সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

59
বাসা তৈরি করার জন্য মুখে ইউক্যালিপটাস গাছের ছোট্ট ডাল নিয়ে এসেছে মা শামুকখোল পাখি।
Spread the love

 

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার লাখোয়াটি কামারগাতী সড়কে ভ্যান গাড়ির সংঘর্ষ জিয়া গাজী (৪০) নামে এক ভ্যান চালক ১৬ ইং অক্টোবর সোমবার নিহত হয়েছে । অপর ভ্যান গাড়ি চালকে আটক করা হয়েছে।

পুলিশ ও নিহত ভ্যান চালকের পরিবার সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার  লাখোহাটি গাজী পাড়ার মৃতঃ আজিজ গাজীর পুত্র মোঃ জিয়া গাজী (৪০) নিজের  ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে ১৬ ই অক্টোবর সোমবার সকাল সাড়ে আটটার দিকে লাখোহাটি-কামারগাতি সড়কের আনসার শিকদারের  বাড়ির সামনে এলে আরেকটি ব্যটারি চালিত ভ্যান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক জিয়া গাজী ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আহত হন। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে আহত ভ্যান চালক জিয়াকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চালক লাখোয়াটি গ্রামের শাহীন খানের পুত্র রিপন খানকে থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমঝোতায় রিপন খানকে ছেড়ে দেওয়া হয়।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান, নিহতের পরিবার, ভ্যান চালক ইউনিয়ন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলা না করায় মানবিক কারণে অপর ভ্যান চালকে ছেড়ে দেওয়া হয়েছে। পারিবারিকভাবে  লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন।

 

শেখ রাসেল ৬০তম এর জন্মবার্ষিকীতে নগর যুবলীগের কর্মসুচী

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মবার্ষিকী ১৮অক্টোবর’২৩ইং তারীখ বুধবার। দিনটি উপলক্ষ্যে নিম্মোক্ত কর্মসুচী গ্রহন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। কর্মসুচীর মধ্যে রয়েছে বুধবার বাদ যোহর দলীয় কার্যালয়ে শেখ রাসেল এর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া, আলোচনা সভা, কেঁক কাঁটা অনুষ্ঠান ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হবে। উপরোক্ত কর্মসুচীতে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন খুলনা মহানর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

 

সুস্থতার জন্য হাত ধোয়া অত্যান্ত জরুরি-এমপি সালাম মূর্শেদী

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, স্বাস্থ্য হলো সকল সুখের মূল। আর স্বাস্থ্য রক্ষার জন্য দরকার রোগ জীবানু থেকে দূরে থাকা। তাই সুস্থতার জন্য হাত ধোয়া অত্যান্ত জরুরি। এই হাত ধোয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিবিধ কারণে হাত নোংরা হয়ে প্রতিদিন হাজারো জীবাণু দেহে সংক্রমিত হয়। তাই নিয়মিত দিনে কমপক্ষে পাঁচবার সঠিক নিয়মে হাত ধোয়া দরকার। শিশুদের হাতে ময়লা বেশি থাকে এবং নিজের অজান্তেই মুখে হাত দেয়। তাই শিশুরা হাত না ধুয়ে খেলে পেড়ের পিড়াসহ অন্যান্য রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। একারণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার অভ্যাস তৈরি করতে হবে। কেননা বাবা মাযের পর শিক্ষকদের অবস্থান। এই শিক্ষকরা কোন কিছুতে অভ্যস্ত করলে শিক্ষার্থীরা তা ভালভাবে গ্রহণ করে।

১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় হাত ধোয়া দিবসের আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী।

জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস, এম মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সদস্য মুস্তাফিজুর রহমান, জেজেএস বিডব্লিউএসই এলাকা প্রকল্প সমন্বয়কারী জিয়া আহমেদ, কমিউনিটি মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ফারুক আল মাসুদ, সিএইচপি সুমিত্রা হালদার, সেলিনা খাতুন, নাসরিন আক্তার, সাংবাদিক আজিজুল ইসলাম প্রমূখ।

 

দাকোপে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ)  প্রতিনিধি

“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, ইউপি সদস্য কনিকা রায়, কৃষক আশিতোষ মিস্ত্রী প্রমুখ। এর পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 

