স্পোর্টস ডেস্ক।।
৩৬ বছরের খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি। ক্লাব ও দেশের হয়ে সবকিছু জয়ের পর ওই একটি শিরোপার আক্ষেপই ছিল ৭ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার। সেটি পূরণের পরও জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন জাতীয় দলের এই তারকা। তবে ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি না সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি। যদিও এর আগে মেসি বলেছিলেন, শিরোপা ধরে রাখার মিশনে অংশ নেবেন না তিনি।
আর্জেন্টিনার হয়ে এখনো পর্যন্ত ১৭৬ ম্যাচে ১০৪ গোল আছে মেসির। ক্লাবে বর্তমানে খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এই যুক্তরাষ্ট্রেই আগামী বছর অর্থাৎ, ২০২৪ সালে হবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। সেখানে খেলার পরিকল্পনা আছে তার। তার দুই বছর পর যুক্তরাষ্ট্রসহ কানাডা ও মেক্সিকোর আয়োজনে হবে বিশ্বকাপ।
সেই বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে মেসি বলেন, ‘আমি জানি না আমি সেখানে খেলতে পারব কি না। আমি এটা আগেও বলেছি। আমি বিষয়টি নিয়ে এখনো ভাবছি না। কারণ, সেটি এখনো অনেক দূর। আমি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা নিয়ে ভাবছি। আমার লক্ষ্য সেই টুর্নামেন্টের জন্য ভালো ফর্মে থাকা। দারুণ একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে সেটি।’
মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির সঙ্গে আগামী ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে মেসির। সেটিকে আরও ১ বছর বাড়ানোর সুযোগ থাকছে। যদি পরবর্তী বিশ্বকাপে তিনি খেলার পরিকল্পনা করেন, তাহলে মায়ামিতেই থাকতে পারেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে বুটজোড়া তুলে নেওয়ার আগে শেঁকড়ের ক্লাব নিউয়েলস বয়েজের হয়ে খেলতে চান মেসি।
বার্সেলোনার সাবেক এই তারকা বলেন, ‘(নিউয়েলস বয়েজে খেলার) পরিকল্পনা সব সময়ই ছিল। বিশ্বকাপ জয়ের পর সেটি আরও বেড়েছে, আর্জেন্টিনার ফুটবল উপভোগ করা, নিউয়েলের হয়ে খেলা। ছোটবেলায় সেখানে যেতাম। আমি সেখানকার মাঠে যেতাম, সেটি আমার স্বপ্ন ছিল।’
নিউয়েলসের হয়ে ছোটবেলায় খেলেছেন মেসি। এর পর ২০০০ সালে জন্মভূমি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। আর ফেরা হয়নি দেশের কোনো ক্লাবে।