সাকিবকে নিয়ে সুখবর দিলো বিসিবি

9

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপের আগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে হঠাৎ শঙ্কা জেগেছিল। অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পাওয়ায় প্রথম ম্যাচ ঘিরে আশঙ্কা ছিল। সেই আশঙ্কা কেটেছে। আফগানিস্তানের বিশ্বকাপের প্রথম ম্যাচে পাওয়া যাবে তাকে।

পায়ের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। তবে বিসিবি জানিয়েছে, টাইগার অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তার ইনজুরি ততটা গুরুতর নয়।

বিসিবির তথ্য অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে তিনিই নামবেন টস করতে। প্রথম প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান সাকিব। সতর্কতার কারণে প্রস্তুতি ম্যাচগুলোয় তাকে বিশ্রামে রাখা হচ্ছে। লংকানদের বিপক্ষে মাঠে নামেননি সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তাকে আর মুস্তাফিজকেও দেয়া হয় বিশ্রাম।

আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে বিশ্বকাপের মূলপর্ব। আর বাংলাদেশের ম্যাচ আছে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে।