সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

64
খাবারের আশায় বসে আছে শামুকখোলের ছানা। এক ফাঁকে পাখির ছানা খুনসুটিতে মেতেছে।
Spread the love

নওয়াপাড়া অনলাইন বাজার গ্রুপের গেট টু-গেদার  অনুষ্ঠিত

তামিম আহমেদ মনির।।

যশোরের  অভয়নগরের শিল্প শহর ও বন্দর নগরী  নওয়াপাড়ায় তরুণ উদ্যোক্তাদের  নিয়ে অনলাইন বাজার গ্রুপের গেট টু-গেদার অনুষ্ঠিত  হয়। শনিবার  বিকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনলাইন বাজার গ্রুপের উপদেষ্টা ও এ্যাডঃ আরিফা সুলতানা মিতার সভাপত্বিতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  অভয়নগর থানার ওসি  এ বি এম মেহেদী মাসুদ,বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া  প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।এসময় উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা নার্গিস পারভীন, আরফিনা পারভীন এশা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অনলাইন বাজার গ্রুপের এডমিন মুহাইমিলন হোসেন মান্না।

 

 

মাগুরার মহম্মাদপুরের একটি সেতু ও দইটি সড়কের উদ্বোধন করেন মাগুরা ২ আসনের

নওয়াব আলী মাগুরাঃ

মাগুরার মহম্মাদপুরের একটি সেতু ও দইটি সড়কের উদ্বোধন করেন মাগুরা ২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার।গত শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সেতু ও সড়কের উদ্বোধন করেন।

প্রথমে উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদ অফিস থেকে কলমধারি বাজার ভায়া শ্রীপুর সড়কে নবনির্মিত  ব্রীজ উদ্বোধন করেন।

পরে ওবালিদিয়া ইউপি অফিস থেকে রাড়ীখালী হাট সড়ক এবং কাওড়া পোস্ট অফিস থেকে বানিয়াবহু মাদ্রাসা সড়কের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলিিজডির মাগুরা জেলা নির্বাহী প্রকৌশলী আ.ন.ম ওয়াহিদুজ্জামান,মহম্মাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হেল কাফি,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, এলজিইডির মহম্মাদপুর উপজেলার প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমাণ্য ব্যক্তি বর্গ উপস্হিতি ছিলেন।

 

একীভূত হলো কলারোয়া প্রেসক্লাব: মিলনমেলায় ঐক্যবদ্ধতার অভিপ্রায়

সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:

মান অভিমান ভুলে কলারোয়া প্রেসক্লাবের দুই গ্রুপ আবারো এক হলো। নতুন করে পথ চলা শুরু করলো একই সাথে প্রেসক্লাবের ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে।

 

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা মোড়স্থ কলারোয়া প্রেসক্লাবের কার্যালয়ে এই ঐতিহাসিক মিলনমেলায় শামিল হন প্রেসক্লাবের ভেঙে যাওয়ার আগের সকল সদস্য ও বর্তমান সদস্যরাও। ঐক্য ও সততার অটুট বন্ধনে আবদ্ধ হতে উপস্থিত সকলে এক বাক্যে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলো চলার অভিপ্রায় ব্যক্ত করেন। সে সময় পুরনো সকল ভেদাভেদ ভুলে প্রেসক্লাব ও সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের স্বার্থে একীভূত হয় প্রেসক্লাবের দুই অংশের সাংবাদিকরা। পুনর্গঠন করা হয় নতুন আহবায়ক কমিটি। ক্লাবের উন্নতিকল্পে সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয় সম্মিলিতভাবে। সাংবাদিকদের এই মিলন মেলায় উপস্থিত হন পেশাজীবী প্রথিতযশা কয়েকজন। পরে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন সকলে। একিভূতকরণ ঐতিহাসিক এই সভায় সভাপতিত্ব করেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক ও লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম। যুগ্ম আহ্বায়ক সরদার জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া ক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ, সিনিয়ার সাংবাদিক এমএ সাজেদ, আতাউর রহমান, আরিফ মাহমুদ, সুজাউল হক, সাইফুল ইসলাম, আবু রায়হান মিকাইল, মনিরুল ইসলাম মনি, ওহিদুজ্জামান খোকা, শফিকুর রহমান, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান সোহাগ, জুলফিকার আলী, রাজু রায়হান, দেবাশীষ চক্রবর্তী বাবু প্রমুখ। বিশেষ আমন্ত্রণে উপস্থিত হন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশসহ অনেক।সভায় নতুন আহবায়ক কমিটি পুনর্গঠনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেনকে ক্লাবের হিসাব নিকাশ ও কাগজপত্র দেখভালের লক্ষ্যে আহবায়ক কমিটির হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়া পুনর্গঠিত আহবায়ক কমিটিতে আছেন- আহবায়ক অধ্যাপক এমএ কালাম, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ রাশেদুল হাসান কামরুল, যুগ্ম আহবায়ক সরদার জিল্লুর রহমান, সদস্য এমএ সাজেদ, আরিফ মাহমুদ, সুজাউল হক, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ।

 

দর্শনার হত্যা মামলার আসামী ১২ বচর পর ঢাকা  আশুলিয়া থেকে গ্রেফতার

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দর্শনার কালুপোলের  হত্যা মামলার পলাতক আসামী ১২ বছর  আত্নগোপন থাকার পর ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

 

শনিবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শিহাব উদ্দিন, সাজ্জাদ হোসেন, সহকারী সাব-ইন্সপেক্টর মোঃ রজিবুল হক, রমেন সরকার তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায়   অভিযান চালায়।এসময়  হত্যা মামলার আসামী একযুগ ধরে নিজ নাম ও ঠিকানা পরিবর্তন করে আত্নগোপনকারী পরোয়ানাভুক্ত দর্শনা থানাধীন কালুপোল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে  মোঃ নবীছ উদ্দিন(৩৫)কে গ্রেফতার করে। দুপুরে বিচারার্থে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করে।

 

 

দর্শনার হত্যা মামলার আসামী ১২ বচর পর ঢাকা  আশুলিয়া থেকে গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনার কালুপোলের  হত্যা মামলার পলাতক আসামী ১২ বছর  আত্নগোপন থাকার পর ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

 

শনিবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শিহাব উদ্দিন, সাজ্জাদ হোসেন, সহকারী সাব-ইন্সপেক্টর মোঃ রজিবুল হক, রমেন সরকার তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায়   অভিযান চালায়।এসময়  হত্যা মামলার আসামী একযুগ ধরে নিজ নাম ও ঠিকানা পরিবর্তন করে আত্নগোপনকারী পরোয়ানাভুক্ত দর্শনা থানাধীন কালুপোল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে  মোঃ নবীছ উদ্দিন(৩৫)কে গ্রেফতার করে। দুপুরে বিচারার্থে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করে।

 

চারুপীঠ একাডেমি কেশবপুর এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর)

চারুপীঠ একাডেমি কেশবপুর  এর আয়োজনে  শনিবার মধ্যকূল প্রতিবন্দী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  গাছের চারা বিতরণ করেন চারুপীঠ একাডেমি পরিচালক সাংবাদিক  উৎপল দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুপীঠ একাডেমির সহ সভাপতি লেখক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মধ্যকূল প্রতিবন্দী উন্নয়ন সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিম ও আমরা সাজাবো কেশবপুরের সভাপতি কামরুজ্জামান রাজু।

অনুষ্ঠান শেষে  মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাা সদস্য  ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৫ টি গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছের চারার মধ্যে ছিল আম, কাগজী লেবু, পেয়ারা,কদবেল।

 

সাতক্ষীরা লাবসা ইউপির মেসার্স অন্তরা ট্রেডার্স কর্তৃক বিসিআইসির সার পাচারের অভিযোগ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা লাবসা ইউপির ঠিকাদার প্রতিষ্ঠান  মেসার্স অন্তরা ট্রেডার্স কর্তৃক বিসিআইসির ৩০ বস্তা এমওপি সার পাচারের অভিযোগ উঠেছে।জানা গেছে, শনিবার ১৪ই অক্টোবর সকাল ১১ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়নের বিসিআইসির ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স অন্তরা ট্রেডার্সের প্রোপাইটর এস এম শাহারিয়াজ হোসেন তার নিজ প্রতিষ্ঠান থেকে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ০১ নম্বর বাশদহা ইউনিয়নের বাশদহা বাজারের মেসার্স রনি এন্টারপ্রাইজে করিমন ভ্যান যোগে ৩০ বস্তা এমওপি সার পাচারকালে স্থানীয়দের হাতে আটক হয়। পরে লাবসা ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা আনিসুর রহমানকে জানালে তিনি পাচারকৃত পটাশিয়াম সার উদ্ধার করে।তথ্য অনুসন্ধানে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক ১ টি করে বিসিআইসি সার ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। নিয়োগকৃত ঠিকাদার প্রতিষ্ঠান তার ইউনিয়নের কৃষকদের মাঝে সরকার নিধারিত মূল্য পরিশোধের মাধ্যমে সার বিক্রয় করবে। কিন্তু অন্তরা ট্রেডার্সের স্বত্বাধিকারী সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেনকে মোটা অংকে ম্যানেজ করে অধিক মুনাফা লাভের আশায় প্রতিনিয়ত জেলার ও উপজেলার অন্যান্য এলাকায় সার বিক্রয় করছে। এতে সারের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ফলে সরকারি সার পাচ্ছেনা লাবসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রকৃত কৃষক। চাষের প্রয়োজনে চড়া মূল্যে খুচরা সার বিক্রেতাদের কাছ থেকে সার কিনতে বাধ্য হচ্ছে কৃষকরা। সার স্বল্পতায় ভালো ফলন না পেয়ে কৃষি থেকে কৃষক মুখ ফিরিয়ে নিচ্ছে।স্থানীয় একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন, মেসার্স অন্তরা ট্রেডার্স  দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার সার বাশদহ, আগরদাঁড়ী, শিবপুর, ঝাউডাঙ্গাসহ পাশ্ববর্তী উপজেলা কলারোয়াতে পাচার করে আসছে। যা নিজ মুখেই  মুখেই স্বীকার করেছে বিসিআইসি সার ডিলার এস এম শাহারিয়াজ হোসেন।ভুক্তভোগী কৃষক রেজাউল, শহিদুল, আবেদার বলেন, লাবসার সার ডিলার যদি সাতক্ষীরা পৌর এলাকার রসুলপুরে অফিসের কর্যক্রম চালায় তা হলে আমরা সার পাবো কোথায়! আমাদের এলাকার  সার আমরা পাইনে, পায় অন্য এলাকার মানুষ। কৃষি ফসলে প্রতিনিয়ত লসের পরে আছি। আমরা ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স অন্তরা ট্রেডার্স এবং উপজেলা কৃষি অফিসারের শাস্তির দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। এ ঘটনায় লাবসা ইউনিয়ন বিসিআইসি ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স অন্তরা ট্রেডার্স এর স্বত্বাধিকারী এস এম শাহারিয়াজ হোসেন এর সাথে আলাপকালে তিনি বলেন, এখন কার সার আমি বাশদহ বাজারে পাঠাচ্ছি। লাবসা ইউপির সার বাশদহ, ঝাউডাঙ্গা, কলারোয়াসহ আন্যান্য জায়গায় বিক্রির করেন এমন প্রশ্নে তিনি বলেন, বিক্রয় করিনা তবে উপজেলা কৃষি অফিসার মনির স্যারকে বলে অন্যান্য ডিলারদের সাথে আদান প্রদান করি।

এ বিষয় লাবসা ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা আনিসুর রহমান এর সাথে আলাপকালে তিনি বলেন, আমি পটাশিয়াম সার এর ৩০ বস্তা উদ্ধার করে ঠিকাদার প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিচ্ছি।

এ ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমি অফিসিয়াল কাজে বাহিরে আছি তবে বিষয়টি শুনেছি আগামীকাল সকালে এ বিষয়  আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে জানাবো। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ যোহরা এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি সরেজমিন বার্তা প্রতিবেদককে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। এ ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এর সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

গদাইপুরে বৃদ্ধার জায়গা জমি আত্নসাত করতে চেক প্রতারণার মামলা

কপিলমুনি প্রতিনিধি।

এবার ষাটোর্ধ এক বয়োবৃদ্ধার জায়গা জমি থেকে উচ্ছেদ ও বেদখল করতে হামলা ও একের পর এক মামলায় জড়িয়ে রীতিমতো হয়রানি করে চলেছে আনোয়ার হোসেন নামে এক প্রতিবেশী। ইতোমধ্যে ডজনখানেক মামলার ঘানি টানতে কোর্ট বারান্দায় দিন কাটছে তার। সরলমনা বৃদ্ধ ওয়াজেদ আলী যাকে পান জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন ও আকুতি জানাতে থাকেন সমাজের মানুষের কাছে। আর এমন ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনির পাশ্ববর্তী গদাইপুর ইউপির চেচুয়া গ্রামে। জানাগেছে, কপিলমুনির পার্শ্ববর্তী গদাইপুরের চেঁচুয়া গ্রামে ষাটোর্ধ বয়োবৃদ্ধ ওয়াজেদ আলীর নামে বর্তমানে রয়েছে প্রায় ডজন খানেক অভিযোগ। একাধিক মামলা, জিডি ও সর্বশেষ তার দীর্ঘদিনের ক্ষুদ্র ব্যবসাটুকু কলঙ্কিত করতে ছাড়েনি প্রতিবেশী আনোয়ার। আয়ের উৎস মাছের ব্যবসাটুকু বন্ধ করতে সর্বাত্মক চেষ্টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করে হয়রানি করেছেন বলে জানান তিনি। এবার চেক প্রতারণার মামলা করে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে আনোয়ার হোসেন নামের ওই ব্যাক্তি।

 

কাগজপত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানযায়, শুধুমাত্র জায়গা জমির বিরোধের জের ধরে জমি আত্মসাতের জন্যই হয়রানি মুলক মামলাগুলো করেছে প্রতিবেশী আনোয়ার। ভুক্তভোগী বৃদ্ধা ওয়াজেদ আলী জানান, ১৯৯৪ সালে চেঁচুয়া মৌজায় সাবেক ৬ নং খতিয়ানে দাগ নং ৫৭, ৫৮ ও জমির পরিমান ২৩ শতকের মধ্যে পৌনে ৬ শতক সম্পত্তি মৃত সরূপ মোড়লের পুত্র মুজিবর রহমান মোড়ল ও মুলতান মোড়লের কাছ থেকে ৮৭৩ নং কবলা দলিলমুলে খরিদ করে সেখানে দীর্ঘদিন যাবৎ ভোগদখল ও শান্তিপূর্ণ বসবাস করে আসছেন তিনি। বৃদ্ধা ওয়াজেদ শরীকাংশের জমি ক্রয় করায় আনোয়ার তার বাস্ত সম্পত্তির কিয়দাংশ দখল ও একলপ্তা করে নিতে চেষ্টা করে, বিনিময়ে বৃদ্ধা ওয়াজেদ কে বিভিন্ন দাগ দিয়ে তা পুরণ করে নেওয়ার প্রস্তাব দেয় আনোয়ার। বৃদ্ধা ওয়াজেদ আলীর বসবাসকৃত বসত ভিটার স্বল্প জমি বিধায় টুকরো টুকরো করে ভীন্ন দাগে গেলে বসবাসের অনুপযোগী হওয়ার কথা ভেবে বৃদ্ধা ওয়াজেদ আলী তার প্রস্তাব প্রত্যখ্যান করেন। ঘটনা এতটুকুই মাত্র। এরপর থেকে শুরু হয় অত্যাচার ও নানান হয়রানির খেলা। ইতোমধ্যে বৃদ্ধা ওয়াজেদ আলীর স্বাক্ষর নকল করে এক ভুয়া সোলেনামা সৃষ্টি করে জরিপের রেকর্ড এমনকি নামজারী করার চেষ্টা করছে আনোয়ার। সর্বশেষ ধুর্ত আনোয়ার স্বাক্ষর জালিয়াতি করা সলেহনামা উত্থাপন করে সিনিয়র সহকারী জজ আদালতে এ সংক্রান্তে একটি মামলাও করেছে। যার নাং ৩৩০/২১। ভুক্তভোগী জানান, এরপর থেকে চেক প্রতারণার এ মামলাটি উদ্ভবের মুল কারণ। চেকের বিষয়ে তিনি জানান, একই গ্রাম প্রতিবেশী মৃত মোকাম মোড়লের পুত্র আবুল কাশেম এর কাছে কিছু জায়গা বিক্রির জন্য টাকা নিয়েছিলেন তিনি। বিভিন্ন সময় গ্রহন করা টাকার বিপরীতে ডকুমেন্টস হিসেবে একটি চেক ও কয়েকটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছেন তিনি। অথচ জমি রেজিষ্টীর দিনে প্রদানকৃত স্ট্যাম্প ফেরৎ দিলেও হারিয়ে গেছে এমন অজুহাত দেখিয়ে প্রদানকৃত চেকটি ফেরৎ দেয়নি কাশেম। এক পর্যায় কিছুদিন পর প্রতিপক্ষ আনোয়ারের হাতে চেকটি হস্তান্তর করেন কাশেম। আর ওই চেকটি হাতে পেয়েই ধুর্ত আনোয়ার চেক প্রতারণার দায় চাপিয়ে আদালতে মামলা করে। যার নং ১০০৩/২২। বৃদ্ধা ওয়াজেদ জানান, আনোয়ারের সাথে জায়গা জমি নিয়ে দেওয়ানী আদালতে মামলা চলমান। বিরোধ থাকাবস্থায় তার সাথে কিভাবে লেনদেন ও চেক হস্তান্তরের ঘটনা ঘটলো আমার। যা কোন ভাবেই সম্ভব না, এটা কাশেমকে দেয়া সেই চেকের পাতা বলে দৃঢ়তার সাথে জানান বৃদ্ধা ওয়াজেদ। তিনি আরো বলেন এটা পরিকল্পিত ভাবে আনোয়ার ও কাশেম মিলে আমাকে ফাঁসাতে এই মামলা করেছে।

