২০০৭ বিশ্বকাপের পুনরাবৃত্তির অপেক্ষায় বাংলাদেশ

4
Spread the love

স্পোর্টস ডেস্ক।।
ক্রিকেটে বাংলাদেশ-ভারত লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। আর সেই লড়াইটা যদি হয় বিশ্বকাপের মতো ইভেন্টে, তবে তো কথাই নেই! ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে দারুণ এক অর্জন আছে বাংলাদেশের। ২০০৭ সালে ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শচীন টেন্ডুলকার-রাহুল দ্রাবিড়দের ৫ উইকেটে বিধ্বস্ত করেছিল টাইগাররা। এবার ভারতে চলমান আসরে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে ২০০৭-এর পুনরাবৃত্তি ঘটাতে বদ্ধপরিকর সাকিব বাহিনী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

২০০৭ সালে প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। দুদলের প্রথম দেখাতেই বিশ্বকাপের মঞ্চে ভারতকে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ তিন আসরে ভারতের বিপক্ষে জয় বঞ্চিত রয়েছে টাইগাররা।

বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয়বারের মতো ভারতকে হারানোর স্বপ্নে বিভোর বাংলাদেশ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে ধরাশয়ী হওয়ার পর এবার রোহিত শর্মাদের হারিয়ে ২০০৭-এর পুনরাবৃত্তি ঘটানোই লক্ষ্য টাইগার শিবিরে।

বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত ওয়ানডে সংস্করণে মোট ৪০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জয় পেয়েছে ৩১টি ম্যাচে এবং বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচে। এ ছাড়া দুদলের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশ ও ভারতের সর্বশেষ ১০ লড়াইয়েও এগিয়ে রয়েছে রোহিত-কোহলিরা। তাদের ৬ জয়ের বিপরীতে টাইগারদের জয় ৪টিতে। সবশেষ এশিয়া কাপে ভারতকে হারানোর স্মৃতি রয়েছে বাংলাদেশের।