রামপালে ধর্ষণ মামলার আসামি আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল থানা পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযান চালিয়ে তামিম হাসান সুজন (২৫) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর)  সকল ৮ টায় উপজেলার কুমলাই কেয়ারের মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তামিম কুমলাই কেয়ারের মোড়ের জিন্নাত শেখের ছেলে। ওই একই দিন আটককৃত আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গত ইংরেজি ২৫ সেপ্টেম্বর বিকাল অনুমান সাড়ে ৪ টায় ভিকটিম কিশোরী (১০) কে খাটের উপর ফেলে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা ১৭ অক্টোবর মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মামলা দায়ের ও আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

আওয়ামী লীগ কারো রক্ত চক্ষুকে ভয় পায় না-পলাশ

নিজস্ব প্রতিনিধি

খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ বলেছেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। বাংলাদেশ আওয়ামী লীগ কারো দাসত্ব বা গোলামী করে না। মানুষের ভাগ্য নিয়েও খেলা করে না। বরং আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে জানে। আর আপনারা তো দুর্নীতির রেকর্ড গড়ে এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। দুর্নীতির দায়ে আপনাদের নেত্রী কারাবন্দি রয়েছে। আর তার সোনার ছেলে মামলার বোঝা ঘাড়ে নিয়ে বিদেশে পালিয়ে থেকে বড় বড় বুলি আওড়াচ্ছে। ওইসব ফাঁকা আওয়াজ দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না।

তিনি বলেন, জনগণ আপনাদেরকে হাড়ে হাড়ে চেনে। আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের সংগঠন। যিনি বাঙালি জাতিকে পরাশক্তির হাত থেকে বাঁচাতে আন্দোলন সংগ্রাম করে বারবার কারাবরণ করেছেন। জাতিকে দিয়ে গেছেন স্বাধীন রাষ্ট্র। আর তারই সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে গেছেন। দেশবাসীকে দিয়েছেন উন্নত জীবন ব্যবস্থা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

আগামী ৯ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ১৭ অক্টোবর দুপুরে খুলনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে কাজদিয়া বাজার, উপজেলা সদর এবং থানার মোড় বাজার প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আয়ূব মল্লিক বাবুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান খান শাহাজাহান কবীর প্যারিস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র, এমডি রকিব উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, প্রভাষক মনি শংকর নাগ, আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মোল্যা তাহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী জিনাত রেহেনা ময়না, আনিসুর রহমান টুকু, প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আশরাফ আলী রাজ, মাহবুব উল আলম, মোশারফ হোসেন কুট্টি, সাবেক জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, বাসুদেব রায় চৌধূরী, ইউপি সদস্য আশাবুর মোড়ল, সংরক্ষিত ইউপি সদস্য রেশমা আক্তার, যুবলীগ নেতা ব্রজেন দাস, প্রদীপ বিশ্বাস, মোল্যা কামরুল ইসলাম, সাইদুর রহমান ছগির, শামীম হাসান তুহিন, জামাল ফকির, নাজমুল ইসলাম শিমুল, আবু আহাদ হাফিজ বাবু, জিয়াউল আহসান লিপন, বাদশা মিয়া, শাহরিয়ার হোসেন মানিক, শারাফাত হোসেন উজ্জল, ইউপি সদস্য সোহেল মল্লিক, মোস্তাফিজুর রহমান হেলাল, কামরুজ্জামান পাপলু, লিটন বিশ্বাস খোকন, মহসিন হোসেন পাইক, হাফিজুর রহমান, গোলাম মোস্তফা দুলাল, শামীম হাসান লিটন, শেখ শিমুল, ইউপি সদস্য রঞ্জু হালদার, ফরহাদ সরদার, জিয়াউল ইসলাম বিশ্বাস, যুবলীগ নেতা মেজবাবুর রহমান, মোস্তাফিজুর রহমান হেলাল, আবুল কালাম আজাদ, জাহিদুর রহমান, শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল পারভেজ, ঘাটভোগ ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আজিজুল মোল্যা, রনজিত হালদার, যুবলীগ নেতা আঃ রউফ শিকদার, তাহমিদ বাশার তিশাদ, ফারুক হোসেন, জাফর সরদার, রাজু হাওলাদার, আশিক ইকবাল, জাহিদ শেখ, মাহবুব শেখ, মিলু শেখ, আজিজ শেখ, আঃ রহিম মিনা, ছাত্রলীগ নেতা জহির আব্বাস, মুক্তাজুল ইসলাম সোহাগ, মেহেদী হাসান, আতিকুর রহমান আতিক, শরিফুল ইসলাম, শিবে রঞ্জন শিবে, গনি মল্লিক, রাজ্জাক শেখ, রবিউল ইসলাম, মাহফুজুর রহমান মানিক, শুভ শীল, বাদল, শাকিল মোল্যা, ইয়াকুব আলী, অপু,আসিফ ইকবাল, রিপন শেখ, বিদুৎ নন্দী, হাসান আলী, জহির শেখ, দীপ খান, চুন্নু রাজ, রিফাত, মাসুম শেখ, বাপ্পি রায়,আজিজুল শিকদার, প্রান্ত শীল, পলাশ চক্রবর্তী, আবরার বিশ্বাস, শামীম শেখ, আদনান শেখ।