শুধু তাই নয়, চেক মামলাটি প্রতিষ্ঠিত করতে গত ৫/৪/২৩ তারিখে কাল্পনিক গল্প তৈরি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃদ্ধ ওয়াজেদ ও তার পরিবারের সদস্যদের নামে অপর একটি মামলা করে আনোয়ার। যার নাং ৪০৬/২৩। এ বিষয়ে আনোয়ারের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি। ভুক্তভোগী ওয়াজেদ আলীর এমন বিষয়টির গভীরে অনেক স্পর্শকাতর ও পরিকল্পিত হয়রানিকর ঘটনাবহুল তথ্য লুকায়িত রয়েছে। যার সঠিক তদন্ত হওয়া জরুরী বলে মনে করেন তিনি। এ বিষয়ে স্থানীয় প্রশানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওয়াজেদ ও তার পরিবার।

 

মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শনিবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র খুলনা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাজারে গুণগত, মানসম্মত পণ্যের সরবরাহ ও ক্রয়-বিক্রয় নিশ্চিতে বিএসটিআই’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল পণ্যের নিরাপত্তা ও মান নিশ্চিত করা জরুরি। পণ্যের মান নিশ্চিত না করা গেলে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, সকল ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য। মানসম্মত পণ্য উৎপাদন ও বিক্রয় হচ্ছে কিনা তা বিএসটিআইকে সক্রিয়ভাবে যাচাই করতে হবে। উৎপাদন থেকে খাওয়ার টেবিল পর্যন্ত সকল পণ্যের মান ঠিক রেখে উৎপাদন করা প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করতে সকল সেক্টরকে একসাথে কাজ করার আহবান জানান প্রধান অতিথি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড ও ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহসভাপতি মোঃ নাসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী মোঃ সেলিম রেজা। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (সিএম) মোঃ আলাউদ্দিন হুসাইন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সারথী ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী মোঃ মতিয়ার রহমান, বসুন্ধরা সিমেন্ট মিলস লিঃ এর ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন এবং খালিশপুর জুয়েলারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম অভি। এসময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

 

ডুমুরিয়ায় ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ জাহিদুর রহমান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাতে খুলনা সাতক্ষীরা মহাসড়কের এমএ লতিফ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার রাতে ঘটনা¯’লে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা সদরের মতলেব হোসেনের ছেলে জাহিদুর রহমান কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ব্যবসায়ী কাজে ব্যবহৃত একটি ঝটতটকও ১৫০ ঈঈ মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

 

নড়াইল জেলা বিএনপির অনশন কর্মসূচি পালিত

তাহের, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বর্তমান সরকারের পদত্যাগ এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরনসহ এক দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে নড়াইল জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে শহরতলীর মালিবাগ মোড়ে এ কর্মসূচি পালন করেন। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, যুগ্ম-সম্পাদক আলী হাসান, অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি প্রমূখ। এসময় বক্তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দেয়া এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরন জোর দাবি জানান। এসময় জেলা, উপজেলা বিএনপির ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

 

 

কালিগঞ্জ প্রেসক্লাবে ফ্রেন্ডশিপ হাসপাতাল এর ফ্রি মেডিকেল ক্যাম্প

তাপস কুমার ঘোষ, (কালিগঞ্জ) প্রতিনিধিঃ

বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে আপনার দোড়গোড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে কালিগঞ্জ প্রেসক্লাব। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী স্বাস্থ্যসেবা গ্রহন করেছেন। ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডাঃ মুজাহিদুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোমতাজ হোসেন মন্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, বীর মুক্তিযোদ্ধা শেখ মনির উদ্দিন আহমেদ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ,, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, প্রেসার, ডায়াবেটিস এবং ওজন পরিমাপ সেবা প্রদান করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোজাহিদুল হক, মেডিসিন ও শিশু বিষয়ক অভিজ্ঞ ডাঃ মোঃ শাহরিয়ার হাসান, গাইনি অভিজ্ঞ ডাঃ সানজানা পারভিন, মেডিকেল এসিস্ট্যান্ট আই, সাব্বির আহম্মেদ, সমন্বয়ক ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের কো অর্ডিনেটর শাহিনুর রহমান।

 

চুয়াডাঙ্গায় বিএনপির  অনশন কর্মসূচী পালন

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্হায়ীমুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে

অনশন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার  সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অনশন কর্মসূচী   চুয়াডাঙ্গা শহরের সাহিত্য পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনশন কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল জব্বার সোনা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, জেলা  বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। অনশন কর্মসূচীতে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার  বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।পরে দুপুর ২ টায় নেতাদের  জুস খাইয়ে  অনশন কর্মসূচীর সমাপ্তি হয়।

 

 

 

খুলনায় বিএসটিআই’র বিশ্ব মান দিবস-২০২৩ পালন

খবর বিজ্ঞপ্তি

“বিশ্ব মান দিবস-২০২৩” উপলক্ষে খুলনা বিএসটিআই’র বিভাগীয় অফিসের সভাকক্ষে পরিচালক ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হুসেইন খাঁন (শিক্ষা ও আইসিটি), খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, (প্রশাসন ও অর্থ), ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ- সভাপতি  নাসিমউদ্দিন  এবং খুলনা ক্যাবে’র সাধারণ সম্পাদক এম নাজমুল আলম ডেভিড।

 

এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য হলো ‘‘ ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ-ঝঃধহফধৎফং ভড়ৎ’ ঝউএঝ অর্থাৎ সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে-মান’ ।

 

সভায় খুলনা বিএসটিআই পরিচালক ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার স্বাগত বক্তব্যে বিএসটিআই’র সার্বিক কর্মকান্ড তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন যে, বিএসটিআই বিভাগীয় অফিস খুলনাতে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, ফলে খুলনা বিভাগের জনগণকে অধিকতর ও দ্রুততম সময়ে সেবা প্রদানে বিএসটিআই’র সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিএসটিআই’র সেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দেয়ার লক্ষ্যে যশোর ও কুষ্টিয়া জেলায় অফিস স্থাপনের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে।

 

তিনি আরও উল্লেখ করেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে যাতে দেশীয় পণ্য অধিক হারে প্রবেশ করতে পারে সে লক্ষ্যে বিএসটিআই আন্তর্জাতিক মান অফড়ঢ়ঃ করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অপপৎবফরঃধঃরড়হ এর আওতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে বিএসটিআই’র কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে।

 

প্রধান অতিথি মোঃ তবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, আর্থ সামাজিক প্রেক্ষপট বিবেচনাপূর্বক বিএসটিআই’র মনিটরিং কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার উপর জোর দিতে হবে। সঠিক মান বজায় রেখে পণ্য উৎপাদন, সেবা এবং প্রক্রিয়া এই তিনটি বিষয় নিশ্চিত করতে পারলেই আন্তর্জাতিক মান দিবসের স¦ার্থকতার বহিঃপ্রকাশ ঘটবে। পাশাপাশি পরীক্ষণ কার্যক্রমের জন্য সঠিক যন্ত্রপাতির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে কাঙ্খিত সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও বিএসটিআই’র কার্যক্রমকে অধিক পরিমানে প্রচার-প্রচারণা এবং সম্প্রসারণের কথা বলেন।

 

বিশেষ অতিথি মোঃ নাজমুল হুসেইন খাঁন বলেন, টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে আমরা যে স্বপ্ন দেখছি, সে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে মানের জায়গায় আমরা কোন আপোষ করবো না। বিএসটিআই এবং জেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্টের মাধ্যমে পণ্যের মান নিয়ন্ত্রনে এবং এ সংক্রান্ত আইনি বিষয়ে সর্বদা সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও গুণগত মানের ক্ষেত্রে উৎপাদনকারীর কোন অবহেলা সহ্য করা হবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।

 

এছাড়াও তানভীর আহমদ, নাসিমউদ্দিন, এবং এম নাজমুল আলম ডেভিড খুলনা বিএসটিআই’র কার্যক্রমের ভূয়শী প্রশংসাা করেন এবং সেই সাথে বিএসটিআই’র কার্যক্রম ভোক্তা পর্যায়ে সন্তোষজনক অবস্থায় নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ প্রদান করেন।

 

উক্ত আলোচনা অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

মোংলার দিগরাজের শান্তি নগর আবাসিক এলাকায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ)  প্রতিনিধি

