দেয়া হচ্ছে না গরুর মাংস, ভারতে কী কী খাচ্ছেন বাবর-রিজওয়ানরা?

16

স্পোর্টস ডেস্ক।।

২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল । গত বুধবার দুবাই হয়ে হায়দরাবাদে এসেছেন বাবর আজম অ্যান্ড কোং। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। সাত বছর পর ফের এই দেশে তারা। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পা রাখার পরেই রাজকীয় অভ্যর্থনা পেয়েছে পাক দল। বিমানবন্দরে বাবরদের নামে জয়ধ্বনিও ছিল বাড়তি পাওনা।

ভারতের সংস্কৃতি মেনেই বাবরদের গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছিল। এহেন অভ্যর্থনায় অভিভূত হয়ে ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছিলেন বাবর, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিরা। ভারতে কিন্তু বাবরদের জন্য এলাহী খাবারের আয়োজন করা হয়েছে।

পাকিস্তান নিজামের শহরে এসেই, নৈশভোজে ডুব দিয়েছিল বিখ্যাত হায়দরাবাদি বিরিয়ানিতে। শুধু কী আর বিরিয়ানি! এই প্রতিবেদন পড়ে জেনে নিন যে, বাবরদের রসনাতৃপ্তির জন্য ঠিক কী কী আয়োজন করা হয়েছে।

ভারতের অংশগ্রহণকারী ১০ ক্রিকেটীয় দেশের জন্য একটাই কথা ‘নো বিফ’ মানে গরুর মাংস নেই! প্রতিদিনের প্রোটিনের জন্য পাকিস্তানের ভরসা চিকেন-মাটন-ফিশ। তাদের ডায়েট চার্টে রয়েছে গ্রিলড ল্যাম্ব চপ, মাটন কারি, বাটার চিকেন ও গ্রিলড ফিশ। বলে রাখা ভালো বিরিয়ানি কিন্তু চিট মিলের অংশ। রোজের খাদ্যতালিকার নয়।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে যে, পাকিস্তান স্টেডিয়াম ক্য়াটারারদের জানিয়েছে যে, তারা বাসমতী চালের ভাতের সঙ্গেই পাতে রাখতে চাই স্প্যাগেটি ইন বলগোনিজ সস। প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের এই পদটি ছিল অত্যন্ত পছন্দের। পাকিস্তান জানিয়েছে যে, তারা ভেজ পোলাও খেতে চায়। হায়দরাবাদে পাকিস্তান এখন দু’সপ্তাহের মতো থাকবে। এই হচ্ছে তাদের ফুড মেন্যু। সূত্র: জিনিউজ