ভিডিও দেখাতে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা

10

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়ায় ভিডিও দেখানোর কথা বলে ডেকে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার তালবাড়িয়া গ্রামে ৪ বছরের শিশুকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে আনে অভিযুক্ত কিশোর। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।