মোংলার দিগরাজের শান্তি নগর আবাসিক এলাকায় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর ফাইল খেলা অনুষ্ঠিত। ২০২৩ এর ১৬ দলীয় ফুটবল খেলার ফাইল খেলা ১৩ সেপ্টেম্বর  শুক্রবার ৪ টায় শান্তি নগর আবাসিক এলাকার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব বিদ্যার বহন  বনাম নিছা এফ সি স্পোর্টস একাদশ  অপরের মুখোমুখি হয়। খেলায় ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব বিদ্যার বহন ৬-০ গোলে নিশা এফ সিকে হারিয়ে বিজয়ী হন। বিজয়ী দলের অধিনায়ক বলেন ভালো খেলা হয়েছে। তাই বলতে চাই ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছি সত্যিই খুব আনন্দ লাগছে। বুড়ির ডাবুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন যুবসমাজকে মাদক মুক্ত করার জন্য এলাকাবাসীর  এই আয়োজন। কারণ আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই। এতে যুবকরা সুস্থ ও সবল মানুষ হয়ে গড়ে উঠবে। দিগরাজ শান্তি নগর আবাসিক এলাকার ছেলেরা সত্যি খুবই ভালো খেলে। তাদের খেলার প্রশংস্যা করতে হয়। তাই আমি তাদের আরো ভালো খেলার জন্য ৪ টা বল দিবো।তিনি আরো বলেন এভাবেই ভালো প্লেয়ার তৈরি হয়ে থাকে। সাথে সাথে তিনি ইউনিয়ন বাসীর সকলকে আগামী দিনে আরো ভালো খেলা দেখার জন্য মাঠে আসার জন্য আহবান জানান। খেলায় উপস্থিত ছিলেন শান্তি নগর আবাসিক এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ নাসির হাওলাদার, আব্দুল মোমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং মাঠে প্রচুর দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

 

বুড়িগোয়ালিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে আজ ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উপলক্ষ্যে বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন ও পিসিআরসিবি প্রকল এবং  কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প  এবং সিসআরসি এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ থেকে শুরু  হয়ে এলাকা ঘুরে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে আলোচনা সভা এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে শেষ করা হয় । আলোচনায় বুড়িগোয়ালিনি ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন,  “বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় একটি রোল মডেল, আমাদেরকে সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দুর্যোগ প্রশমনেও কাজ করতে হবে” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য তুলে ধরেন প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রউফ, সিসিডিবি- স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন,  সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়য়কারী সুজন বিশ্বাস, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মি: শিপলু মন্ডল । এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে  কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখিত দিবষের প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে  চিত্রাঙ্কন ও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে প্রথম দ্বিতিয় ও তৃতীয় স্থান অধিকারিদের পুরুস্কার প্রদান করেন ৯ নং বুড়িগোয়ালি ইউনিয়নের চেয়ারম্যান। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনে সহযোগিতা করার জন্য সিসিডিবি, সিসিআরসি,  কারিতাস ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন।

 

এদিকে শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদে একটি বর্নাঢ্য শোভাযত্রা শেষে আলোচনাসভায় শ্যামনগর উপাজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪ এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রমূখ।

 

প্রতিপাদ্য বিষয়ের উপর অত্যন্ত ফলপ্রসূ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু। জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগে দিন দিন বাড়ছে। একজন্য দুর্যোগ প্রশমনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

 

 

 

 

খুলনায় বিএনপির ‘অনশন’ কর্মসুচিতে আজিজুল বারী হেলাল: সরকার তলে তলে ক্ষমতা ছেড়ে দিয়ে পালানোর পথ খুঁজছেন

স্টাফ রিপোর্টার

সরকার তলে তলে ক্ষমতা ছেড়ে দিয়ে অবৈধ সম্পদ রক্ষা করতে- বাংলাদেশের জনগণকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে পালানোর পথ খুঁজছেন। তাঁর দলের দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য বিভিন্ন জায়গার দেন-দরবার করছেন উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নয়, তিনি সারা বাংলাদেশের মানুষের সম্পদ। তাঁর চিকিৎসা কোন মানবিক বিষয় নয়, কোন রাজনৈতিক বিষয় নয়, তাঁর চিকিৎসা সভ্যতা ও ভদ্রতার ব্যাপার। সারা বাংলাদেশের মানুষ আজ অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে একাট্টা হয়েছেন। তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই ঘরে ফিরবেন। সারাদেশে সনাতন ধর্মালম্বীদের পুজা শুরু হয়েছে। সরকার তলেতলে পুজামন্ডবে হামলা চালিয়ে দেশে জরুরীঅবস্থা জারি কর নির্বাচন পিছিয়ে নিতে চায়। তিনি বলেন শেখ হাসিনার অধীনে-অবৈধ নির্বাচন কমিশনের অধিনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। তত্ত্ববধায়ক সরকারের অধীনে- নিরপেক্ষ সরকারের অধীনের বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসি ইউএনওদের গাড়ি ঘুষ দিয়ে নির্বাচনের বৈতরণী পাড় হওয়া যাবে না। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় থেকে ২টা পর্যন্ত কেডি রেঘাষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে অনশন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেলাল বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান অতুলনীয়। তিনি কেবল সাবেক সফল প্রধানমন্ত্রীই নন, সাবেক প্রেসিডেন্ট ও সেনা প্রধানের স্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মিণী। দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজ তার জীবন সঙ্কটাপন্ন অবস্থায়। কিন্তু ফ্যাসিস্ট তাবেদার সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্বে থাকা অবস্থায় সরকারি টাকা ব্যায় করে নৌকার পক্ষে ভোট চেয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। প্রধানমন্ত্রী থাকাবস্থায় নির্বচনি তফসিল ঘোষনার আগে নৌকার পক্ষে ভোট চেয়ে তিনি যে সংবিধান লঙ্ঘন করেছেন তার বিচার একদিন এদেশের মাটিতে হবে। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৮ বছর। প্রবীণ বয়সেও তিনি ফরমায়েশি রায়ে বন্দি জীবন কাটাচ্ছেন। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি অত্যন্ত অসুস্থ। দীর্ঘ চার বছর তার যথাযথ কোনো চিকিৎসা হয়নি। কারাগারে অমানবিক পরিবেশেও তিনি অনেক নতুন রোগে আক্রান্ত হয়েছেন। হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনি ও চোখের সমস্যা ছাড়াও পুরনো আর্থ্রাইটিস এবং কভিড-১৯ আক্রান্ত হওয়া ও কোভিড পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। খালেদা জিয়া দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। চার দশকের বেশি সময় ধরে তিনি এদেশের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির মতো দেশের অন্যতম বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের তিনি চেয়ারপারসন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয়, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং এদেশের উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনশনে কর্মসুচিতে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় অনশন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স.ম আ রহমান, সাইফুর রহমান, বেগম রেহেনা ঈসা, এস এ রহমান বাবুল, অ্যাড. নরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক,  শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান,  চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, কে এম হুমায়ন কবির (ভিপি হুমায়ুন). হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন,  হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোল্লা সাইফুর রহমান, এস এম, এনামুল হক, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন, আসলাম পারভেজ, বিকাশ মিত্র, হাবিবুর রহমান, সেলিম রেজা লাকি, মো. মোড়ল, ফকরুল আলম, শেখ আবদুর রশিদ, চৗধুরী কাওসার আলী, শাহিনুল ইসলাম পাখি, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডা. আবদুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, অ্যাড. মাসুম রশিদ, এহতেশামুল হক শাওন, অসিত কুমার সাহা, একরামুল কবীর মিল্টন, এড. এ কে এম শহীদুল আলম, ইলিয়াস হোসেন মল্লিক, নাজির উদ্দিন নান্নু, নাজমুস সাকিব পিন্টু, আহসান উল্লাহ বুলবুল, মোল্লা এনামুল কবির, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, আনসার আলী, সুলতান মাহমুদ, নাসির খান, জি.এম.রফিকুল ইসলাম, আব্দুস সালাম, মনিরুজ্জামান লেলিন, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, আরিফুর রহমান, তারিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, সেলিম সরদার, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, সরোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম বাবু, আলী আক্কাস, শেখ ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, সরদার আবদুল মালেক, মাসুদ খান বাদল, রাহাত আলী লাচ্চু, মনির হাসান টিটু, শেখ আবুল বাশার, নুরুল আমিন বাবুল, দিদারুল হোসেন, হেলাল উদ্দিন, শামসুল বারিক পান্না, যুবদলে এবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম , আব্দুল্লাহেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী, জাসাসের নুর ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, আজাদ আমিন, শ্রমিক দলের উজ্বল কুমার সাহা, খান ইসমাইল হোসেন, আঞ্চলিক শ্রমিক দলের আলমগীর হোসেন তালুকদার, ছাত্রদলে আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, তাঁতী দলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, মহিলা  দলের এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রনু, কৃষক দলের মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আবু সাইদ,  ওয়ার্ড বিএনপি নেতা মাহবুবউল্লাহ শামীম, মোঃ আলতাফ হোসেন খান, আসাদুজ্জামান আসাদ, কে. এম মাহাবুবুল আলম, কাজী কামরুল ইসলাম বাবু, মোঃ শহীদ খান, শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, মোঃ মতলুবুর রহমান মিতুল, মোঃ শাহ্ জালাল, শেখ আব্দুল আলিম, মোস্তফা কামাল, অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নাগরিক অধিকার পরিষদের আহবায়ক মো. বেল্লাল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. মাসুদ হোসেন রনি, খুলনা পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যা. ডা, শেখ মো. আখতার উজ জামান,  বিএফইউজের সহ সভাপতি সাংবাদিক রাশিদুল ইসলাম, জাতীয়তাবাদী হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সত্য গোপাল ঘোষ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল আজিজ প্রমূখ। বেলা ২টায় বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এড. স ম বাবর আলী অনশনরত বিএনপি নেতাকর্মীদেও ফলের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।

উল্লেখ্য, দুই মাসের বেশি সময় ধরে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। গত ৯ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ড অনেক দিন ধরে তাঁর লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর জন্য তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন গত ২৫ সেপ্টেম্বর। কিন্তু সরকার সেই আবেদন নাকচ করে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।

 

দুর্বার গণআন্দোলন গড়ে তুলে এই নিশিভোটের সরকারের পতন ঘটাতে হবে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিতৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারাপসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা অত্যন্ত আশংকাজনক বলে চিকিৎসকগণ মনে করছেন। তাঁর চিকিৎসার জন্য দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে তাঁকে অতিদ্রুত এডভান্স ট্রিটমেন্ট সেন্টারে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণে দাবী জানিয়েছেন, তা নাহলে যে কেন সময়ে অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তার অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু সরকার ঠুনকো আইনের দোহাই দিয়ে বেগম জিয়ার মৃত্যু ও চিকিৎসা নিয়ে অত্যন্ত কটু অমানবিক ও নিষ্ঠুর আচরণ করছে।

প্রতিহিংসাপরায়ণ সরকার প্রধান আইসিইউতে থাকা বেগম জিয়াকে পূনরায় জেলে যেয়ে জামিন ও বিদেশ গমনের অনুমতির জন্য চেষ্টা করতে বলে অত্যন্ত কদর্য মনোভাবের পরিচয় দিয়েছেন। এমনকী তিনি বেগম জিয়ার মৃত্যু কেন বিলম্বিত হচ্ছে এমন অশালীন অভব্য মনোইচ্ছা ব্যক্ত করে বৃটেনে বসে বক্তব্য করে দেশের কোটি কোটি মানুষের ঘৃণা ও ধিক্কারের পাত্র হয়েছেন। এমন বক্তব্য ও দেশনেত্রীর চিকিৎসা প্রাপ্তির সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করে শেখ হাসিনা প্রকান্তরন্তরে বেগম খালেদা জিয়াকে হত্যা করার মনোবাসনা পূরণে উদ্ধত হয়েছেন বলে দেশের মানুষ মনে করে।

দেশের বহু রাজনৈতিক ব্যক্তি, এমনকী ক্যাসিনো দুর্বৃত্তরা পর্যন্ত এমন ক্ষেত্রে বিদেশে চিকিৎসার জন্য সুযোগ পেলেও রাষ্ট্রীয় নিষ্ঠুরতার স্বীকার দেশনেত্রী এরকম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। চরম ফ্যাসিবাদী সরকারের কাছে তাই আর কোন অনুনয় বিনয় নয়, পরম করুণাময় আল্লাহ যিনি মানুষের জীবন মরনের একমাত্র নিয়ন্ত্রক তাঁর কাছেই আমাদের চাওয়া তিনি যেন আমাদের মাতৃসম নেত্রীকে দ্রুত সুস্থ করে দেন এবং তাঁকে দীর্ঘজীবন দান করেন।

শনিবার ( ১৪ অক্টোবর) দুপুর ১২টায় সোনাডাঙ্গা থানা বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা এবং মাদার অফ ডেমোক্রেসি,  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের সভাপতিত্বকালে কথাগুলো বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন নয় ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা ও খামখেয়ালীপনায় বিচার চলছে। অপরাধীরা গায়ে বাতাস লাগিয়ে লাগামহীন আচরণ করছে আর বিরোধীদলের উপর চলছে হাজার হাজার মামলার খড়গ। ৪০ লক্ষ বিএনপি নেতাকর্মি সরকারের দেয়া মিথ্যা মামলায় আসামী। দেশবরেণ্য ব্যক্তিত্বগণও সরকারের নিষ্ঠুর হয়রানি ও অপমান অপদস্থতার স্বীকার হচ্ছে। ৯০ হাজার কোটি টাকা গত দেড়দশকে দেশ থেকে পরিবারবিশেষ ও তাদের বশংবদ লুটেরারা পাচার করে দিয়েছে তার দেশের কোটি কোটি সাধারণ মানুষ চরম দারিদ্রের স্বীকার। অর্থনীতিতে ভয়াবহ সংকট চলমান এবং আরো গভীর সংকট ধেয়ে আসছে বলে দলনিরপেক্ষ অর্থনীতিবিদগণ আশংকা ব্যক্ত করছেন।

গণতন্ত্রের লেবাস অবৈধ দখলদার সরকার অলিখিত বাকশাল ব্যবস্থায় দেশ চালাচ্ছে। দেশে বিদেশে যারাই গণতন্ত্র ও মানবিকাধিকারের বিষয়ে কথা বলছে সরকার তাদের সাথে স্থান কাল পাত্র না বুঝে শত্রুতামূলক আচরণ করে দেশকে মিত্রহীন করে ফেলছে। সরকারের যাচ্ছেতাই আচরণে আমাদের রপ্তানী বাণিজ্য এবং রেমিটেন্স এখন চরম ঝুকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করতে যাচ্ছে।

অচিরেই জনগণকে সংগঠিত করে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে এই নিশিভোটের সরকারের পতন ঘটাতে ইস্পাতকঠিন ভূমিকা রাখতে নেতাকর্মিদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। এসময় নেতৃবৃন্দ দু’হাত তুলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও তার কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা ও খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইনলাম বাবুসহ দলের গুরুতর অসুস্থ সকল নেতা-কর্মিদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের শান্তি কামনা ও বিজয়ের জন্য মহান রাব্বুল আলামিন এর নিকট প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, খায়রুজ্জামান খোকা, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, কাজী শফিকুল ইসলাম শফি, ইশতিয়াক উদ্দিন লাভলু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, শমশের আলী মিন্টু, শেখ জামিরুল ইসলাম জামিল, শেখ আকরাম হোসেন খোকন, ইশহাক তালুকদার, সরদার রবিউল ইসলাম, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, জাহিদ কামাল টিটু, বাচ্চু মীর, মিজানুর রহমান খোকন, আশরাফ হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, রফিকুল ইসলাম শুকুর, ওমর ফারুক, মেহেদী হাসান সোহাগ, সাজ্জাদ হোসেন, আব্দুল জলিল, রিয়াজুর রহমান, শামীম আশরাফ, কাজী ফজলুল কবির টিটো, মিজানুজ্জামান তাজ,  মুন্সি আব্দুর রব, নাহিদ আল মামুন, শেখ সাজ্জাদ আলী, শামীম খান, সাইমুন ইসলাম রাজ্জাক, সুলতান মাহমুদ সুমন, সাখাওয়াত হোসেন, সৈয়দ গাজী, মনিরুজ্জামান মনি, জাকারিয়া লিটন, লিটু পটোয়ারী, খান মঈনুল ইসলাম মিঠু, আনোয়ার হোসেন, নূরে আব্দুল্লাহ, আমিনুল ইসলাম বুলবুল, মাসুদ রেজা, গোলাম নবী ডালু, সেলিম বড় মিয়া, মিজানুর রহমান মিজান, হুমায়ুন কবির, গৌতম দে হারু, খান শহিদুল ইসলাম, আব্দুল হাকিম, আশরাফ ঢালী, মো. জামাল, নুরুল ইসলাম লিটন, সুমন হাওলাদার, কামরুজ্জামান সিরাজ, ইউনুচ আলী, হারুন হাওলাদার, শরিফুল ইসলাম সাগর, আসাদ সানা, হাফিজুর রহমান, কামরুল হোসেন এরশাদ, হাবিবুর রহমান কাজল, আল বেলাল, মোল্লা সোলাইমান, কাজী সেলিম হোসেন, এড. রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মাহিম আহমেদ রুবেল, এনামুল হোসেন, এড. ওমর ফারুক বনি, রাজিবুল আলম বাপ্প্,ি ফয়সাল কবির বাবু, সামসুউদ্দিন সান্নু, এস এম আলমগীর হোসেন, মোল্লা আলী আহমেদ, এম এ হাসান, নুরুল ইসলাম বাচ্চু, লিটন কুন্ডু, আনিসুর রহমান, শেখ আবুল কালাম, মঞ্জুরুল ইসলাম বনি, মনিরুল ইসলাম, ওহেদুজ্জামান, শাহনাজ, মোস্তফা জামান নোমান, মেহেদী হাসান বিপ্লব, আজাদ ভুঁইয়া, সিরাজুল ইসলাম, ইউনুচ শেখ, সোহেল খন্দকার, কামাল হাওলাদার, ওহাব শরীফ, পারভেজ মোড়ল, পি এম শহিদ, সাইদউদ্দিন বাবু, সজল আকন নাসির, সৈয়দ হুমায়ুন কবির, তানভীরুল আজম প্রিন্স, মেজবাঊল আলম পিন্টু, ইয়াসিন আরাফাত সাগর, খান দাউদ, তছির আহমেদ, আব্দুল জব্বার সরদার, মো. জনি, শেখ জামিল উদ্দিন, আজিজুর রহমান, ফয়সাল কবির বাবু, মারুফুর রহমান, রুহুল আমিন, মো. মুন্না  প্রমুখ।

