সাবেক ক্লাবের বিরুদ্ধে বোমা ফাটালেন মেসি

2

স্পোর্টস ডেস্ক।।

গত জুনে চুক্তির মেয়াদ শেষে পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। পিএসজির কিছু সমর্থকগোষ্ঠীর সঙ্গে দুর্বিষহ অভিজ্ঞতার কথা স্বীকার করেছেন তিনি। এবার সেই পিএসজির বিরুদ্ধে বোমা ফাটালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ইএসপিএনের মিগুয়ে গ্রানাডোসকে মেসি বলেন, ‘পিএসজিতে বেশ অস্বস্তিকর সময় কেটেছে। সমর্থকগোষ্ঠীর লাঞ্ছনা গঞ্জনা তো ছিলই, ক্লাবের ভেতরেও একটা গুমোট অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। বিশেষ করে বিশ্বকাপ জেতার পর থেকে। আমিই ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় ছিলাম, যে (ক্লাবের) কোনো স্বীকৃতি পাইনি।’

গত ডিসেম্বরে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেন মেসি। পেনাল্টি শুটআউটেও জাল কাঁপান। উত্তেজনায় ঠাসা ম্যাচটি টাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় আর্জেন্টিনা।

এখনই অবসরের কোনো ভাবনা নেই জানিয়ে মেসি বলেন, ‘আমি এটা নিয়ে ভাবিনি (অবসর)। আমি ভাবতে চাইও না। কারণ আমি যেটা উপভোগ করি, সেটা চালিয়ে যেতে চাই। ইউরোপ ছেড়ে এসে আমি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এখনই পরের ধাপ নিয়ে ভাবতে চাই না।’

তিনি বলেন, ‘আমি কোপা আমেরিকা নিয়ে ভাবতে পারি। আমার খেলার মান কমে গেছে, সেটা এখনো বোধ করি না। আমি একইভাবে খেলি এবং থামি। কিন্তু বাস্তবতা হলো আমার বয়স বাড়ছে। হাজারো ম্যাচ খেলে এসেছি এবং সবার জন্যই সময় বয়ে যায়।’