অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে মিশে আছে শেন জার্গেনসনের নাম। তার অধীনেই প্রথমবার নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করেছিল টাইগাররা। লম্বা সময় পর আবারও বাংলার মাটিতে এসেছেন সেই জার্গেনসন, তবে এবার কিউইদের কোচ হয়ে।
অনেকটা দিন পর ঢাকায় এসেও পরিচিত মুখ খুঁজতে ভোলেননি এই কিউই কোচ, ‘আমি এখানে এসেছি কয়েক বছর পর। কিন্তু বাংলাদেশে বেশ কিছু পরিচিত মুখ দেখে ভালো লাগছে। আমি যখন বাংলাদেশ দলের সঙ্গে ছিলাম অনেকে তখন আমাদের দলকে সাহায্য করত এবং অনেক সমর্থক ছিল। তাই ফিরে ভালো লাগছে। অনেক পরিচিত সাংবাদিকদের দেখেছি বিমানবন্দরেও।’
জার্গেনসেন বলেন, ‘আমার কিছু অল্প ব্যবধানে হারের কথা মনে আছে। অনেক টুর্নামেন্টে হতাশাজনক সময় গিয়েছে। কিন্তু এখানে বেশ কিছু ভালো জয়ও ছিল।’
লম্বা সময়ের ব্যবধানে বাংলাদেশ এখন অনেকটাই পরিণত। সে কথাও মাথায় আছে জার্গেনসনের, ‘তিন ম্যাচের সিরিজে তারা অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে। হ্যা আমাদের প্রথম কাজ হবে গরমের সঙ্গে মানিয়ে নেয়া। গরম এবং আদ্রতা ইংল্যান্ডের থেকে কিছুটা ভিন্ন হবে (ইংল্যান্ডে সিরিজ শেষ করেই ঢাকায় আসা প্রসঙ্গে)। এখানকার উইকেটে সাধারণত একটু বেশি স্পিন থাকে এবং এটা আমাদের ব্যাটিং লাইনআপের সামনে সুযোগ বোর্ডে কিছু রান তুলে বোলারদের সাহায্য করা।’