 

          খুলনায় রেড ক্রিসেন্টর উদ্যোগে       ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত 

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়েছে।       দিবসটি উপলক্ষে গতকাল খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা এবং সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী কমিটির সদস্য জয়ন্তী রানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী  বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।

আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা  ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, যুব সদস্য রুমানা মৌ, আল আমিন শেখ প্রমুখ।

আলোচনা সভা শেষে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যদের অংশ গ্রহণে একটি র‌্যালি বের হয়। এরপর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট খুলনা জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

 

 

 

 

এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩ সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি

“দক্ষিণা বাতাসে যুক্তির সপ্তমী সুর” স্লোগানে ১৪ অক্টোবর ২০২৩ (শনিবার) “এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩” খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বর্ণিল এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন জনাব শরীফ হাসান লিমন, ছাত্র বিষয়ক পরিচালক,খুলনা বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব তারক চন্দ্র মন্ডল, আহবায়ক, এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ও পরিচালক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল হাসান, অধ্যক্ষ, নোয়াপাড়া সরকারি কলেজ, যশোর। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তাকদীরুল গনী, মডারেটর, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, খুলনা অঞ্চল ও সহকারী অধ্যাপক, খুলনা পাবলিক কলেজ। সভাপতিত্ব করেন জনাব একেএম শোয়েব, চেয়ারম্যান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এডিএফ বিডি)।

 

দিনব্যাপী এ উৎসবে বর্ণাঢ্য, উদ্বোধনীপর্ব, প্রদর্শনী শিশু বিতর্ক, প্লানচেট ডিবেট, সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক, ঊহমষরংয চঁনষরপ ংঢ়বধশরহম, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, উন্মুক্ত কুইজ, তারকা-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণীসহ বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে উঠে। খুলনা বিভাগের দশটি জেলার স্বনামধন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের বিতর্কপ্রেমী প্রায় ছয়শতাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ দেশসেরা বির্তর্কিকেরা।

 

ডিবেট অ্যান্ড ক্যারিয়ার স্কুলিং প্রোগ্রাম ২০২৩ এর সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে.কর্নেল মোঃ শামীমুল আহসান শামীম, অধ্যক্ষ খুলনা পাবলিক কলেজ। বিশেষ অতিথি: জনাব আশিকুর রহমান আকাশ, মহাসচিব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এ পর্বে সভাপতিত্ব করেন জনাব এম আলমগীর, মহাপরিচালক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, রেক্টর, ডিবেট এন্ড ক্যারিয়ার স্কুলিং প্রোগ্রাম।

 

উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মেহেদী নেওয়াজ, উপাধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ। সভাপতি: প্রফেসর ডঃ মিজানুর রহমান, উপাধ্যক্ষ -সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ও প্রধান উপদেষ্টা, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ- খুলনা অঞ্চল। অতিথিরা তাদের বক্তব্যে বলেন আজকের বিতার্কিকরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার।

 

বিতর্ক শিল্পকে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি যুক্তিবাদী তারুণ্যদীপ্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) অবিরামভাবে কাজ করে যাচ্ছে। একুশ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় ইতোমধ্যে ১৫টি জাতীয় বিতর্ক উৎসব, ৮টি জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব, প্রায় ৩৮ টি বিভাগীয় বিতর্ক উৎসবসহ ৬টি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব সফলভাবে সম্পন্ন করেছে। সকলের অংশগ্রহণে যুক্তি উৎসব মহামিলন মেলায় রূপান্তরিত হয়।

 

 

 

খুলনা বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

১৪ অক্টোবর শনিবার সকাল ১১টায় খুলনা বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির এক সাধারণ সভা সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির উপ-সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার বেপারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুর রব মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হায়দার পাটওয়ারী মানিক। অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কবির হোসেন এবং বিগত কমিটির বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ আব্দুল আজিজ। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন সমিতির নির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন, মোঃ জালাল হাওলাদার, মোঃ লিঠু মোল্লা, মোঃ সোলায়মান মোল্লা, ননী গোলাপ, মোঃ হেদায়েত হোসেন মাঝি, মোর্তজা মাহমুদ তুষার, মোঃ আল আমিন খান-সহ সাধারণ সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রচার ও সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ। সভার শুরুতে সমিতির প্রয়াত সকল কর্মকর্তা ও সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বড় বাজার মাছুয়া চাঁদনি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ নুরুল ইসলাম। সভায় বিগত কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে খাজা খানজাহান আলী হকার্স মার্কেট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আজম খানকে চেয়ারম্যান, চেম্বার অব কমার্স-এর পরিচালক মোঃ সোহাগ দেওয়ান ও খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির সভাপতি সত্যপ্রিয় সোমকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

 

 

খুলনায় তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ

খবর বিজ্ঞপ্তি

‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ ও ইউনিসেফের যৌথ আয়োজনে খুলনায় তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

শনিবার শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে সনদপত্র তুলে দেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো চীফ মামুন রেজা এবং বাংলাদেশ টেলিভিশন খুলনার ব্যুরো চীফ নাজমুল হক লাকি।

এর আগে বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।

হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর খুলনা প্রতিনিধি শুভ্র শচীনের সভাপতিত্বে কর্মশালার প্রশিক্ষণ পরিচালনা করেন সাংবাদিক আফরিন মিম, ইউনিসেফের প্রশিক্ষক মনিষা বিশ্বাস এবং মামিনুন নেছা শিখা।

কর্মশালায় শিশুর অধিকার, জাতিসংঘ শিশু সনদ, নারী-পুরুষের সমতা ও বাল্যবিয়ের কুফলসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। হাতে-কলমে ভিডিও ধারণ, ছবি উঠানো এবং সংবাদ তৈরি শেখানো হয়।

জেলার মাধ্যমিক পর্যায়ের ২০ শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়।

 

ফকিরহাট উপজেলা জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় ম্রমিকলীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম এর সভাপতিতত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু। প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কার সিদ্দিক। উপজেরা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শেখ আছাবুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ আব্দুল বারেক ও শেখ মাসুদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া নিপু ও উপজেলা আ’লীগের ম্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার হোসেন। সম্মেলনে শেখ সিরাজুল ইসলামকে সভাপতি ও শেখ আছাবুর রহমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে জাতীয় সঙ্গিত পরিবেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন এবং ফেষ্টুনী উড়িয়ে সম্মেলনের শুভ উদ্ভোধন করা হয়। ##

 

 

কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে যুব তরুণদের রাজপথে থাকার আহ্বান: খান আসাদুজ্জামান মাসুম