 

কালিগঞ্জে ব্র্যাকের আয়োজনে একদিনের আর্থিক সাক্ষরতা  ট্রেনিং অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি

“এসো সবাই ট্রেনিং করি,নতুন করে জীবন গড়ি”এই প্রতিবাদ্য বিষয় নিয়ে মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক এর আওতায় সাতক্ষীরা এমআরএসসি কতৃক ১ দিনের আর্থিক স্বাক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর , ২০২৩ ক্লাইমেট ব্রীজ ফান্ড এবং কেএফডাব্লিউও ব্যাংকের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কতৃক বাস্তবায়িত “স্টেন্দেনিং ইকোনমিক রিকোভারি ক্যাপাসিটি অব ক্লাইমেট ভালনারেবল নিউ-পুওর স্পেশালি রিটার্নি মাইগ্রেন্টস্ ইমপ্যাক্টেড বাই কোভিড-১৯” প্রকল্পের অধীনে মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় উজজঅ (উরংধনষবফ জবযধনরষরঃধঃরড়হ ্ জবংবধৎপয অংংড়পরধঃরড়হ ) ট্রেনিং সেন্টারে  ০১ দিনব্যাপী “আর্থিক স্বাক্ষতা প্রশিক্ষণ” সম্পূর্ণ হয়। প্রশিক্ষণে সাতক্ষীরা  জেলার কালিগঞ্জ উপজেলার জলবায়ুর নেতিবাচক প্রভাবের কারনে ক্ষতিগ্রস্ত ও বিদেশ ফেরত ২০ জন নারী-পুরুষ অভিবাসী এবং অভিবাসী পরিবারের সদস্য  অংশগ্রহণ করেছেন।উক্ত প্রশিক্ষণে জবংড়ঁৎপব ঢ়বৎংড়হ  হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা জামান, সহকারী পরিচালক, জেলা  কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরা। তিনি সার্টিফিকেট বিতারন করা পূর্বক মুল্যবান বক্তব্য রাখেন। ব্র্যাক এর বাস্তবধর্মী কাজ সমূহকে তুলে ধরে প্রশিক্ষণার্থীদেরকে অঙ্গিকার করান সফল ভাবে নতুন ওএঅ এবং ঝগঊ তে নিয়োজিত থেকে নিজের ও পরিবারের উন্নয়ন ঘটাতে। প্রশিক্ষণের সঙ্গে যুক্ত সকলকে সাতক্ষীরা এমআরএসসির পক্ষ থেকে  অসংখ্য ধন্যবাদ জানানো হয়।

 

ডুমুরিয়ায় ব্র্যাক’র আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

“সময়ের অঙ্গীকার,কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সং¯’া ব্র্যাকের “অধিকার এখানে,এখনই” প্রকল্পের আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে এক বর্ণাঢ্য্র্যালি, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক, নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের এক ঝাঁক ইয়ূথ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গলবার সকালে উপজেলার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রী নুরানি আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল, শিক্ষক আব্দুল মতিন মোড়ল, সং¯’ার জেলা সমন্বয়কারী জিল্লুর রহমান, শিখা বসাক, শিক্ষক শেখ মাহফুজ, মোল্যা মহাব্বত হোসেন, মাসুদ রানা, পবিত্র কুমার বাছাড়, অশান্ত কুমার বাড়ই,সাথী খাতুন,দিপা বিশ্বাস,রাখি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

 

