দামুড়হুদায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু ও আহত শিশুর পরিবারের প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা

9

মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

দামুড়হুদায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু ও আহত শিশুর পরিবারের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগিরথপুর গ্রামের কৃষক মজনু মালিথাকে এ আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য বুধবার বিকালে বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হলে বজ্রপাতে মজনু মালিতার ছেলে মোঃ শিমুল আহত হয় ও তার ৪টি গরু মারা যায়। আহত মো: শিমুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানানো হয় ও আহত ব্যক্তির খোঁজ খবর নেওয়া হয়।এসময় ক্ষতিগ্রস্থ কৃষককে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সকলকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান।