে, তবেই তারা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তন করতে সক্ষম হবে। স্থানীয়ভাবে সরকারী পর্যায়ে যে সকল উন্নয়ন সহযোগী উপস্থিত ছিলেন তারা বলেন, সরকারীভাবে দপ্তরভিত্তিক যেসব প্রশিক্ষন পরিসেবার সুযোগ আছে সে পরিসেবাগুলো তারা স্থানীয় সেবাদানকারীদের মাধ্যমে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় দেওয়ার জন্য তাদের দরজা সার্বক্ষনিক খোলা থাকবে। সকলের আলোচনা শেষ হলে ইউপি চেয়ারম্যান মহোদয় সকলের সু-স্বাস্থ্য কামনা করে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।

 

ফকিরহাটে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক পপ্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, সহকারী প্রোগ্রামার সাহিনা আক্তারসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী শিক্ষার্থীবৃন্দ। #

 

ফকিরহাটে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চালের ডিওলেটার প্রদান

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মন্দির কমিটির নিকট চালের ডিওলেটার প্রদান করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ৭০টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি সাধারন সম্পাদকের নিকট ৫০০কেজি করে চালের ডিওলেটার প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তি এমডি সেলিম রেজা প্রমূখ।

 

 

ফকিরহাট হাসপাতালের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেককাটা কুইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম। অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র। এসময় মেডিকেল অফিসার ডা. মনোজ মালাকার, ডা. মুশফিকা ইফফাত, ডা. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ডাক্তার, নার্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #

 

 

 

দাকোপে প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

দাকোপ প্রতিনিধি

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূঁমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী গাজী, আইসিটি অফিসার সমির বিশ^াস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা। উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন অধিদপ্তরের প্রধান গন, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সাংবাদিক বৃন্দ। সভার শুরুতে একই স্থানে কেক কাটা, শিশুদের মাধে পুরস্কার বিতরণ করা হয়।

 

প্রধানমন্ত্রীর খুলনাগমনে দাকোপে আ’লীগের প্রস্তুতি সভা শেখ রাসেলের জন্মদিন পালন

দাকোপ প্রতিনিধি

দাকোপে উপজেলা আওয়ামীলীগ আগামী নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা এবং বঙ্গবন্ধু পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে।

বুধবার বেলা ১১ টায় চালনা বৌমার গাছতলাস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক এমপি খুলনা জেলা আওয়ামীলীগনেতা ননী গোপাল মন্ডল। বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ ফকির, সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক সহসভাপতি রনজিত মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, মিহির মন্ডল, চালনা পৌর আ’লীগ সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগনেতা ইউপি চেয়ারম্যান মানস রায়, অধ্যাপক দুলাল রায়, দেবব্রত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, জেলা মহিলা আ’লীগের সহসভাপতি জয়ন্তী রানী সরদার, কে এম কবির হোসেন, সঞ্জিব রায়, নির্মল সরদার, সুশংকর বাছাড় চিকন, বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদক সরোজিত রায় কুঞ্জু, স্বপন কুমার সরকার, নিত্যুরঞ্জন কবিরাজ, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জুলফিক্কার গাজী জুলু, ক্ষিতিশ রায়, জ্যোতি শংকর রায়, নিহার মন্ডল, তুষার রায়, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, বিধান বিশ্বাস, যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, রতন মন্ডল, ছাত্রনেতা ফয়সাল শরীফ, লিটন সরদার প্রমুখ। সভায় আগামী নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে দাকোপ থেকে ২০/২৫ হাজার নেতাকর্মি যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। সব শেষে প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে এক বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয়।

অপরদিকে প্রধানমন্ত্রীর জনসভা সফল এবং শহীদ শেখ রাসেলের জন্মদিন পালনে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৃথক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফের সভাপতিত্বে এবং সাধরণ সম্পাদক লিটন সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার অধীন সকল ইউনিয়ন কমিটি কলেজ কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়। সভা শেষে কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।

 

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে দাকোপে বিক্ষোভ সমাবেশ

দাকোপ প্রতিনিধি

ফিলিস্তিনে বর্বরোচীত হামলায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে দাকোপে উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জোহর নামাজ বাদ উপজেলা হেড কোয়াটার জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিন বাংলাদেশের পতাকা এবং ইসরাইল বিরোধী প্লাকার্ড হাতে শত শত মানুষ মিছিল সহকারে এসে যোগ দেয়। উপজেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি হাফেজ শওকত ওসমান, সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা তাবারক হোসাইন, মাওলানা মুফতী মোস্তাফিজুর রহমান, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী আহসান হাবীব, মুফতী আব্দুস সাত্তার, মাওলানা সোহরাব হোসাইন, মাওলানা  আবুল হাসান, হাফেজ রবিউল ইসলাম, হাফজ মাসুম বিল্লাহ, মাওলানা জাকারিয়া, মাওলানা আতিকুর রহমান, মাওলানা ইয়াদুল ইসলাম, হাফেজ আকতারুল ইসলাম, জি এম আজিজুল হক, মাওলানা আল আমিন, আলহাজ্ব আবু দাউদ শেখ। সমাবেশে বক্তারা ইসরাইলীদের বর্বরোচীত হামলায় ফিলিস্তিনের হাজার হাজার নারী শিশুদের নৃশংস্য হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব এবং পুতুল জাতি সংঘের মদদে নিজ ভূমি থেকে দখলদার ইসরাইলীরা ফিলিস্তিনিদের হত্যা নির্যাতন চালিয়ে বিতাড়িত করছে। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করছে। গাজায় মানবিক সহায়তা এবং সকল হামলা বন্দের দাবী জানিয়ে তারা বলেন অবৈধ দখলদার এবং তাদের দোসরদের বিরুদ্ধে বাংলাদেশের মহান সংসদে নিন্দা প্রস্তাব গ্রহন এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভূমিকা রাখার দাবী জানান। সমাবেশ শেষে ইসরাইল আমেরিকা বিরোধী প্লাকার্ড ব্যানারসহ বিশাল এক বিক্ষোভ মিছিল চালনা বাজার প্রদক্ষিন করে।

 

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস উদ্যাপিত

খবর বিজ্ঞপ্তি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদ্যাপন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা  ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপলক্ষে বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাসের সভাপতিত্বে  আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ তবিবার রহমান, অর্থ হিসাব বিভাগের পরিচালক এস এম রিয়াজুর রশীদ, প্রক্টর মো: ইনজামাম-উল হোসেন, বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনিছুর রহমান, সিএসই বিভাগের বিভাগয়ি প্রধান মোঃ মেহেদী হাসান প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনা অছিকুর রহমান দোলন। পরে শেখ রাসেলের আত্মার শান্তি দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।

 

সম্পাদকীয়=============

স্বাস্থ্যমন্ত্রীর জরুরি পরামর্শ: প্রশ্ন করলে বিপদ আছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একটি জরুরি পরামর্শ দিয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে প্রশ্ন করতে বারণ করেছেন তিনি। সাংবাদিকদের বলেছেন, যথা স্থানে যথা প্রশ্ন করতে। এটি সাংবাদিকরা করতে পারছেন না বিভিন্ন কারণে। কোথাও আইন করে প্রশ্ন তোলা বারণ করে দেয়া হয়েছে, কোথাও বা গায়ের জোরে সব প্রশ্ন, সব জিজ্ঞাসা ভুলে যেতে বাধ্য করা হচ্ছে।

গত মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে মশা নিয়ন্ত্রণ করতে হবে। সেটি না হওয়ার কারণে এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়নি।’ ডেঙ্গুতে বড় সংখ্যক মানুষের মৃত্যুতে ‘খুবই দুঃখ’ পেয়েছেন মন্ত্রী। বলেছেন, ডেঙ্গু রোধে এখন পর্যন্ত নেয়া পদক্ষেপ যথেষ্ট নয়।

এই ব্যর্থতার জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দোষারোপ করেন। তাদের প্রশ্ন করতে বলেন; কিন্তু এটি একটি বিপজ্জনক পরামর্শ। সিটি করপোরেশনকে প্রশ্ন করতে গেলে সাংবাদিকের জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি আছে। ডেঙ্গুর কারণ জানতে চেয়ে বুড়িগঙ্গায় চুবানি খাওয়ার ঝুঁকি কে নেবেন?

মন্ত্রী বলেন, আমাদের প্রশ্ন করবেন- চিকিৎসার কী ব্যবস্থা নেয়া হয়েছে, চিকিৎসায় কোনো ঘাটতি আছে কি-না। তিনি দাবি করেন, চিকিৎসার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। দাবি সত্য হলে দেশবাসী বিশেষ করে আক্রান্ত রোগী তাদের ভুক্তভোগী স্বজনরা খুশি হবেন। খুশি হবেন ঝুঁকিতে থাকা মানুষজনও।

আসলে দোষ দেয়া সহজ, দায়িত্ব নেয়া মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করে সমস্যার সমাধান করা কঠিন। ডেঙ্গু যেকোনো বিবেচনায় জনস্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট এবং এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতার বাইরে নয়। তাই, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, স্থানীয় সরকার, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগের মধ্যে সমন্বয় করে সর্বাত্মক পদক্ষেপ নেয়া জরুরি ছিল। সেটি করা হয়নি। সেরকম পদক্ষেপের জন্য কত মানুষকে মরতে হবে কে জানে!

স্বাভাবিকভাবে ডেঙ্গুর বিস্তার ঘটছে অপ্রতিরোধ্য গতিতে। মাত্র ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬০৯ জন। চলতি মাসের ১৭ দিনে মারা গেছেন দুই শতাধিক মানুষ। সারা দেশে চলতি মৌসুমে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ। কেবল রাজধানী বা শহরাঞ্চল নয়, সারা দেশে ছড়িয়েছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছর এখন পর্যন্ত প্রায় এক হাজার ২০০ মানুষের মৃত্যুর পরও তেমন সমন্বিত সর্বাত্মক কর্মসূচি নেয়ার কোনো চিন্তাভাবনা কেউ করছেন বলে মনে হয় না। অথচ এই রেকর্ড মৃত্যুর কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগগুলোতে এখন রীতিমতো মরণপণ যুদ্ধাবস্থায় থাকার কথা ছিল। এই একটি উদাহরণ বলে দেয়, সরকারের কাছে সাধারণ মানুষের জীবন বা মৃত্যু সবই সম্ভবত মূল্যহীন। জনস্বার্থ নয়, নিজেদের ব্যক্তিস্বার্থ তাদের কাছে মুখ্য।

নির্বাচিত বা অনির্বাচিত যেমনই হোক, দেশে একটি সরকার আছে। তাই সাধারণ নাগরিকরা নিরাপদে খেয়ে পরে বাঁচার ন্যূনতম সুবিধাটুকুর পাশাপাশি রোগ-শোকে সরকারের পক্ষ থেকে অন্তত সুরক্ষামূলক ব্যবস্থা নেয়া হবে এটুকু আশা করেন। কিন্তু দুর্ভাগ্য জাতির। তাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার যেমন গেছে, তেমনি যেতে বসেছে ভাতের অধিকার, সুস্বাস্থ্যের নিশ্চয়তাও।