দর্শনায় চুরি হওয়া ইজিবাইক যশোরে ২ চোরসহ গ্রেফতার

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় চুরি হওয়া  ইজিবাইকসহ ২ চোরকে  পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই(নিঃ) নীতিশ বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সর মাধ্যমে সংবাদ পেয়ে  যশোর জেলার চৌগাছা থানার  ব্রাকপাড়া গ্রামে অভিযান চালায়।এসময় জেএমআই অটোগ্যাস ফিলিং ষ্টেশনের সামনে হতে চুরি যাওয়া ১টি ইজিবাইকসহ যশোর জেলার রামনগর গ্রামের সাকের আলীর ছেলে  মোঃ ইউসুফ আলী(১৯) ও তোলা গ্রামের সাত্তার গাজীর ছেলে মোঃ রেজাউল গাজী(৪৪) কে আটক করা হয়। উল্লেখ সোমবার  চুয়াডাঙ্গা সদর থানাধীন ইসলামপাড়া গ্রামের মৃত রফিকুল আলমের ছেলে রোকনুজ্জামান খাঁন (২৪)দর্শনায় যাত্রী নিয়ে দর্শনায় আসলে দর্শনা থেকে ইজিবাইকটি খোয়া যায়।পরে দর্শনা থানায় লিখিত এজাহার দায়ের করেন যে অজ্ঞাতনামা চোরেরা দর্শনা পৌর এলাকার  রেল বাজার  গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে থেকে   বাদীর ১ টি ইজিবাইক চুরি করে নিয়ে যায়। সকালে  আটককৃত দের বিরুদ্ধে   দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।

 

খুলনায় শেখ রাসেল দিবসের কর্মসূচি

তথ্য বিবরণী

আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

১৮ অক্টোবর সকাল সাড়ে আটটায় খুলনা শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউজ ময়দান পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। সকাল নয়টায় সার্কিট হাউজ মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সকাল সাড়ে ১১টায় একই স্থানে আলোচনা সভা, কেক কাটা ও শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

 

 

 

 

খুলনার দাকোপ প্রেসক্লাবের সাধারণ  সভা অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে প্রেসক্লাবের এক জরুরি সাধারণ সভা ১৬ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, সিনিয়র সহ-সভাপতি জি এম জাকির হোসেন, সহ-সভাপতি কুমারেশ বিশ্বাস, যুগ্ম সম্পাদক দীপক সরদার, দপ্তর সম্পাদক পারুল বেগম, নির্বাহী সদস্য দীপক রায়, সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফ্ফার হোসেন, সাংবাদিক স্বপন রায়, মোঃ শামীম হোসেন, জি.এম আজম, গাজী আবুল বাশার, মনিরুল ইসলাম মনি, জাহিদুর রহমান সোহাগ, এস.এম মামুনুর রশীদ, রুহুল আমীন, গাজী সরোয়ার হোসেন, মজনু ফকির, প্রবীর রায় বাপ্পী প্রমুখ। সভায় প্রেসক্লাবের সকল সদস্যকে শারদীয় দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে পূজার বোনাস দেওয়া হয় এবং পেসক্লাবের বিভিন্ন উন্নয়ন মূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

 

নৌকার পক্ষে ভোট চাইলেন জামিল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট-০৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের মালয়েশিয়া কমিটির সভাপতি মোঃ জামিল হোসাইন। মঙ্গলবার (১৭অক্টোবর) বিকেলে শরণখোলার রায়েন্দা পাইলট স্কুল মাঠে বঙ্গবন্ধু যুব সেন্টারের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ভোট চান।

স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার নেতা-কর্মীদের সামনে জামিল হোসাইন আরও বলেন, তাকে এই আসনে নৌকার মনোনয়ন দিলে ব্যাপক উন্নয়ন করবেন তিনি। কারণ তিনি কোন দুর্নীতি বুঝেননা, অন্যায় বুঝেননা। তাই আগামীতে প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন উল্লেখ করে আওয়ামী লীগ নেতা জামিল বলেন, আপনারা আমার পাশে থাকেন আপনাদের সাথে আমি আছি।

মনোনয়ন না পেলেও যিনি নৌকার মনোনয়ন পাবেন, তার পক্ষে তথা নৌকার পক্ষে তিনি থাকবেন। তাই সবার কাছে নৌকার ভোট চান এই নেতা।

জামিল হোসাইন আরও বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা শহীদ মনিরুজ্জামান বাদল আজ তাদের মাঝে নেই। সে বঁচে থাকলে তিনি শরণখোলা থেকে এমপি হতেন। আজ তিনি নেই, রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে এই শরনখোলা থেকে তিনি সংসদ নির্বাচন করতে চান। প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন বলেও আশা করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শরনখোলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন জামিল।

 

 

পাইকগাছায় পাঁচ জুয়াড়ি গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছায় নগদ টাকা ও জুয়াখেলার সরঞ্জাম সহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রতে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) অমিত দেব নাথ জানান, গোপন সংবাদে উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদ আবাসনে সরকারী ঘরে জুয়ার আসর বসেছে এম সংবাদ পাই। সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে, হাসান সরদার(৩০), নাজমুল হাওলাদার(২৭), হেলাল(২৬), হাফিজুর(৩০), হালিম মল্লিক(২৭)কে জুযা খেলা অবস্থায় আটক করা হয়। আটক ব্যক্তিদের নিকট থেকে নগদ টাকা ও তাস খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

 

 

 

ইসরাইল কর্তৃক গাজায় নিরীহ জনগণকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনপিপি, গণতন্ত্র বিকাশ মঞ্চ ও ন্যাপ ভাসানী’র নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

এনপিপি, গণতন্ত্র বিকাশ মঞ্চ ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতি বলেন, ইসরাইল সরকার কর্তৃক যুদ্ধ ঘোষণা ও মুহুরমুহ বোমবর্ষণ করে নিরীহ সাধারণ মুসলিমানদের হত্যা করে চলেছে। এর থেকে পরিত্রাণ পাচ্ছে না নারী-শিশু-বৃদ্ধ ও হাসপাতালের মুমূর্ষ রোগীরাও। সমস্ত গাজা এলাকা ঘিরে রেখে বিদ্যুৎ-পানি-খাদ্য সরবরাহ বন্ধ করে নারকীয় অবস্থার সৃষ্টি করে চলেছে। এমতাবস্থায় মুসলিম বিশ্ব এবং ওআইসি’র ইমানি দায়িত্ব নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো ও পবিত্র মসজিদুল আকসা রক্ষা করা। নেতৃবৃন্দ জাতিসংঘের প্রতি আহ্বান করেন, অনতিবিলম্বে ইসরাইলি আগ্রাহী ভূমিকা প্রতিহত করে দ্রুত যুদ্ধ বন্ধ করার। এহেন জঘণ্য, নির্মম-নিষ্ঠুর-অমানবিক ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑএনপিপি’র চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চ জোট প্রধান আলহাজ্ব শেখ সালাউদ্দিন সালু, এনপিপি মহাসচিব মোঃ ইদ্রিস চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ ভাসানী চেয়ারম্যান আব্দুল হাই সরকার, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ।

অনুরূপ বিবৃতি প্রদান করেছেন ন্যাপ ভাসানী’র খুলনা মহানগর ঊর্ধ্বতন সহ-সভাপতি আশিক-উস সালেহিন, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, উপদেষ্টা শেখ ফজলুল রহমান, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, মল্লিক আবুল বাশার, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ মোঃ তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম খাঁ (মাছ ব্যবসায়ী), প্রচার সম্পাদক শেখ মনিরুল ইসলাম মুন্না, ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার, ২৫নং ওয়ার্ড সভাপতি মোঃ শফি মল্লিক, বিশিষ্ট সমাজসেবক মোঃ হুমায়ুন কবির, এস এম খালিক, নূর মোহাম্মদ নুরু প্রমুখ।

 