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব ইউনিয়নের ৭ দফা দাবীর ধারাবাহিকতায় ১৪ অক্টোবর ’২৩ শনিবার বিকেল ৩টায় পি সি রায় রোড (হাদিস পার্কের পশ্চিম পার্শ্বে) খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর, সাতক্ষীরা জেলা সমন্বিত খুলনা জোনের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। তিনি বলেন, এ বছর আমাদের প্রিয় বাংলাদেশের মহান স্বাধীনতার ৫২ বছর উদযাপিত হচ্ছে। আজও দেশের ১ কোটি ১০ লক্ষ প্রাতিষ্ঠানিক শ্রমিক, ২ কোটি ৩০ লক্ষ কৃষি শ্রমিক এবং আরো প্রায় ৩ কোটি ২০ লক্ষ অন্যান্য পেশার শ্রমজীবী মানুষের কারোর জন্যই রাষ্ট্রীয়ভাবে আর্থিক, সামাজিক বা স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত হয়নি। সাধারণ মানুষ ক্রমে আরো নিঃস্ব হচ্ছে। দেশের ৩% লুটেরা ধনীর বিপরীতে ৯৭% সাধারণ মানুষ। দেশের এক চতুর্থাংশ কর্মক্ষম মানুষের পূর্ণকালীন কাজের ব্যবস্থা নেই। সরকারি চাকরিতে ৯ লক্ষ ৬৯ হাজার ৪৫১ জন শূন্য পদ রয়েছে। দেশের ৪৭% উচ্চ শিক্ষিত যুবকদের কাজ নেই। দেশের বিপুল এই কর্মহীন যুবকদের সাথে করোনাকালীন পরিস্থিতিতে যোগ হয়েছে আরো এক কোটি বেকার। বাংলাদেশ অর্থনীতি সমিতি বলেছে করোনাকালে প্রায় তিন কোটি মানুষ কাজ হারিয়েছে। কমপক্ষে ১৪ লক্ষ প্রবাসী শ্রমিক বেকার হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে দেশের ৭২% মানুষের আয় কমেছে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে জনজীবনের সংকট আরো তীব্র হয়েছে। বিগত দু’টি সাধারণ নির্বাচনে দেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি। সরকার ঘনিষ্ঠ লুটেরা শ্রেণী বিদেশে অর্থ পাচারের যেন উৎসব শুরু করেছে। বিভিন্ন সংস্থার মতে প্রতি বছর বিদেশে অর্থ পাচারের পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। দেশের অর্থ লুট করে এই সরকারের ঘনিষ্ঠ লুটেরা শ্রেণী বিদেশে গড়ে তুলেছে বেগম পাড়া। সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়ন, খুলনা জেলার সাবেক সভাপতি এস এ রশীদ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ঢাকা মহানগর (উত্তর) সভাপতি ইরান মোল্লা, কেন্দ্রীয় সদস্য আবু তোয়া তপু, টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ। যুব সমাবেশের আহ্বায়ক এ্যাড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং বাগেরহাট জেলা সভাপতি শেখ কবির হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, নড়াইল জেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম শিমুল, যশোর জেলা আহ্বায়ক কিশোর কুমার কাজল, খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, খুলনা জেলা সাধারণ সম্পাদক মৌফারসের আলম লেনিন, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুবনেতা শাখাওয়াৎ হোসেন বিপ্লব, প্রভাষক রামপ্রসাদ রায়, প্লাবন পাল বাধন, জাহাঙ্গীর হোসেন, হরষিৎ মণ্ডল, ভবেশ মণ্ডল, মিঠুন মণ্ডল, জামাল হোসেন, শেখ নাভিদ হোসেন সাম্য, রাজন ফকির, শেখ রাজিবুল ইসলাম, ছাত্র নেতা সৌমিত্র সৌরভ প্রমুখ।

 

ইন্দুরকানীতে বল্ববের আঘাতে নিহত ১

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদ দাতাঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে বল্ববের আঘাতে ১ জন নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় বিরোধীয় জমিতে একই এলাকার ইসমাঈল সরদারের ছেলে ইব্রাহীম সরদার (৬০) সুপাড়ি পারতে গেলে আপন চাচাতো ভাই আজাহার আলী সরদারের ছেলে দুলাল সরদার ও বাবুল সরদার তাকে বল্বব দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে  রোগীর অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সে সন্ধ্যায়  মারা যায়। এ ব্যাপারে জিজ্ঞেসা বাদের জন্য রহিমা বেগম (৫০), হনুফা বেগম (৪৫) ও নুরজাহান বেগম (৪০)কে ইন্দুরকানী থানায় আনা হয়েছে। ইন্দুরকানী থানার এসআই আঃ জলিল জানায় একটি অভিযোগ পাওয়া গেছে  তদন্ত চলছে। তিন জন কে জিজ্ঞেসা বাদের জন্য থানায় আনা হয়েছে।

 

 

কালিয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্পর্কিত মতবিনিময় ও বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্পর্কিত মতবিনিময় ও বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে কালিয়া পৌর-কমিউনিটি সেন্টারে কালিয়া উপজেলা শিক্ষক পরিবারের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক শেখ মো: মিলটনের সঞ্চলনায়, পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা শাহীদ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি.এম. কবিরুল হক মুক্তি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা। কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইব্রাহীম শেখ। কালিয়া পৌর-মেয়র মো: ওয়াহিদুজ্জামান হীরা। কালিয়া উপজেলা শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা। ইন্সটাক্টর ইউ আর সি মো: কবিরুল ইসলাম প্রমুখ। এসময় কালিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শিশু ডেঙ্গু রোগীর ৮৭ শতাংশই ডেন-২ ধরনে আক্রান্ত

ঢাকা অফিস

দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেসব শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন, তাদের ৮৭ শতাংশ ডেন-২ জিনগত ধরনে আক্রান্ত। এছাড়া বাকি ১৩ শতাংশ শিশু ডেন-৩ ধরনে আক্রান্ত হচ্ছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

 

শনিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ গবেষণা প্রতিবেদন তুলে ধরেন হাসপাতালটির পরিচালক ও গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।

 

তথ্য থেকে জানা যায়, ২০২৩ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৩৯ ভর্তি শিশু রোগীর মধ্য থেকে ৭২২ শিশু রোগীকে রোগতাত্ত্বিক গবেষণার জন্য অন্তর্ভুক্ত করা হয়। ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ নির্ধারণে এবং অন্যান্য ভাইরাসের উপস্থিতি শনাক্তকরণে ওই ৭২২ শিশু রোগী থেকে ১০৪ রোগীর রক্ত ও ন্যাজোফ্রানজিয়াল সোয়াব সংগ্রহ করে আইসিডিডিআরবির পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

 

একইসঙ্গে ডেঙ্গু ভাইরাস সংক্রমণের উপসর্গ ছিল কিন্তু এনএস-১ অথবা আইজিএম পরীক্ষায় ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি শনাক্তকরণ সম্ভব হয়নি এমন ৫০ ভর্তি রোগীর রক্ত ও ন্যাজোফ্রানজিয়াল সোয়াবও সংগ্রহ করে আইসিডিডিআরবির পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

 

গবেষণায় দেখা গেছে, এনএস-১ এবং আইজিএম নেগেটিভ ৫০টি নমুনার মধ্যে আরটি পিসিআর পরীক্ষার মাধ্যমে ১৭টি (৩৪ শতাংশ) ফলস নেগেটিভ পাওয়া যায় ও ডেঙ্গু নেগেটিভ রোগীর মধ্যে ১৯ শতাংশ রোগী এবং ডেঙ্গু পজেটিভ রোগীর মধ্যে ১২ শতাংশ রোগী অন্যান্য ভাইরাসের সংক্রমণে (ইনফ্লুয়েঞ্জা ও রেসপাইরেটরি সিনসাইটাল ভাইরাস) আক্রান্ত ছিল।

 

জিনোম সিকোয়েন্স পরীক্ষায় দেখা যায়, ১১৩টি ডেঙ্গু পজেটিভ নমুনায় ৮৭ শতাংশ ডেন-২ এবং ১৩ শতাংশের ডেন-৩ ধরনের উপস্থিতি পাওয়া গেছে। যে শিশুদের ভেতর ৮৭ শতাংশ ডেন-২ ধরনের উপস্থিতি দেখা গেছে, তার জিনগত বৈশিষ্ট্য ২০১৮ সালের ডেন-২ এর জিনগত বৈশিষ্ট্যের কাছাকাছি। এমনকি যে ১৩ শতাংশের ডেন-৩ ধরনের উপস্থিতি পাওয়া গেছে, তার জিনগত বৈশিষ্ট্য ২০১৭ সালের ডেন-৩ এর জিনগত বৈশিষ্ট্যের কাছাকাছি।

 

অনুষ্ঠানে গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, গবেষণার অংশ হিসেবে পূর্ণাঙ্গ সিকোয়েন্সিংয়ের কাজ চলমান রয়েছে, যার ফলাফল হাতে পেলে আরও বেশি তথ্য আমরা উপস্থাপন করতে সক্ষম হব।

 

 

শ্যামনগরে সফল পরীক্ষামূলক প্রকল্প: অ্যান্টিবায়োটিকমুক্ত কাঁকড়া পোনার উৎপাদন

খুলনাঞ্চল রিপোর্ট

অ্যান্টিবায়োটিকমুক্ত কাঁকড়ার পোনা উৎপাদনে সফল হয়েছে খুলনার মৎস্য বিভাগ। মাটির পুকুরে শুধু বায়োজেনিক খাবার ব্যবহার করে পোনা উৎপাদন পরীক্ষা চালান মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. জাহিদুল হাসান। সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগরে হাতে নেওয়া পাইলট প্রকল্পটি সফল হয়েছে। এখানে পোনা উৎপাদনের হার সাড়ে ১২ শতাংশের বেশি। গবেষণা কার্যক্রমটি ইউনিভার্সিটি অব মালয়েশিয়া সারাওয়াক এর অধ্যাপক ড. মো. বদরুল মুনিরের নেতৃত্বে পরিচালিত হয়। এ প্রক্রিয়া কাঁকড়া চাষিরা গ্রহণ করলে উৎপাদন ও রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সূত্রটি জানিয়েছে, রফতানি আয় বাড়তে থাকার কারণে উপকূলীয় অঞ্চলে কাঁকড়ার খামারের সংখ্যা বেড়ে চলেছে। গত কয়েক বছরে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ ও বাগেরহাটের মোংলা, রামপাল এলাকায় গড়ে উঠেছে হাজার হাজার কাঁকড়ার খামার। তবে সফট সেল কাঁকড়ার জন্য সাতক্ষীরা জোন বিশেষ পরিচিতি পেয়েছে। অন্যস্থানে কাঁকড়া ফ্যাটেনিং (শক্ত) করা হলেও সফট সেল খামার ও প্রক্রিয়াজাতকরণ প্লান্ট হয়েছে সাতক্ষীরায়।