নির্বাচনী ইশতেহারে দলিতদের দাবীসমূহ অন্তর্ভূক্তির লক্ষ্যে ওয়ার্কিং গ্রুপ গঠন

খবর বিজ্ঞপ্তি

আসন্ন জাতীয় নর্বিাচনে বভিন্নি রাজনতৈকি দলসমূহরে নর্বিাচনী ইশতহোর/ প্রতশ্রিুতেিত দলতিদরে দাবী সমূহ অর্ন্তভূক্তরি জন্য বভিন্নি রাজনতৈকি দলসমূহরে সাথে যোগাযোগ, লবংি এবং অ্যাডভোকিেস করার লক্ষ্যে ৩১ সদস্য বশিষ্টি ওর্য়াকংি গ্রুপ গঠন করা হয়। সোমবার (১৬ অক্টোবর) বলো ১১টায় দৌলতপুর থানাধীন রলেগিটে মহশ্বেরপাশা বসেরকারি উন্নয়ন সংস্থা দলতিরে প্রধান র্কাযালয়ে ওর্য়াকংি গ্রুপ গঠন সভা অনুষ্ঠতি হয়। ওর্য়াকংি গ্রুপরে আহবায়ক হসিাবে নর্বিাচতি হন জনাব সলিভি হারুন। এছাড়াও ওর্য়াকংি গ্রুপরে অন্যান্য সদস্যবৃন্দরা হলনে  বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমটিরি সভাপতি জনাব শখে আশরাফুজ্জামান, সম্প্রীতি ফোরামরে সহ-সভাপতি জনাব মীনা আজজিুর রহমান,  সুশাসনরে জন্য নাগরকিরে বভিাগীয় সমন্বয়কারী জনাব মাসুদুর রহমান মঞ্জু, সম্প্রীতি ফোরামরে সদস্য-সচবি জনাব সাবরি খান, খুলনা নাগরকি সমাজরে প্রতনিিিধ অ্যাডভোকটে মোঃ বাবুল হাওলাদার, মাহন্দ্রেনাথ সনে, অ্যাডভোকটে মুজাহদিুল ইসলাম শামীম, দলতি যুব ঐক্য পরষিদরে সভাপতি সুব্রত দাস, বাংলাদশে দলতি পরষিদরে সভাপতি কালপিদ দাস, ট্রান্সজন্ডোর এক্টভিটিস উত্থান রায় সহ অন্যান্য এনজওি প্রতনিধি,ি সবিওি প্রতনিধি,ি মানবাধকিার র্কমী, সাংবাদকি, আইনজীবী, সম্প্রীতি ফোরামরে সদস্যবৃন্দ ও দলতি লডিার প্রমুখ।

 

ওর্য়াকংি গ্রুপ গঠনরে মূল উদ্দশ্যে হলোঃ বভিন্নি রাজনতৈকি দলসমূহরে সাথে যোগাযোগ করা, বভিন্নি রাজনতৈকি দলসমূহরে নর্বিাচনী ইশতহোর/প্রতশ্রিুতেিত দলতিদরে দাবী সমূহ অর্ন্তভূক্তরি লক্ষ্যে বভিন্নি রাজনতৈকি দলসমূহরে সাথে  লবংি এবং অ্যাডভোকিেস র্কাযক্রম পরচিালনা করা, বভিন্নি রাজনতৈকি দলসমূহরে কাছে দলতিদরে দাবী সম্বলতি স্মারকলিিপ প্রদান সহ সময় এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষপে গ্রহণ করা, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদীয় নর্বিাচনরে রাজনতৈকি দলসমূহরে ইশতহোরে দলতিদরে নম্নিলখিতি দাবী-দাওয়া সমূহ অর্ন্তভূক্তরি লক্ষ্যে ওর্য়াকংি গ্রুপ সক্রয়িভাবে কাজ করব,ে রাজনতৈকি দলগুলরি প্রত্যকেটা কমটিেিত ২ জন করে দলতি প্রতনিিিধ অর্ন্তভূক্ত করতে হব,ে প্রস্তাবতি বষৈম্য বেিলাপ আইনে বষৈম্যরে সংগা নর্ধিারণ র্পূবক দলতি সম্প্রদায়রে নাম উল্লখে করতে হব,ে প্রতশ্রিুত সংখ্যালঘু কমশিন আসন্ন দ্বাদশ সংসদে গঠন করতে হব,ে উচ্চ মাধ্যমকি র্পযন্ত নরিবচ্ছিন্নি শক্ষিা চালু রাখার জন্য দলতিসহ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য শক্ষিাঋণ প্রকল্প চালু করা, র্কমসংস্থান ব্যাংকরে মাধ্যমে দলতিসহ অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে দলতি উল্লখের্পূবক সহজর্শতে বনিেিয়াগ প্রকল্প চালু রাখা।

ইউএসএইড এর প্রমোটংি অ্যাডভোকিেস এন্ড রাইটস (পার) র্কমসূচি কাউন্টারর্পাট ইন্টারন্যাশনাল এর কারগিরি সহযোগতিায় দলতি সংস্থা দলতি জনগোষ্ঠীর অধকিার আদায়রে লক্ষ্যে স্ট্রনেদনেংি অ্যাডভোকিেস ইনশিয়িটেভি অফ দলতি কমউিনিিট (সইেড) এ প্রকল্পটি বাস্তবায়ন করছ।ে এই প্রকল্পরে মাধ্যমে ৩১ সদস্য বশিষ্টি ওর্য়াকংি কমিিট গঠতি হয়।

 

ঝিনাইদহে পেশাদার চালকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদাণ

ঝিনাইদহ প্রতিনিধি

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ শ্লোগানে ঝিনাইদহে পেশাদার চালকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদাণ করা হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে পেশাদার চালকদের বিনামূল্যে চক্ষু, রক্তচাপ ও র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) পরীক্ষা করা হয়। গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র আয়োজনে মোটরযান পরিদর্শক (ইঞ্জি:) এস. এম. সবুজ এর সঞ্চলনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান। বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পরিচালক জে এম রশিদ, জেলা ট্রাক, ট্রাক্টর, ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমীক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু। সেসময় শতাধীক পেশাদার চালক বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করে।

 

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সদর উপজেলার হিরাডাঙ্গা-সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ওই গ্রামের মনিরুল ও রাশেদের সমর্থক এবং আবুল বাশার আলমের সমর্থক ইব্রাহিম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সোমবার দুপুরে ৩০/৩৫ জন সংঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিমের বাড়িতে হামলা করে। সে সময় বাড়িঘর ভাংচুরসহ স্বর্ণালঙ্কার, গাভী গরু নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

এছাড়াও পুলিশ এর সহযোগিতায় কিছু মালামাল স্থানান্তর করার সময় মালামাল গুলো কুপিয়ে ও ভেঙ্গে তছনছ করে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় ইব্রাহিম হোসেন বাদী হয়ে সোমবার রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণকে হুকুমের আসামী করে সদর থানায় ৩২ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছে।

এ ব্যপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দিন জানান, সদর উপজেলার হিরাডাঙ্গা-সুরাপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বাড়িঘর ভাংচুরের কথা শুনেছি। তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঝিনাইদহে পেশাদার চালকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদাণ

ঝিনাইদহ প্রতিনিধি-

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ শ্লোগানে ঝিনাইদহে পেশাদার চালকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদাণ করা হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে পেশাদার চালকদের বিনামূল্যে চক্ষু, রক্তচাপ ও র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) পরীক্ষা করা হয়। গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র আয়োজনে মোটরযান পরিদর্শক (ইঞ্জি:) এস. এম. সবুজ এর সঞ্চলনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান। বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পরিচালক জে এম রশিদ, জেলা ট্রাক, ট্রাক্টর, ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমীক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু। সেসময় শতাধীক পেশাদার চালক বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করে।

 

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর লুটপাট

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সদর উপজেলার হিরাডাঙ্গা-সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ওই গ্রামের মনিরুল ও রাশেদের সমর্থক এবং আবুল বাশার আলমের সমর্থক ইব্রাহিম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সোমবার দুপুরে ৩০/৩৫ জন সংঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিমের বাড়িতে হামলা করে। সে সময় বাড়িঘর ভাংচুরসহ ড্রেসিন টেবিলের ড্রয়ারে থাকা নগদ ২ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৪ টি গাভী গরু লুট করে নিয়ে যায়।

এছাড়াও পুলিশ এর সহযোগিতায় কিছু মালামাল স্থানান্তর করার সময় মালামাল গুলো কুপিয়ে ও ভেঙ্গে তছনছ করে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় ইব্রাহিম হোসেন বাদী হয়ে সোমবার রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণকে হুকুমের আসামী করে সদর থানায় ৩২ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছে।

এ ব্যপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দিন জানান, সদর উপজেলার হিরাডাঙ্গা-সুরাপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বাড়িঘর ভাংচুরের কথা শুনেছি। শুনামাত্র তার্থক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

দাকোপ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

দাকোপ প্রতিনিধি

দাকোপ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, করুনা কান্তি সরকার,শেখ সেলিম আহম্মেদ, ইফতেকার হোসেন, ইউপি সদস্য কনিকা রায়, সার ও বীজ ডিলার ইবাদুল শেখ, দেবাশিষ সাহা, কৃষক আশুতোষ মিস্ত্রী প্রমুখ।

 

দাকোপে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

দাকোপ প্রতিনিধি

“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, ইউপি সদস্য কনিকা রায়, কৃষক আশিতোষ মিস্ত্রী প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।