 

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ অঞ্চলে তিনটি কাঁকড়া প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপিত হয়েছে। কাঁকড়া হ্যাচারি রয়েছে দুটি। কাঁকড়া চাষি রয়েছেন দুই হাজার ৩২১ জন। এখানকার ৩০৭.৯০ হেক্টর জমিতে কাঁকড়া চাষ হয়। যেখান থেকে উৎপাদন হচ্ছে ২১৮৫.৭ টন। তবে কাঁকড়ার পোনা সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে কাঁকড়া উৎপাদনে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে বিভিন্ন সময়ে মান নিয়ন্ত্রণ দপ্তর কাঁকড়া রপ্তানি আটকে দেয়।

 

এ সমস্যা সমাধানে এগিয়ে আসেন অধ্যাপক ড. মো. বদরুল মুনির। ইউএনডিপির আর্থিক সহযোগিতায় এবং ইউনিভার্সিটি অব মালয়েশিয়া সারাওয়াকের টেকনিক্যাল সাপোর্টে এন্টিবায়োটিকমুক্ত পোনা উৎপাদনের কার্যক্রম শুরু করেন তিনি। এক বছরের প্রকল্পটি ২০২২ এর সেপ্টেম্বরে শেষ হয়। তবে চাষি পর্যায়ে গবেষণার ফলাফল টেকসই হয় কিনা সেটা পর্যবেক্ষণের জন্য গবেষণা কার্যক্রম আরও ৯ মাস বাড়িয়ে ২০২৩ এর জুনে শেষ হয়। গবেষণা কার্যক্রমটি বাস্তবায়নে ওই ইউনিভার্সিটির দুজন পিএইচডি ফেলো মো. জাহিদুল হাসান ও মো. আব্দুল হান্নান পরিচালনা করেন।

 

খুলনা মৎস্য বিভাগ সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে বাংলাদেশের কাঁকড়ার চাহিদা। প্রাকৃতিক উৎস থেকে কাঁকড়ার পোনা আহরণের ফলে সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। এ লক্ষ্যে ২০১৬ সালে দেশে প্রথম বাণিজ্যিক হ্যাচারি স্থাপন হয় সাতক্ষীরার শ্যামনগরে। তবে এর সফলতার হার এত কম যে তা বাণিজ্যিকভাবে চাষের উপযোগী নয়। খামারিদের পাশাপাশি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিল মৎস্য বিভাগ। তবে এই প্রকল্পটি সফল হওয়ায় লাভবান হবেন কাঁকড়া চাষিরা। মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে সফট সেল কাঁকড়া রফতানি বাড়ছে। ২০২১ সালের ৯ মাসে ৪৬২ টন সফট সেল রফতানি থেকে আয় হয়েছে ৬৫ লাখ মার্কিন ডলার।

 

বাগেরহাটে অনশন কর্মসূচি পালন বিএনপির

বাগেরহাট প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বাগেরহাটে অনশন কর্মসূচি পালন করেছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

 

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর আলম, যুগ্ম আহবায়ক ড.লায়ন ফরিদুল ইসলাম, সাবেক জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সৈয়দ নাসির ইকবাল মালেক, মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জাসাদের জেলা সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া অগনতান্ত্রিক ও সৈরাচার সরকারের অবৈধ কার্যক্রমের নমুনা মাত্র। দেশ নেত্রীকে সু-চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে মুক্তি ও সু-চিকিৎসার ব্যবস্থা করা হবে।

 

অপমানে মায়ের আত্মহত্যা, ছেলে পলাতক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ছেলের গালিগালাজ, লাঞ্ছনা, অপমান সহ্য করতে না পেরে রেবেকা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

রেবেকা বেগম উপজেলার তৈলকূপী গ্রামের মৃত আদিল উদ্দীনের স্ত্রী। তার মৃত্যুর পর থেকে ছেলে ফারুক হোসেন পলাতক রয়েছে।

 

এলাকাবাসী জানায়, সাংসারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে ছেলে ফারুকের সঙ্গে রেবেকা বেগমের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফারুক তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ধাক্কা দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর রেবেকা বেগম অভিমানে ঘরে থাকা ঘাস মারা বিষ পান করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

প্রতিবেশীরা জানায়, ২৫ বছর আগে রেবেকার স্বামী মারা যান। সেই থেকে রেবেকা পরের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে দুই সন্তানকে বড় করেছেন। বর্তমানে তিনি কচাতলায় একটি ইটভাটায় শ্রমিকদের ভাত রান্নার কাজ করতেন।

 

ফারুকের খালা ফেরদৌসী বেগম বলেন, রেবেকা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শারীরিক যন্ত্রণা ও সংসারের অভাব অনটন থেকেই তিনি বিষ খেয়েছেন বলে দাবি করেন তিনি।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

উদ্ধারের আকুতি জানান রাস্তায় পড়ে থাকা যুবক

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

কালিয়া-খুলনা সড়কের গাজিরহাট গ্রামীণফোন টাওয়ারের অদূরে রাস্তার পাশে তিন দিন পড়ে ছিলেন অজ্ঞাতপরিচয় এক যুবক। শুক্রবার রাতে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পেড়লী বাজারের মোবাইল ফোন মেরামতকারী মো. জহির শেখ ওই যুবককে উদ্ধার করেন।

 

এর আগে বৃহস্পতিবার দুপুরে পেড়লী বাজারে পড়ে থাকা এক নারীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

 

 

জহির শেখ বলেন, গত তিন দিন ধরে তিনি অজ্ঞাতপরিচয়ের ওই যুবককে রাস্তার পাশে শুয়ে থাকতে দেখেন। শুক্রবার সন্ধ্যার আগমুহূর্তে তিনি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় ওই যুবকের দিকে তাকালে হাত নেড়ে তাঁকে কাছে ডাকেন এবং ইশারায় হাসপাতালে নেওয়ার আকুতি জানান। পরে সেখান থেকে উদ্ধার করে রাত ৮টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

হাসপাতালের চিকিৎসক মাহাবুবা আক্তার বলেন, ওই যুবক দীর্ঘ অনাহার ও অযত্নে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক দুর্বলতার কারণে তিনি কথা বলতে পারছেন না। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সব ধরনের সুবিধাও তিনি পাবেন।

 

কালিয়ার ইউএনও রুনু সাহা বলেন, অজ্ঞাতপরিচয় দু’জনকে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। সুস্থ হলে পরিচয় জানতে পারলে স্বজনের কাছে তাদের পৌঁছে দেওয়া হবে।

 

 

 

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

 

মাগুরার শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আরশেদ শেখ ওরফে কানু (৪৫) ও সবিরন বেগম (৪০) নামে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত জাহাঙ্গীর শেখ ( ৪২) আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্স ভর্তি আছেন।

 

শনিবার ভোর  ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

 

নিহত ছবিরন বেগমের স্বামী আলম শেখ বলেন, ‘রাতে স্ত্রী, ৮ বছরের এক ছেলেসহ আমি ঘরে ঘুমিয়েছিলাম। আনুমানিক ভোর ৪টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট হয়ে ঘরে আগুন ধরে যায়। এ সময় আমি ঘরের বেড়া ধাক্কা দিয়ে খুলে ফেলে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে সক্ষম হই। কিন্তু আমার স্ত্রী অসুস্থ থাকায় সে ঘর থেকে বেরুতে পারেনি। ঘরের মধ্যেই আগুনে পুড়ে সে কয়লার মতো হয়ে যায়।’

 

আলম শেখ আরও বলেন, ‘আগুন দেখে আমাদের প্রতিবেশী আরশাদ শেখ ও তার ভাই জাহাঙ্গীর শেখ সাহায্য করার জন্য এগিয়ে আসলে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরশেদ শেখের মৃত্যু হয়। তার ভাই জাহাঙ্গীর শেখ এখন হাসপাতালে ভর্তি আছেন।’

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খবর শোনামাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি ঘর পুড়ে গেছে। ঘটনাস্থলেই একজন নারী পুড়ে কয়লা হয়ে গেছেন। আহত দুজনকে আমরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই। সেখানে একজনের মৃত্যু হয়েছে। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।’

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, ‘চিকিৎসাধীন জাহাঙ্গীর শেখকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘কচুবাড়ীয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্ততি চলছে।’